Jio AirFiber: সারা বাড়িতে 5G ইন্টারনেট, তারের ঝঞ্ঝাট নেই বিনা পয়সার ছোট্ট ডিভাইসে
Jio AirFiber হল একটি নতুন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস, যা 5G প্রযুক্তি ব্যবহার করে আপনাকে হাই-স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি অফার করবে। সাধারণ ফাইবার-অপটিক কানেকশনের মতো বা তার থেকেও কিছুটা উচ্চ-গতির ইন্টারনেট দিতে পারে ডিভাইসটি।
Reliance Jio তার নতুন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস লঞ্চ করছে 19 সেপ্টেম্বর। গণেশ চতুর্থীর দিন মুম্বইয়ের টেলিকম জায়ান্টটি যে পোর্টেবল ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস লঞ্চ করছে, তার নাম Jio AirFiber। মূলত, বাড়ি এবং অফিসের জন্য ডিজ়াইন করা এই ডিভাইসটি 1.5 Gbps পর্যন্ত ইন্টারনেট স্পিড দিতে পারে। আর সেই স্পিডের দ্বারা ব্যবহারকারীরা নির্বিঘ্নে HD ভিডিয়ো দেখতে পাবেন, অনলাইন গেমিংয়ে নিজেদের নিয়োজিত করতে পারবেন এবং সর্বোপরি কোনও ল্যাগ ছাড়াই ভিডিয়ো কনফারেন্স করতে পারবেন। চলতি বছরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ়ের বার্ষিক সাধারণ সম্মেলনের সময়ই এই প্রোডাক্ট লঞ্চের ঘোষণা করেছিলেন মুকেশ আম্বানি।
Jio AirFiber-এর গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল, Wi-Fi 6 এর সাপোর্ট এবং একটি ইন্টিগ্রেটেড সিকিওরিটি ফায়ারওয়াল। প্রসঙ্গত, দেশের অনেক মানুষই JioFiber ইন্টারনেট কানেকশন ব্যবহার করেন। সেই ফাইবার ইন্টারনেট কানেকশনের থেকে Jio AirFiber পোর্টেবল ডিভাইসটি কতটা আলাদা হতে চলেছে, সেই সব তথ্য জেনে নেওয়া যাক।
Jio AirFiber কী?
Jio AirFiber হল একটি নতুন ওয়্যারলেস ইন্টারনেট সার্ভিস, যা 5G প্রযুক্তি ব্যবহার করে আপনাকে হাই-স্পিড ইন্টারনেট কানেক্টিভিটি অফার করবে। সাধারণ ফাইবার-অপটিক কানেকশনের মতো বা তার থেকেও কিছুটা উচ্চ-গতির ইন্টারনেট দিতে পারে ডিভাইসটি। Jio AirFiber ব্যবহারকারীরা 1 Gbps-এর বেশিই ইন্টারনেট স্পিড পেয়ে যাবেন।
Jio-র তরফ থেকে জানানো হয়েছে, Jio AirFiber ডিভাইসটি শুধু যে কম্প্যাক্ট তাই নয়, এটি সেট আপ করাও খুব সহজ। সংস্থার তরফ থেকে বলা হয়েছে, “আপনাকে স্রেফ প্লাগ ইন করার পরে ডিভাইসটি অন করতে হবে। এবার আপনি বাড়িতে একটি পার্সোনাল Wi-Fi হটস্পট ডিভাইসও পেয়ে যাবেন, যা True 5G ব্যবহার করে আপনাকে আলট্রা হাই-স্পিড ইন্টারনেট দিতে পারবে। Jio AirFiber এর মাধ্যমে আপনি খুব সহজেই আপনার বাড়ি বা অফিসে গিগাবিট স্পিডের ইন্টারনেট পেতে পারেন।”
Jio AirFiber vs JioFiber
একটা 5G হটস্পট ডিভাইস, আর একটা ফাইবার ইন্টারনেট কানেকশন- Jio AirFiber এবং JioFiber এই দুই পরিষেবার প্রযুক্তি থেকে কভারেজ, একাধিক বিষয়ে পার্থক্য রয়েছে। সেগুলিই একবার দেখে নেওয়া যাক।
প্রযুক্তি – কভারেজের জন্য ফাইবার অপটিক কেবেল ব্যবহার করছে Jio Fiber। অন্য দিকে Jio AirFiber হল পুরোদস্তুর একটি ওয়্যারলেস ডিভাইস, যা পয়েন্ট টু পয়েন্ট রেডিও লিঙ্কে কাজ করবে। এর অর্থ হল, Jio AirFiber আপনার বাড়ি, অফিসে কানেক্ট করবে সরাসরি ওয়্যারলেস সিগন্যালের সাহায্যে। ফলে, ফাইবার কেবেলের বোঝা এবং ঝক্কি দুই-ই কমবে। Jio টাওয়ারের সঙ্গে লাইন অফ সাইট কমিউনিকেশন স্থাপন করবে ডিভাইসটি।
ইন্টারনেট স্পিড – মুকেশ আম্বানির টেলিকম সংস্থাটি জানিয়েছে, Jio AirFiber তার ব্যবহারকারীদের 1.5Gbps স্পিড দিতে পারবে। সেই জায়গায় JioFiber স্পিড দিতে পারে 1 Gbps-এর কাছাকাছি। তবে, এক্ষেত্রে মনে রাখা জরুরি যে, Jio AirFiber এর যথাযথ স্পিড নির্ভর করবে নিকটবর্তী Jio টাওয়ারের উপরে।
কভারেজ – অনেকটা এলাকা জুড়ে কভারেজ দিতে পারে JioFiber নেটওয়ার্ক। তবে দেশের সর্বত্র সেই নেটওয়ার্ক এখনও চালু করা যায়নি। সেই জায়গায় Jio AirFiber-এর ওয়্যারলেস টেকনোলজি একটা বাড়ি বা অফিসে যত দূর সম্ভব নেটওয়ার্ক দিতে পারে এবং তার কভারেজ কোনও ফিজ়িক্যাল ইনফ্রাস্ট্রাকচারের মতো সীমাবদ্ধ হওয়ার সম্ভাবনা খুবই কম।
ইনস্টলেশন – প্লাগ-অ্যান্ড-প্লে কনসেপ্টের উপরে নির্ভরশীল Jio AirFiber চালানো খুবই সহজ এবং কাস্টমারদের জন্য তা খুব সহজেই অ্যাক্সেসিবল। কোনও তার ছাড়াই বাড়িতে ডিভাইসটি বসিয়ে সহজেই প্লাগ ইন করে চালাতে পারবেন। অন্য দিকে Jio Fiber ইনস্টল করতে একজন প্রফেশনালের প্রয়োজন হতে পারে।
খরচ – মনে করা হচ্ছে, Jio AirFiber ডিভাইসটি ব্যবহারকারীদের সম্পূর্ণ বিনামূল্যে অফার করা হবে। কেবল বিভিন্ন প্ল্যানের জন্য খরচ করতে হবে ব্যবহারকারীদের।
Jio AirFiber-এর সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল, তা যে শুধুই হাই-স্পিড ইন্টারনেট অফার করবে এমনটা নয়। সেই সঙ্গেই আবার প্যারেন্টাল কন্ট্রোল, Wi-Fi 6 এর সাপোর্ট, Jio সেট-টপ বক্সের সঙ্গে ইন্টিগ্রেশন-সহ আরও অনেক কিছু।