AC চালাচ্ছেন বৃষ্টির আগে বা পরে? ভ্যাপসা আবহাওয়ায় আরামের সেরা মোড, বিলও আসবে বেশ কম!

AC Mode In Rainy Season: বর্ষা মানে তো আর সবসময়ই বৃষ্টি হবে, এসি ব্যবহারের দরকার হবে না, এমন আবহাওয়া তো থাকবে না। এই বর্ষাতেই আবার এমন পরিস্থিতিরও সৃষ্টি হবে, যখন ভ্যাপসা গরমে আপনি হাঁসফাঁস করতে থাকবেন। তখন আপনাকে AC চালাতেই হবে। তবে বর্ষায় এসি চালানোর আগে আপনাকে কয়েকটা টিপস মাথায় রাখতে হবে।

AC চালাচ্ছেন বৃষ্টির আগে বা পরে? ভ্যাপসা আবহাওয়ায় আরামের সেরা মোড, বিলও আসবে বেশ কম!
বর্ষায় কোন মোডে এসি চালানো উচিত?
Follow Us:
| Edited By: | Updated on: Jun 24, 2023 | 4:12 PM

AC Mode In Rainy Season: অনেকের মধ্যেই এই ধারণা রয়েছে যে, Air Conditioner কেবল মাত্র গরমকালেই চালানো যায়। এখন কিন্তু আর সেই দিন নেই। AC-তে এখন এত ভিন্ন রকমের প্রযুক্তি রয়েছে, যার সাহায্যে আপনি সারা বছরই চালাতে পারবেন এয়ার কন্ডিশনার। এখনকার AC তৈরি করা হয়, সবরকম ঋতুর কথা মাথায় রেখে। প্রত্যেক মরসুমের কথা মাথায় রেখে এয়ার কন্ডিশনারে কিছু বিশেষ সেটিংস থাকে, দেওয়া হয় কিছু মোডও। তবে, সেক্ষেত্রে কিছু নিয়মও আপনাকে মানতে হবে। এদিকে গ্রীষ্মের তীব্র দাবদাহের ঘোর কাটিয়ে বঙ্গে বর্ষা ঢুকেছে। কিন্তু বর্ষা মানে তো আর সবসময়ই বৃষ্টি হবে, এসি ব্যবহারের দরকার হবে না, এমন আবহাওয়া তো থাকবে না। এই বর্ষাতেই আবার এমন পরিস্থিতিরও সৃষ্টি হবে, যখন ভ্যাপসা গরমে আপনি হাঁসফাঁস করতে থাকবেন। তখন আপনাকে AC চালাতেই হবে। তবে বর্ষায় এসি চালানোর আগে আপনাকে কয়েকটা টিপস মাথায় রাখতে হবে।

বর্ষায় যখন AC-র প্রয়োজন

প্রচণ্ড বৃষ্টির পর যখন থেমে যাবে, তখন বাতাসে আর্দ্রতার পরিমাণ অনেকটাই বেড়ে যায়। বৃষ্টির পরের আর্দ্রতা এমনই হয়, যখন বাইরের তাপমাত্রা খুব একটা বেশি থাকে না। সেই আর্দ্রতার কারণেই মানুষ ঘামতে থাকেন এবং শরীরে চ্যাটচ্যাটে ভাব দেখা যায়। এই আর্দ্রতা থেকেই মানুষ মুক্তি পেতে চান। এবং তার জন্য খুব একটা বেশি শীতল বাতাসেরও প্রয়োজন হয় না। বৃষ্টির পর যখন বাতাসের আর্দ্রতার কারণে আপনি ঘামতে থাকেন, তখন AC-র ড্রাই মোড আপনার জন্য অত্যন্ত সহায়ক হতে পারে। এই মোডটি দেওয়া হয়েছে কেবল মাত্র বাতাসের আর্দ্রতা থেকে ব্যবহারকারীদের স্বস্তি দেওয়ার জন্য।

AC Dry Mode কীভাবে কাজ করে

যে ঘরে এসি বসানো আছে, সেই ঘরের আর্দ্রতা কমাতে ড্রাই মোডটি স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেসারকে অল্প সময়ের জন্য চালু এবং বন্ধ করে। সেই সময় ফ্যান খুবই কম গতিতে চলতে থাকে। এদিকে আবার এসির ড্রাই মোড এয়ার কন্ডিশনারকে ঘরে ঠান্ডা বাতাস দেওয়ার প্রক্রিয়াও চালাতে থাকে। এই মোডে এসির মূল উদ্দেশ্য হল, বাতাসকে শুষ্ক করা এবং ঘরের তাপমাত্রা কমিয়ে একটা আরামদায়ক পরিস্থিতির সৃষ্টি করা।

ড্রাই মোড কখন ব্যবহার করবেন

এসিতে ড্রাই মোড তখনই ব্যবহার করবেন, যখন ঘরের তাপমাত্রা সহনীয়, অথচ আর্দ্রতা একটু হলেও বেশি। পাশাপাশি আপনি ড্রাই মোড তখনও ব্যবহার করতে পারেন, যখন ঘরে খুব একটা বেশি ঠান্ডা বাতাসের প্রয়োজন হবে না। তবে বেশিরভাগই ড্রাই মোড ব্যবহার করেন, বৃষ্টির পরে যখন আর্দ্রতার মাত্রা হুট করেই অনেকটা বেড়ে যায়।

সব এসিতে কি ড্রাই মোড থাকে

এখন সবথেকে বড় প্রশ্নটি হল, সব এসি ইউনিটে কি ড্রাই মোড থাকে? উত্তর হল না। সব ধরনের এসি ইউনিটে ড্রাই মোড আপনি পাবেন না। উইন্ডো এসিতে তো পাবেনই না। তবে হালফিলের বেশির ভাগ এসিতেই এই বৈশিষ্ট্যটি দেওয়া হয়। সেন্ট্রাল, স্প্লিট, এই সব এসিতেও থাকে বৈশিষ্ট্যটি। Samsung, Panasonic, LG, Hitachi, Daikin, Carrier এবং Voltas-এর মতো একাধিক কোম্পানির এসিতে ড্রাই মোড রয়েছে।