BOULT নিয়ে এল সস্তার নেকব্যান্ড ও TWS ইয়ারবাড, বাম্পার ফিচার্স
BOULT Curve Buds এবং Curve Max নেকব্যান্ড লঞ্চ হয়েছে সম্প্রতি। এদের মধ্যে নেকব্যান্ডটি লঞ্চ করা হয়েছে 1299 টাকায়, প্রাথমিক ভাবে অফারে আপনি তা মাত্র 999 টাকায় পেয়ে যাবেন। আবার ইয়ারবাডটি 1,799 টাকায় লঞ্চ হলেও আপনি তা মাত্র 1,299 টাকায় ক্রয় করতে পারবেন।
ইলেকট্রনিক্স ব্র্যান্ড BOULT ভারতে দুটি চমৎকার অডিও প্রোডাক্ট লঞ্চ করেছে। তার একটি TWS ইয়ারবাড এবং অপরটি নেকব্যান্ড। ডিভাইস দুটির নাম BOULT Curve Buds এবং Curve Max নেকব্যান্ড। এদের মধ্যে নেকব্যান্ডটি লঞ্চ করা হয়েছে 1299 টাকায়, প্রাথমিক ভাবে অফারে আপনি তা মাত্র 999 টাকায় পেয়ে যাবেন। আবার ইয়ারবাডটি 1,799 টাকায় লঞ্চ হলেও আপনি তা মাত্র 1,299 টাকায় ক্রয় করতে পারবেন। এই দুই ডিভাইসের, কী-কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।
BOULT Curve Max: ফিচার ও স্পেসিফিকেশন
BOULT Curve Max নেকব্যান্ডে রয়েছে 13mm BoomX ড্রাইভার, যা হাই-কোয়ালিটি অডিও অফার করছে। ZEN মোড এনভায়রনমেন্টাল নয়েজ় ক্যান্সেলেশন থাকার ফলে দুর্ধর্ষ কলিং কোয়ালিটি দিতে পারে নেকব্যান্ডটি। সবথেকে বড় কথা হল, এক চার্জে এই নেকব্যান্ড 100 ঘণ্টার ব্যাটারি জীবন দিতে পারে। এমনকী, আপনি যদি খুব তাড়াহুড়োর মধ্যে থাকেন, তাহলে মাত্র 10 মিনিটের চার্জে 24 ঘণ্টার প্লেটাইম পেয়ে যেতে পারেন।
গেমিংয়ের দিক থেকেও দুর্ধর্ষ অডিও এক্সপিরিয়েন্স দিতে পারে নেকব্যান্ডটি। 50ms লো ল্যাটেন্সি মোড থাকার ফলে নেকব্যান্ডটি নিরবচ্ছিন্ন গেমিং অভিজ্ঞতা দিতে পারে। অডিও ডিভাইসটি IPX5 ওয়াটার রেজ়িস্ট্যান্ট, অ্যাক্টিভ লাইফস্টাইলের জন্য যা যথার্থ। অতিরিক্ত ফিচারের দিক থেকে নেকব্যান্ডটি ডুয়াল-ডিভাইস কানেক্টিভিটি সাপোর্ট করে, যা আপনাকে বিভিন্ন ডিভাইসের মধ্যে সুইচ করে নিতে সাহায্য করবে। মোট দুটি স্টাইলিশ কালারে পাওয়া যাবে নেকব্যান্ডটি। তার একটি কালো এবং অপরটি নীল।
BOULT Curve Buds Pro: ফিচার ও স্পেসিফিকেশন
এই ট্রু ওয়্যারলেস ইয়ারবাডেও রয়েছে 10mm BoomX ড্রাইভার। অডিও কোয়ালিটি এনহ্যান্স করতে পারে ডিভাইসটি। মোট তিনটি EQ মোড অফার করছে ইয়ারবাডটি: HiFi, Rock এবং Bass Boost। 40ms লো ল্যাটেন্সি কমব্যাট গেমিং মোড রয়েছে ইয়ারবাডটিতে, যা দুর্ধর্ষ গেমিং এক্সপিরিয়েন্স দিতে পারে। এছাড়া ZEN Quad Mic ENC টেকনোলজি থাকার ফলে স্বচ্ছ কলিং কোয়ালিটি দিতে পারে অডিও ডিভাইসটি। এক চার্জে এই অডিও ডিভাইস 100 ঘণ্টার গেমপ্লে দিতে সক্ষম।
আবার মাত্র 10 মিনিটের চার্জে আপনি 130 মিনিটের প্লেটাইম পেয়ে যাবেন। Bluetooth 5.3 রয়েছে, যার ফলে Blink & Pair টেকনোলজির সঙ্গে কুইক পেয়ারিং সম্ভব। ইয়ারবাডটিতে টাচ কন্ট্রোল রয়েছে, IPX5 ওয়াটার রেজ়িস্ট্যান্ট রেটিং প্রাপ্ত এই ইয়ারবাড। নওটিক্যাল ব্ল্যাক, হোয়াইট ওয়েভ এবং বিচ রোজ়ের মতো একাধিক কালার ভ্যারিয়েন্ট রয়েছে এই ইয়ারবাডের।