ভারতে আজই লঞ্চ হবে মার্সিডিজ বেঞ্জের নতুন ই-ক্লাস মডেল, কী কী স্পেশ্যাল ফিচার থাকছে এই গাড়িতে?

১৯৯৫ সালে ভারতে প্রথম লঞ্চ হয়েছিল মার্সিডিজ বেঞ্জের গাড়ি।

ভারতে আজই লঞ্চ হবে মার্সিডিজ বেঞ্জের নতুন ই-ক্লাস মডেল, কী কী স্পেশ্যাল ফিচার থাকছে এই গাড়িতে?
ভারতের বাজারে ২০১৭ সালে LWB E-Class লঞ্চ হয়েছিল। এই গাড়িতে রয়েছে right-hand-drive ভার্সান।
Follow Us:
| Updated on: Mar 16, 2021 | 1:36 PM

মার্সিডিজ বেঞ্জের নতুন ই-ক্লাস মডেল মঙ্গলবার লঞ্চ হতে চলেছে ভারতে। ১৯৯৫ সালে ভারতে প্রথম লঞ্চ হয়েছিল মার্সিডিজ বেঞ্জের গাড়ি। তখন থেকে এ যাবৎ ৪৬ হাজার গাড়ি বিক্রি হয়েছে ভারতে। এদেশের ‘মোস্ট পপুলার’ সেডান গাড়িগুলোর মধ্যে অন্যতম মার্সিডিজ বেঞ্জের এই ই-ক্লাস মডেল। চিন ছাড়া একমাত্র ভারতেই মার্সিডিজ বেঞ্জের ই-ক্লাস LWB (long wheelbase) ফর্মে বিক্রি হয়।

ভারতের বাজারে ২০১৭ সালে LWB E-Class লঞ্চ হয়েছিল। এই গাড়িতে রয়েছে right-hand-drive ভার্সান। long wheelbase ফর্মের মতোই right-hand-drive ভার্সানের ক্ষেত্রেও ভারতই একমাত্র বাজার। আজ অর্থাৎ মঙ্গলবার ভারতে মার্সিডিজ বেঞ্জের যে ই-ক্লাস মডেল লঞ্চ হবে সেটি নেক্সট জেনারেশন মডেল নয়। তবে নিঃসন্দেহে এই মডেলে রয়েছে অসংখ্য আপডেট।

নতুন ই-ক্লাস মডেলে রয়েছে একটি রিডিজাইন ফ্রন্ট ফেস। সেখানে রয়েছে একটি নতুন radiator grille। সেই সঙ্গে রয়েছে মাল্টিবিম এলইডি হেডল্যাম্প এবং রিস্টাইল করা বাম্পার। পিছনের অংশে রয়েছে নতুন এলইডি টেল ল্যাম্প এবং বুট লিড। নতুন ই-ক্লাসের কেবিনের ভিতর রয়েছে আরও অনেক চমক। নতুন স্টিয়ারিং হুইলের সঙ্গে রয়েছে ১০.২৫ ইঞ্চির দু’টি ডিসপ্লে। একটি ডিসপ্লেতে রয়েছে ‘ইন্সট্রুমেন্ট প্যানেল’। অন্যটিতে রয়েছে ‘ইনফরমেশন সিস্টেম’। এই ডিসপ্লে আবার টাচস্ক্রিন। এছাড়াও রয়েছে লেটেস্ট জেনারেশনের Mercedes-Benz User Experience (MBUX) মাল্টিমিডিয়া সিস্টেম।

মার্সিডিজ বেঞ্জ ই-ক্লাসের ইঞ্জিনেও রয়েছে অত্যাধুনিক অপশন। এই গাড়িতে রয়েছে ২ লিটারের ৪টি সিলিন্ডার- পেট্রোল (194hp/320Nm) এবং ২ লিটারের ৪টি সিলিন্ডার- ডিজেল (192hp/400Nm)। দু’টি ইঞ্জিনের সঙ্গেই যুক্ত রয়েছে ৯-স্পিড অটোম্যাটিক ট্রান্সমিশন।

বর্তমানে ভারতে মার্সিডিজ বেঞ্জ ই-ক্লাসের দাম শুরু হয় ৬২.৮৩ লক্ষ টাকা (এক্স শোরুম) থেকে। নতুন ই-ক্লাস মডেলের দাম এর থেকে বেশি হবে বলেই মনে করা হচ্ছে।