Apple Watch Series 3: মাত্র 4,682 টাকায় Apple স্মার্টওয়াচ, পাবেন শুধুমাত্র এখানে…

Apple Smart Watch: প্রিমিয়াম কোম্পানি Apple-এর প্রোডাক্টের দাম সবসময়ই অন্য কোম্পানির তুলনায় একটু বেশি। তাই ইচ্ছে থাকলেও কেনার উপায় নেই। তবে এবার আপনি অনেক কম দামে একটি অ্যাপেলের স্মার্ট ওয়াচ কিনতে পারবেন।

Apple Watch Series 3: মাত্র 4,682 টাকায় Apple স্মার্টওয়াচ, পাবেন শুধুমাত্র এখানে...
Follow Us:
| Edited By: | Updated on: Feb 12, 2023 | 7:00 AM

প্রিমিয়াম কোম্পানি Apple-এর প্রোডাক্টের দাম সবসময়ই অন্য কোম্পানির তুলনায় একটু বেশি। তাই ইচ্ছে থাকলেও কেনার উপায় নেই। তবে এবার আপনি অনেক কম দামে একটি অ্যাপেলের স্মার্ট ওয়াচ কিনতে পারবেন। কারণ ফ্লিপকার্ট Apple-এর একটি দুর্দান্ত স্মার্ট ওয়াচ এ 17,500 টাকার ছাড় দিচ্ছে। ফলে আপনি খুব কম দামেই স্মার্ট ওয়াচ নিজের বাড়িতে আনতে পারবেন। তবে দেখে নিন কীভাবে আপনি ফ্লিপকার্টে এই অফারটি পাবেন।

Apple Watch Series 3-তে উপলব্ধ Flipkart অফার:

অ্যাপলের এই মডেলটি 2022 সালের। এটি অ্যাপল ওয়াচ SE- এর একটি সাশ্রয়ী দামের বিকল্প হিসাবে কোম্পানি চালু করেছিল। সেই সময়ে অ্যাপল ওয়াচ সিরিজ 3-এর দাম ছিল 29,900 টাকা কিন্তু বর্তমানে এটি 23,349 টাকায় ফ্লিপকার্ট সেলে পাওয়া যাচ্ছে। Flipkart সেলে, ব্যবহারকারীরা যদি Axis Bank কার্ড ব্যবহার করে এই স্মার্টওয়াচটি কেনেন তাহলে তারা 5 শতাংশ ক্যাশব্যাকের পাবেন। ফলে তখন Apple Watch Series 3-এর দাম হবে 22,182 টাকা। এছাড়াও Flipkart এক্সচেঞ্জ অফার দিচ্ছে। এক্সচেঞ্জ অফারে, আপনার পুরনো স্মার্টফোনের বিনিময়ে 17,500 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। তবেই এক্সচেঞ্জ বোনাসের পরিমাণ আপনার পুরনো স্মার্টওয়াচের অবস্থার উপর নির্ভর করবে। সমস্ত ব্যাঙ্ক অফার এবং ছাড়ের পরে, আপনি মাত্র 4,682 টাকায় অ্যাপল ওয়াচ সিরিজ 3 কিনতে পারবেন।

এই অ্যাপল ওয়াচের ব্যাটারি একবার সম্পূর্ণ চার্জে 18 ঘন্টা স্থায়ী হয়। এতে 4টি অপটিক্যাল হার্ট সেন্সর রয়েছে। 2-রেটিনা ডিসপ্লে টাচস্ক্রিন সহ আসে। জিপিএস কানেক্টিভিটি ফিচার ইত্যাদিও এতে পাওয়া যায়। এই ঘড়িটির আসল দাম 23,349 টাকা কিন্তু আপনি এটি Flipkart থেকে মাত্র 4,682 টাকায় কিনতে পারবেন।