ক্রিসমাসে ভারতে আসছে পাবজি? নেট দুনিয়ায় শুরু জল্পনা
গত নভেম্বরেই সুখবর শুনিয়েছিল পাবজি কর্পোরেশন। তারা জানিয়েছিল যে ভারতে ফিরছে পাবজি। তবে কবে রিলিজ হবে জনপ্রিয় এই গেম সে ব্যাপারে নিশ্চিত ভাবে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ।
ভারতে কবে লঞ্চ হবে পাবজি? নেট দুনিয়ার সার্চে এখন সবার উপরে আছে গেমারদের এই প্রশ্ন। এর মধ্যেই দেশে পুনরায় পাবজি গেম লঞ্চের তারিখ নিয়ে নানা মুনির নানা মত প্রকাশ পেয়েছে। যদিও পাবজি মোবাইল ইন্ডিয়ার তরফে আনুষ্ঠানিক ভাবে এখনও কোনও ঘোষণা করা হয়নি। বরং শোনা গিয়েছে, মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির তরফে এখনও ভারতে লঞ্চ করার ছাড়পত্র পায়নি পাবজি ইন্ডিয়া। যদিও পাবজি ইন্ডিয়া নামে এদেশে একটি কোম্পানির রেজিস্ট্রেশন হয়েছে। তবে সেটাই এই গেম পুনরায় লঞ্চ করার জন্য সবকিছু নয়। সূত্রের খবর, ২০২১-এর ফেব্রুয়ারির আগে ভারতে পাবজি লঞ্চ হওয়ার সম্ভাবনা নেই।
আরও পড়ুন- ডিসেম্বরে আসছে নতুন গেম, অ্যাকশন-অ্যাডভেঞ্চারে জমজমাট সাইবারপাঙ্ক ২০৭৭
যদিও এইসবের মধ্যেই টুইটারে সাগর ঠাকুর নামে এক বিখ্যাত গেমার টুইট করে জানিয়েছেন, ২৫ ডিসেম্বর অর্থাৎ ক্রিসমাসেই নাকি ভারতে নতুন করে রিলিজ হবে পাবজি মোবাইল ইন্ডিয়া। যদিও এই খবর কতটা যুক্তিযুক্ত তা জানা যায়নি। তবে গেমারদের একটা বড় অংশ সাগরের টুইটে কমেন্ট করে তাঁদের সমর্থন জানিয়েছেন। সেই তালিকায় আছে আর এক বিখ্যাত গেমার এবং পাবজি মোবাইল কমেন্টেটার ওশান শর্মা। তবে সাগর ঠাকুরের টুইট নিয়ে হাজার জল্পনা হলেও এবং গেমারদের মনে পাবজি মোবাইল ইন্ডিয়ার রি-লঞ্চ নিয়ে আশা জাগলেও বাস্তবে গেম রিলিজের দিনক্ষণ ঠিক করবে কোম্পানি কর্তৃপক্ষ। আর আপাতত এ ব্যাপারে কোনও ঘোষণাই করেনি পাবজি মোবাইল ইন্ডিয়া কর্তৃপক্ষ।
উল্লেখ্য, গত নভেম্বরেই সুখবর শুনিয়েছিল পাবজি কর্পোরেশন। তারা জানিয়েছিল যে ভারতে ফিরছে পাবজি। তবে কবে রিলিজ হবে জনপ্রিয় এই গেম সে ব্যাপারে নিশ্চিত ভাবে এখনও কিছু জানায়নি কর্তৃপক্ষ। যদিও পাবজিকে পাল্লা দেওয়ার মতো আর একটি গেম FAU-G-র প্রি-রেজিস্ট্রেশন ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে। এর পাশাপাশি ‘কল অফ ডিউটি’, ‘ফোর্টনাইট’, ‘ফ্রি ফায়ার’ এইসব অত্যাধুনিক মোবাইল গেমও ভারতে আসছে বলে জানা গিয়েছে। ফলে পাবজি কর্পোরেশনের উপর ধীরে ধীরে চাপ বাড়ছে। তাই অল্পদিনের মধ্যেই ভারতের বাজারে নতুন রূপে পাবজি লঞ্চ করবে বলে মনে করছেন গেমারদের একটা বড় অংশ।