Geyser Buying Guide: শীতে গিজা়র কেনার কথা ভাবছেন? তার আগে জেনে নিন এই 10টি বিষয়
গিজা়র কেনার আগে কিছু বিষয় আপনার জানা উচিত। তাহলে সহজেই আপনি বিভিন্ন ধরনের গিজারের তুলনা করে সেরাটা বেছে নিতে পারবেন। এক নজরে দেখে নেওয়া যাক গিজা়র কেনার আগে কী-কী বিষয় মাথায় রাখা উচিত।
Geyser Buying Tips:বাতাসে শীতের হিমেল হাওয়া। আর শীত আসা মানেই কনকনে ঠান্ডা জল। আর স্নান? কারও ক্ষেত্রে হ্য়ঁ, কারও ক্ষেত্রে নৈব নৈব চ। তবে গিজা়র থাকলে সেই চিন্তা ভ্যানিশ। কিন্তু গিজা়র কেনার সময় দামের পাশাপাশি এর কর্মক্ষমতা এবং সুরক্ষার বিষয়েও অবগত থাকা প্রয়োজন। যদিও আজকাল অনলাইন এবং অফলাইন 2 ভাবেই গিজা়র কিনতে পারেন। এছাড়াও ঘরে বসেই এখন আপনি জানতে পারবেন ইলেকট্রিক গিজা়রের দাম, ছবি, গিজা়রের ফিচার ও বিস্তারিত স্পেসিফিকেশনস। যা দেখে আপনি সহজেই নিজের জন্য পছন্দ করতে পারবেন সেরা গিজার। তবে তার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনার জেনে রাখা প্রয়োজন।
গিজা়র কেনার আগে কিছু বিষয় আপনার জানা থাকলে সহজেই বিভিন্ন ধরনের গিজারের সঙ্গে তুলনা করে বেছে নিতে পারবেন সেরা গিজা়রটি। এক নজরে দেখে নেওয়া যাক গিজা়র কেনার আগে কী-কী বিষয় মনে রাখা উচিত-
1. বাজেট ঠিক করুন-
বেশিরভাগ সময়ই আমরা সস্তার জিনিসে একসঙ্গে বিভিন্ন ফিচার খুঁজি। তাই কোনও কিছু কেনার আগে আপনার বাজেটটি ঠিক করুন। এবার ওই বাজেটের মধ্য়ে কী-কী ফিচার পেতে চান, তা দেখে নিন-
2. ট্যাঙ্কের ক্ষমতা বাছাই করুন-
আপনি যখন স্টোরেজ ইলেকট্রিক গিজা়র বা গ্যাস বা সোলার ওয়াটার হিটার কেনার কথা ভাবছেন, তখন এটাও মাথায় রাখুন, তার স্টোরেজ ট্যাঙ্কের ক্ষমতা কত। তবে ট্যাঙ্কের ক্ষমতা নির্ভর করবে আপনি কীভাবে গিজা়র ব্যবহার করছেন, তার উপর। ফ্ল্যাট বাড়ি হলে ইলেকট্রিক গিজারই ভাল। চার জনের পরিবারে ভাল হয় 25 লিটারের মডেল। এখানে জলের ট্যাঙ্কের ক্ষমতার জন্য একটি সাধারণ হিসেব দেওয়া হল:
রান্নাঘরে ব্যবহার বা দম্পতিদের জন্য: ইনস্ট্য়ান্ট ওয়াটার হিটার
2 থেকে 3 জনের সদস্য পরিবারের ক্ষেত্রে: 6 লিটার পর্যন্ত 4 থেকে 8 জনের পরিবারের ক্ষেত্রে: 35 লিটার পর্যন্ত
3. কীসের ভিত্তিতে ঠিক করবেন গিজারের ডিজাইনটি-
যেখানে গিজারটি ইনস্টল করবেন, সেই স্থানের কথা মাথায় রাখুন। যে পরিবারে সদস্য় সংখ্য়া অল্প, তার জন্য ছোট গিজা়রই উপযুক্ত। বাজারে বিভিন্ন ডিজাইনের গিজা়রের ছড়াছড়ি। তবে আপনার গিজারের ডিজাইনটি হবে, তা যেখানে ইনস্টল করবেন, তার উপর ভিত্তি করে।
