Acer Swift Go ল্যাপটপ লঞ্চ হল ভারতে, আধ ঘণ্টার চার্জে সিনেমা দেখুন টানা 4 ঘণ্টা

Acer Swift Go Features: ল্যাপটপটি খুবই স্লিম এবং হালকা ওজনের ডিজাইনের। এটিতে একটি 14-ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে, যার ব্রাইটনেশ 400 নিট পিক। ল্যাপটপটি উইন্ডোজ 11 হোম আউট-অফ-দ্য বক্স সহ বাজারে এসেছে।

Acer Swift Go ল্যাপটপ লঞ্চ হল ভারতে, আধ ঘণ্টার চার্জে সিনেমা দেখুন টানা 4 ঘণ্টা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 29, 2023 | 1:43 PM

Acer Swift Go Price: ল্যাপটপ নির্মাতা Acer ভারতে তাদের নতুন ল্যাপটপ Acer Swift Go (2023) লঞ্চ করেছে। তবে এই নতুন ল্যাপটপটিতে একটি বিশেষত্ব আছে। কোম্পানির দাবি, এটি 30 মিনিট চার্জ করে 4 ঘন্টা পর্যন্ত চালানো যায়। ল্যাপটপটি খুবই স্লিম এবং হালকা ওজনের ডিজাইনের। এটিতে একটি 14-ইঞ্চি OLED ডিসপ্লে রয়েছে, যার ব্রাইটনেশ 400 নিট পিক। ল্যাপটপটি উইন্ডোজ 11 হোম আউট-অফ-দ্য বক্স সহ বাজারে এসেছে। এটি 16 জিবি র‌্যাম এবং 512 জিবি ইনবিল্ট স্টোরেজ রয়েছে। চলুন জেনে নেই ল্যাপটপের দাম ও অন্যান্য স্পেসিফিকেশন।

Acer Swift Go-এর দাম:

Acer-এর ল্যাপটপটি 16GB + 512GB স্টোরেজে কিনতে পারবেন। এই ল্যাপটপের দাম রাখা হয়েছে 79,990 টাকা। ল্যাপটপটি Acer Exclusive Store, Acer e-Store, Croma এবং Amazon-এর মাধ্যমে কিনতে পারবেন।

Acer Swift Go-এর স্পেসিফিকেশন ও ফিচার:

ল্যাপটপটিতে 14-ইঞ্চি WQXGA+ ডিসপ্লে রয়েছে। যার ডিসপ্লে সাপোর্টিং (2880 x 1800 পিক্সেল) রেজোলিউশন এবং 400 nits ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লেটি 16:10 অ্যাসপেক্ট রেশিও এবং 100 শতাংশ DCI-P3 কালার গামাট কভারেজ রয়েছে। Acer Swift Go-টিতে 13 তম Intel Core i5-13500H প্রসেসর, 16 GB RAM এবং 512 GB স্টোরেজের সাপোর্ট পেয়ে যাবেন।

ল্যাপটপটিতে 30fps এ 1440p (quad-HD) ভিডিয়ো রেকর্ডিং সাপোর্ট সহ একটি T-টাইপ USB ক্যামেরা রয়েছে। ল্যাপটপটিতে উইন্ডোজ 11 হোম এবং এমএস অফিস প্রি-ইনস্টল করা আছে। এটিতে একটি মাল্টি-জেসচার টাচপ্যাড রয়েছে, যাতে অ্যাকশন সেন্টার, মাল্টিটাস্কিং এবং অ্যাপ্লিকেশন কমান্ড সাপোর্ট করে।

এছাড়াও ল্যাপটপটি USB Type-C পোর্ট এবং 45W দ্রুত চার্জিং সাপোর্ট করে। এতে একটি 65Whr ব্যাটারি ইউনিট প্যাক রয়েছে। ব্যাটারি ব্যাকআপের ব্যাপারে কোম্পানির দাবি, 30 মিনিট চার্জ দেওয়ার পর এটি 4 ঘন্টা চালানো যাবে। নতুন Acer Swift Go (2023)-এ রয়েছে TwinAir কুলিং সিস্টেম। ফলে ল্যাপটপটি অনেকক্ষণ ব্যবহারের পরেও গরম হবে না।

Acer Swift Go-এ স্টেরিও স্পিকার রয়েছে। কানেকশনের জন্য, এতে Wi-Fi 6E এবং ব্লুটুথ 5.2 সাপোর্ট করে। এটিতে ডুয়াল USB 3.2 পোর্ট, একটি USB 3.2 Gen 1 পোর্ট, একটি USB 3.2 পোর্ট, একটি USB Type-C পোর্ট, একটি HDMI 1.4 পোর্ট এবং একটি SD কার্ড স্লট রয়েছে।