Amazon Summer Sale 2022: অ্যামাজনের সামার সেলে কোন স্মার্টওয়াচের দাম কত কমল?

Smartwatches: অ্যামাজনের এই সামার সেলে ১২৯৯ টাকা থেকে শুরু হচ্ছে স্মার্টওয়াচের দাম। এই তালিকায় অসংখ্য নামিদামি কোম্পানির স্মার্টওয়াচ রয়েছে। সেগুলো একনজরে দেখে নেওয়া যাক।

Amazon Summer Sale 2022: অ্যামাজনের সামার সেলে কোন স্মার্টওয়াচের দাম কত কমল?
প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: May 08, 2022 | 8:08 PM

আর মাত্র কয়েক ঘণ্টা বাকি। শেষ হতে চলেছে অ্যামাজনের সামার সেল (Amazon Summer Sale) ২০২২। ই-কমার্স সংস্থার এই জনপ্রিয় সেল শেষ হওয়ার আগে বিভিন ওয়ারেবল ডিভাইসের (Wearable Device) উপর যে ছাড় রয়েছে সেগুলো দেখে নিন। বিভিন্ন সংস্থার স্মার্টওয়াচের (Smartwatch) উপর প্রায় ৭০ শতাংশ পর্যন্ত ছাড় রয়েছে অ্যামাজনের এই সামার সেলে। এর সঙ্গে রয়েছে নো-কস্ট ইএমআই- এর সুবিধা। তাছেড়াও রয়েছে ব্যাঙ্ক অফার। অর্থাৎ বিভিন্ন ব্যাঙ্কের কার্ড দিয়ে স্মার্টওয়াচ কিনলে নির্দিষ্ট অফার পাবেন ক্রেতারা। অ্যামাজনের এই সামার সেলে ১২৯৯ টাকা থেকে শুরু হচ্ছে স্মার্টওয়াচের দাম। এই তালিকায় অসংখ্য নামিদামি কোম্পানির স্মার্টওয়াচ রয়েছে। সেগুলো একনজরে দেখে নেওয়া যাক।

স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৩- এই স্মার্টওয়াচের দাম ৬০ শতাংশ ছাড় রয়েছে। স্যামসাং গ্যালাক্সি ওয়াচ ৩ (৪৫ মিলিমিটার) এই স্মার্টওয়াচে রয়েছে একটি গোলাকার সুপার অ্যামোলেড ডিসপ্লে। স্বাস্থ্য সংক্রান্ত একাধিক ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। যেমন- স্লিপ ট্র্যাকিং ফিচার, ব্লাড অক্সিজেন ট্র্যাকিং ফিচার, ১২০টির বেশি ওয়ার্ক আউট প্রোগ্রাম— এইসব ফিচার রয়েছে। এই স্মার্টওয়াচের আসল দাম ৩৪,৯৯০ টাকা। কিন্তু এখন অ্যামাজনের সামার সেলে এই স্মার্টওয়াচ কেনা যাবে ১৩,৯৯৯ টাকায়।

বোট এক্সটেন্ড- বোট এক্সটেন্ড স্মার্টওয়াচে রয়েছে একটি ১.৬৯ ইঞ্চি এলসিডি ডিসপ্লে। একাধিক কাস্টোমাইজড ওয়াচ ফেসের সুবিধাও রয়েছে এই স্মার্টওয়াচে। স্ট্রেস মনিটরিং ফিচার, হার্ট রেট এবং এসপিও২ ট্র্যাকিং ফিচার এবং স্লিপ মনিটরিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এই ওয়ারেবল ডিভাইসে রয়েছে ১৪টি স্পোর্টস মোড। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অ্যালেক্সার সাপোর্টও রয়েছে বোট এক্সটেন্ড স্মার্টওয়াচে। এই স্মার্টওয়াচের আসল দাম ৭৯৯০ টাকা। তবে অ্যামাজনের সেলে ২৪৯৯ টাকায় এই স্মার্টওয়াচ কেনা যাবে।

ফায়ার বোল্ট রিং- এই স্মার্টওয়াচের আসল দাম ৯৯৯৯ টাকা। অ্যামাজনের সামার সেলে এই স্মার্টওয়াচ কেনা যাবে ৩৪৯৯ টাকা। এই স্মার্টওয়াচে একটি ১.৭ ইঞ্চির ডিসপ্লে, একাধিক ওয়াচ ফেস সাপোর্ট, স্বাস্থ্য সংক্রান্ত ফিচার, SpO2 এবং হার্ট রেট ট্র্যাকিং ফিচার রয়েছে। ব্লুটুথ কলিং ফিচার চালু না থাকলে ৮ দিন পর্যন্ত এই স্মার্টওয়াচ কাজ করবে।

pTron Force X11- এই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং সাপোর্ট। একটি ১.৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই স্মার্টওয়াচে। স্মার্ট নোটিফিকেশন আসবে এই স্মার্টওয়াচে। হার্ট রেট ট্র্যাকার, ব্লাড অক্সিজেন মনিটরিং ট্র্যাকার, স্লিপ মনিটরিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এছাড়াও রয়েছে হাইড্রেট অ্যালার্ট। ৭ দিন পর্যন্ত রান-টাইম থাকতে পারে এই স্মার্টওয়াচে। ৭৯৯৯ টাকার এই ফোন অ্যামাজনের সামার সেলে কেনা যাবে ১৯৯৯ টাকা।

অ্যামেজফিট জিটিআর ২ই- এই স্মার্টওয়াচে রয়েছে ১.৩৯ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে। ৫০- এর বেশি ওয়াচ ফেসের সাপোর্ট রয়েছে এই স্মার্টওয়াচে। ৭৭৯৯ টাকার এই স্মার্টওয়াচ অ্যামাজনের সামার সেলে কেনা যাবে ১৪৯৯ টাকায়। ২৪ দিনের ব্যাটারি লাইফ থাকবে ওয়াটার রেজিসট্যান্ট এই স্মার্টওয়াচে।

ওয়ানপ্লাস ব্যান্ড- এই স্মার্টওয়াচের আসল দাম ২৭৯৯ টাকা। তবে অ্যামাজনের সামার সেলে এই স্মার্টওয়াচ কেনা যাবে ১৪৯৯ টাকায়।

রেডমি স্মার্ট ব্যান্ড প্রো- এই স্মার্টওয়াচের আসল দাম ৫৯৯৯ টাকা। অ্যামাজনের সামার সেলে এই স্মার্টওয়াচ কেনা যাবে ২৯৯৯ টাকা।