4. সঠিক ওয়াটেজ আপনার বিদ্যুৎ বিল বাঁচাতে সাহায্য করতে পারে-
গিজা়র বিভিন্ন ওয়াটেজের হয়। কিন্তু ওয়াটেজের দিকে নজর দেওয়ার আগে আপনাকে তার ট্যাঙ্কের ক্ষমতার কথাও মাথায় রাখতে হবে। যেমন, আপনি 3000W-এর গিজারও বাজারে খুঁজে পাবেন। তবে ওয়াটেজ যত বাড়বে, ততই বাড়বে জল গরম করার জন্য় বিদ্যুতের খরচও।
5. সেফটি ফিচারকে উপেক্ষা করা যাবে না-
গিজা়র ব্য়বহারের সঙ্গে সঙ্গে গুরুত্ব দিতে হবে নিরাপত্তার দিকেও। কেনার সময় অটো-কাটঅফ ও সেফটি ভালভ্ ফিচার 2টি আছে কি না তা দেখেই কিনুন।
6. ভরসা রাখুন বিশ্বস্ত ব্র্যান্ডেই-
বিশ্বস্ত ব্র্যান্ডের জিনিস কেনা গুরুত্বপূর্ণ। অপিরিচিত ব্র্যান্ডের গিজা়র সস্তা হতে পারে, তবে টেকসই নয়। গিজা়রগুলি কম দামে মেলে হয়তো, তবে কী দিয়ে গিজা়রের ট্যাঙ্ক তৈরি হয়েছে, তা না জেনে কেনা ঠিক নয়। কারণ গিজা়রের ট্যাঙ্কটাই সব। আপনি আইএসআই চিহ্নযুক্ত গিজা়র কিনতে পারেন। আইএসআই চিহ্নের অর্থ হল গিজা়রের গুণমান এবং নিরাপত্তা পরীক্ষা করা হয়েছে। নামী কোম্পানি থেকে কিনলে ওয়্যারান্টি পাবেন। আবার এগুলোর সুরক্ষা ব্যবস্থাও ভাল।
7. কেনার আগে শক্তি দক্ষতা ও রেটিং পরীক্ষা করুন-
এসি এবং অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতির মতো, গিজা়রও যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ খরচ করে। ফলে সেটা থেকে বাঁচতে আপনাকে কমপক্ষে 4 স্টারযুক্ত গিজার ব্যবহার করতে হবে।
8. জলের গুণমান অনুযায়ী গিজার ব্যবহার করুন-
আপনার জলের মান অনুযায়ী গিজা়র বাছাই করুন। আপনার বাড়ি কোথায়, তার উপরও নির্ভর করে আপনি কেমন গিজা়র কিনবেন। যেখানে লবণাক্ত জল, সেখানে এমন গিজা়রই ব্যবহার করুন, যার ট্যাঙ্কের বাইরের অংশ ফাইবারের এবং ভিতরের আবরণ সম্পূর্ণ তামার। তামার বিশেষ ক্ষয়-প্রতিরোধ ক্ষমতা আছে, যা গিজা়রকে দীর্ঘদিন টেকসই রাখতে সাহায্য করে।
9. স্মার্ট কানেক্টিভিটির দিকে নজর রাখুন-
গিজা়র কেনার সময় আপনাকে আরও যে বিষয়টি নজরে রাখতে হবে, তা হল স্মার্ট কানেক্টিভিটি। স্মার্ট কানেক্টিভিটি-যুক্ত ওয়াটার গিজা়রগুলি আপনি ভয়েস অ্যাসিস্ট্যান্টের দ্বারা খুব সহজেই নিয়ন্ত্রণ করতে পারবেন।
10. আরও যেসব ফিচার নজরে রাখবেন-
যদি আপনার বাজেট বেশি হয়, তবে টেম্পারেচার কনট্রোল নব এবং টেম্পারেচার গেজের মতো কিছু অতিরিক্ত ফিচারযুক্ত গিজা়র কিনতে পারেন। আবার কিছু গিজা়র ডিজিটাল ডিসপ্লের সঙ্গেও আসে।