Mi Band 7 লঞ্চ হচ্ছে আজ, ২৪ মে- কী কী ফিচার থাকতে পারে দেখে নিন এক ঝলকে

Mi Band 7: এই ফিটনেস ট্র্যাকারের ব্যাটারিতে power saving mode থাকতে পারে। এই পাওয়ার সেভিং মোড চালু থাকলে সেই সময় ইউজার কত পা হেঁটেছেন আর কতটা ঘুমিয়েছেন সেটাই জানা সম্ভব। 

Mi Band 7 লঞ্চ হচ্ছে আজ, ২৪ মে- কী কী ফিচার থাকতে পারে দেখে নিন এক ঝলকে
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2022 | 9:33 AM

চিনের সংস্থা Xiaomi তাদের নতুন Smart Band লঞ্চ করতে চলেছে। এবার আসছে next-gen Mi Band 7। ২৪ মে এই Smart Band লঞ্চ হতে চলেছে। নতুন Smart Band-এর ক্ষেত্রে থাকতে চলেছে তুলনায় বড় Display। অন্যান্য ফিচারগুলো Mi Smart Band 6-এর মতোই হবে বলে শোনা যাচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২১ সালে Mi Smart Band 6 লঞ্চ হয়েছিল এবার তারই সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে next-gen Mi Band 7। শোনা গিয়েছে, Xiaomi-র নতুন next-gen Mi Band 7 smart band-এ একটি ১.৬২ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকতে চলেছে যেখানে আগের তুলনায় ২৫ শতাংশ বেশি viewing area পাওয়া যাবে Smart Band-এর Screen-এ। প্রাথমিক ভাবে চিনে লঞ্চ হবে Mi Band 7।

আগামী দিনে বিশ্বের বিভিন্ন দেশের বাজারে লঞ্চ হবে Mi Band 7। তবে আপাতত কেবল চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সাইট উইবো-তেই এই স্মার্ট ব্যান্ডের নাম দেখা গিয়েছে। Xiaomi-র এই নতুন Smart Band-এর ডিজাইন বেশ ঝকঝকে, আধুনিক ও স্টাইলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, Mi Band 4 লঞ্চ করার পর থেকেই Xiaomi কর্তৃপক্ষ তাদের Smart Band-এর ডিসপ্লে সাইজ বাড়ানোর চেষ্টা করছিল। অবশেষে Mi Band 7-এ এসে এই প্রচেষ্টা পূরণ হচ্ছে। তবে নতুন Smart Band-এর ডিসপ্লে সাইজ ছাড়া আর কোনও তথ্যই সেভাবে প্রকাশ করেননি Xiaomi কর্তৃপক্ষ। যদিও শোনা যাচ্ছে যে, Xiaomi-র নতুন Smart Band-এর ডিসপ্লেতে আগের তুলনায় এবার ইউজাররা অনেক বেশি তথ্য দেখতে পাবেন। অর্থাৎ আরও উন্নত হয়েছে এই Mi Band 7। শুধু তাই নয়, অন্যান্য বারের মতোই ডিজাইন এবং দামের দিন থেকেও নজর কাড়বে Mi Band 7।

এবার দেখে নেওয়া যাক Mi Band 7-এ কী কী সম্ভাব্য ফিচার থাকতে পারে

  • এই স্মার্ট ব্যান্ডে একাধিক স্বাস্থ্য সংক্রান্ত ফিচার বা হেলথ ফিচার থাকবে বলে শোনা যাচ্ছে। তার মধ্যে থাকছে হার্ট রেট সেনসর, SpO2 মনিটর, মেন্সট্রুয়াল ট্র্যাকার এবং একাধিক ফিটনেস ও স্পোর্টস মোড থাকতে পারে Mi Band 7-এ।
  • Mi Band 7-এ যে চার্জিং মডিউল তা স্মার্ট ব্যান্ড থেকে খুলে নিয়ে আলাদা করেও চার্জ দেওয়া সম্ভব। আবার স্মার্ট ব্যান্ডে লাগানো থাকা অবস্থাতেও চার্জ দেওয়া সম্ভব।
  • Mi Band 7-এ জিপিএস সাপোর্ট থাকতে পারে বলে শোনা গিয়েছে। এছাড়াও এই ফিটনেস ট্র্যাকারের ব্যাটারিতে power saving mode থাকতে পারে। এই পাওয়ার সেভিং মোড চালু থাকলে সেই সময় ইউজার কত পা হেঁটেছেন আর কতটা ঘুমিয়েছেন সেটাই জানা সম্ভব।
  • স্মার্ট অ্যালার্ম ফিচার থাকতে পারে Mi Band 7-এ। এই ফিটনেস ট্র্যাকারের সাহায্যে একজন ইউজার তার অ্যালার্ম দেওয়া সময়েরও ৩০ মিনিট আগে উঠতে পারবেন। যদি সেই ইউজারের light sleep হয় তাহলেই এটা সম্ভব।