Nothing সাব-ব্র্যান্ড CMF নিয়ে আসছে চমৎকার স্মার্টওয়াচ ও ইয়ারবাড, 26 সেপ্টেম্বর ভারতের বাজারে

CMF by Nothing-এর এই তিনটি ডিভাইসই ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে লঞ্চ করা হবে 26 সেপ্টেম্বর। স্মার্টওয়াচটির নাম CMF by Nothing Watch Pro, যার দাম হতে পারে 4,500 টাকা। ইয়ারবাডটি লঞ্চ করা হতে পারে 3,500 টাকা দামে এবং চার্জারের দাম হতে পারে 3,000 টাকা।

Nothing সাব-ব্র্যান্ড CMF নিয়ে আসছে চমৎকার স্মার্টওয়াচ ও ইয়ারবাড, 26 সেপ্টেম্বর ভারতের বাজারে
চমৎকার স্মার্টওয়াচ নিয়ে আসছে Nothing সাব-ব্র্যান্ড CMF।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 29, 2023 | 2:41 PM

প্রথম ফোনের পর দ্বিতীয় Nothing ফোনও বাজারে ঝড় তুলছে। কার্ল পেই-এর সংস্থা Nothing তার একটি সাব-ব্র্যান্ডও নিয়ে এসেছে বাজারে, যার নাম CMF। সে সময় সংস্থার তরফ থেকে জানানো হয়েছিল, এই CMF ব্র্যান্ডিংয়ে কোম্পানির ইয়ারবাড থেকে শুরু করে স্মার্টওয়াচ ইত্যাদি গ্যাজেটগুলি লঞ্চ করা হবে। সম্প্রতি একটি রিপোর্ট থেকে জানা গিয়েছ, CMF by Nothing খুব শীঘ্রই তাদের অন্তত দুটি প্রোডাক্ট লঞ্চ করবে- তার একটি স্মার্টওয়াচ এবং অপরটি একজোড়া ইয়ারবাড। সূত্র মারফত এ-ও জানা গিয়েছে, CMF-এর সেই স্মার্টওয়াচ এবং ইয়ারবাড ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড বা BIS সার্টিফিকেশনও পেয়ে গিয়েছে। আর সেখান থেকেই একপ্রকার নিশ্চিত হওয়া যায় যে, অন্তত ভারতে CMF ব্র্যান্ডিংয়ে স্মার্টওয়াচ এবং ইয়ারবাড খুব জলদিই লঞ্চ করতে চলেছে।

GSM Arena-র একটি রিপোর্ট অনুযায়ী, স্মার্টওয়াচ, ইয়ারবাডের পাশাপাশি একটি 65W GaN চার্জারও লঞ্চ করতে চলেছে CMF। তিনটি ডিভাইসের একটি ছবিও ভাইরাল হয়েছে। ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছে, CMF by Nothing-এর এই তিনটি ডিভাইসই ভারত-সহ বিশ্বের বিভিন্ন প্রান্তে লঞ্চ করা হবে 26 সেপ্টেম্বর। স্মার্টওয়াচটির নাম CMF by Nothing Watch Pro, যার দাম হতে পারে 4,500 টাকা। ইয়ারবাডটি লঞ্চ করা হতে পারে 3,500 টাকা দামে এবং চার্জারের দাম হতে পারে 3,000 টাকা।

CMF by Nothing Watch Pro-এ থাকতে পারে একটি 1.96 ইঞ্চির AMOLED স্ক্রিন, যাতে অলওয়েজ়-অন ডিসপ্লে ফিচার দেওয়া হতে পারে। অ্যালুমিনিয়াম অ্যালয় কেস দেওয়া হচ্ছে, স্মার্টওয়াচের ডিসপ্লে 600 নিটস পিক ব্রাইটনেস দিতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট 50 Hz। এতে 100টি ওয়াচ ফেস এবং 110টি স্পোর্টস মোড দেওয়া হচ্ছে। হার্ট রেট মনিটর, ব্লাড অক্সিজেন সেন্সর, স্লিপ ট্র্যাকিং, স্ট্রেস মনিটর এবং কলিংয়ের জন্য ব্লুটুথ 5.3 ও AI নয়েজ় রিডাকশন থাকছে। এই মুহূর্তে বাজারের অন্যান্য স্মার্টওয়াচের মতো এটিও ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজ়িস্ট্যান্ট (IP68) হতে চলেছে। GPS ক্ষমতাসম্পন্ন হাতঘড়িটিতে একটি 330mAh ব্যাটারি দেওয়া হচ্ছে, যা এক চার্জে 13 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে।

ইয়ারবাডটির নাম CMF by Nothing Buds Pro। গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে সেই ইয়ারবাডে রয়েছে 45dB অ্যাক্টিভ নয়েজ় ক্যান্সেলেশন বা ANC সাপোর্ট। Ultra Bass টেকনোলজি রয়েছে, যা দুর্ধর্ষ সাউন্ড দিতে পারে। ANC বন্ধ করে রাখলে টানা 11 ঘণ্টা ব্যাকআপ দিতে পারে। আর এই ব্যাকআপ দেওয়ার জন্য ইয়ারবাডটিতে রয়েছে 55mAh ব্যাটারি। এছাড়া রয়েছে 10mm ডায়নামিক ড্রাইভার্স, তিনটি HD মাইক্রোফোন, ক্লিয়ার কল অ্যালগরিদম, অ্যান্টি উইন্ড নয়েজ় স্ট্রাকচার। ফাস্ট চার্জিং অফার করছে ইয়ারবাডটি। চার্জিং কেসটিতে রয়েছে একটি 460mAh ক্যাপাসিটির ব্যাটারি, যা ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজ়িস্ট্যান্সের জন্য IP54 রেটিং প্রাপ্ত।