Lenovo নিয়ে এল কেতাদুরস্ত AR চশমা, এমনই আকর্ষণীয় ফিচার; ঠিক যেন আপনার মুখে একটা 1080p স্ক্রিন!
Monitor On Your Face: Lenovo এমনই একটি AR গ্লাস নিয়ে হাজির হয়েছে, যা আপনার মুখে একটা মনিটর বা স্ক্রিনের সমান। দুর্ধর্ষ এই স্মার্টচশমার বৈশিষ্ট্যগুলি জানলে অবাক হয়ে যাবেন!!
Lenovo T1 Glasses: অগমেন্টেন্ড রিয়্যালিটি বা AR ভিত্তিক গ্লাসেস নিয়ে হাজির হল লেনোভো। কোম্পানির লেটেস্ট AR চশমার নাম Lenovo Glasses T1। এর সবথেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে চশমার দুটি গ্লাসেই Micro OLED ডিসপ্লে, যাদের রেজ়োলিউশন 1920 X 1080 পিক্সেলস এবং রিফ্রেশ রেট 60Hz। সংস্থার তরফ থেকে দাবি করা হচ্ছে, এই ডিসপ্লের কন্ট্রাস্ট রেশিও 10,000:1। এছাড়াও লেনোভোর নতুন AR চশমার আর একটি বিশেষ ফিচার হল, এতে ইনবিল্ট স্পিকার্স দেওয়া হয়েছে।
Lenovo Glasses T1: স্পেসিফিকেশন, ফিচার
লেনোভো গ্লাসেস T1-এর ব্রাইটনেস লেভেল সম্পর্কে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে সংস্থার তরফ থেকে নিশ্চিত বার্তা দেওয়া হয়েছে যে, চশমার দুটি গ্লাসেই Micro OLED প্যানেল থাকার কারণে হাই পিক ব্রাইটনেস লেভেল দিতে সক্ষম হবে এটি। লেনোভো এ-ও জানিয়েছে যে, এআর চশমাটি TUV Rheinland সার্টিফিকেশন সাপোর্ট করে লো ব্লু লাইট এমিশনের জন্য, সঙ্গে ঝিকমিক করার হারও অনেকটাই কমিয়ে দিতে পারে।
Lenovo Glasses T1-এর অন্যান্য ফিচারের মধ্যে রয়েছে হাই-রেজিস্ট্যান্স হিঞ্জ, অ্যাডজাস্টেবল টেম্পল আর্ম এবং সস্তিদায়ক ফিটিংয়ের জন্য নোজ় প্যাড। এছাড়াও জানা গিয়েছে, ইউজারদের কমফোর্টের জন্য তিনটি অ্যাডজাস্টেবল নোজ় প্যাড দেওয়া হয়েছে।
Lenovo-র লেটেস্ট AR চশমায় হাই-ফিডেলিটি ইনবিল্ট স্পিকার্স রয়েছে, যা বিভিন্ন মাল্টিমিডিয়া কন্টেন্টের দর্শন এবং শ্রবণ অভিজ্ঞতা পরিধানকারীর কাছে চমৎকার করতে পারে। এর আর একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল ‘Ready For’ ফিচার, যা মোটোরোলা স্মার্টফোনের ক্ষেত্রে কম্প্যাটিবল। Lenovo Glasses T1 এআর চশমাটি অ্যান্ড্রয়েড, আইওএস এবং উইন্ডোজ় ডিভাইসের সঙ্গেও পেয়ার করা সম্ভব। অর্থাৎ আপনি এই চশমা কিনলে অ্যান্ড্রয়েড ফোন, আইফোন এবং ল্যাপটপ বা ডেস্কটপের সঙ্গে ব্যবহার করতে পারবেন।
একটি USB Type-C কেবেল দেওয়া হচ্ছে, যার মাধ্যমে ইউজাররা অ্যান্ড্রয়েড ডিভাইস এবং স্মার্ট গ্লাসটি পেয়ার করতে পারবেন ইউজাররা। অন্য দিকে iPhone ব্যবহারকারীরা HDMI ব্যবহার করে গ্লাসের অ্যাডাপ্টার এবং লাইটিং কানেক্টর বা লাইটনিং AV অ্যাডাপ্টারের মাধ্যমে কানেক্ট করতে পারবেন।
Lenovo Glasses T1 ক্রয় করলে কাস্টমাররা পেয়ে যাবেন ক্লিনিং ক্লথ, ক্যারিং কেস, অ্যান্টি-স্লিপ অ্যাডাপ্টার এবং একটি প্রেসক্রিপশন লেন্স ফ্রেম। থাকছে দুটি অ্যাডাপ্টার, যা অপশনাল অ্যাক্সেসারিজ় হিসেবে দেওয়া হচ্ছে এবং সেটি আলাদা করে কিনতে হবে।
Lenovo Glasses T1: দাম, প্রাপ্যতা
এই স্মার্ট গ্লাসটিকে চিনে Lenovo Yoga Glasses বলা হচ্ছে। চলতি বছরেই এটি সে দেশের মানুষজন কিনতে পারবেন। 2023 সালের মধ্যে ভারত-সহ বিশ্বের অন্যান্য মার্কেটে চলে আসবে এই AR গ্লাসটি। যদিও লেনোভো-র তরফে এই স্মার্ট গ্লাসের দাম সম্পর্কে এখনও জানানো হয়নি। সেল শুরু হওয়ার সময়েই এর দাম সম্পর্কে জানা যাবে বলে খবর।