Realme Pad X লঞ্চ হতে চলেছে, এই ট্যাবে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একঝলকে

Realme Pad X: রিয়েলমির আসন্ন এই ট্যাবের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। তবে এই ট্যাবে যে stylus সাপোর্ট থাকবে তা নিশ্চিত।

Realme Pad X লঞ্চ হতে চলেছে, এই ট্যাবে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একঝলকে
Follow Us:
| Edited By: | Updated on: May 24, 2022 | 6:32 PM

আগামী ২৬ মে চিনে লঞ্চ হবে Realme Pad X। এই নতুন Tablet-এর আগাম বুকিং ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। Realme সংস্থার তরফে তাদের আসন্ন Realme Pad X-এর ডিজাইন এবং rear camera module কেমন দেখতে হবে তা জানানো হয়েছে। একটি fluorescent green রঙে লঞ্চ হতে পারে Realme-র এই Tab। এছাড়াও জানা গিয়েছে যে Realme Pad X-এ রয়েছে stylus সাপোর্ট। Realme-র আসন্ন এই Tab-এ একটি Qualcomm Snapdragon 870 প্রসেসর থাকতে পারে। এছাড়াও মনে করা হচ্ছে যে এই Tab-এ 5G connectivity থাকবে। ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ, এই দুই কনফিগারেশনে লঞ্চ হতে পারে Realme Pad X।

এবার দেখে নেওয়া যাক Realme Pad X- এ কী কী সম্ভাব্য ফিচার-স্পেসিফিকেশন থাকতে পারে

আগামী ২৬ মে চিনের স্থানীয় সময় দুপুর ২টো (ভারতীয় সময় সকাল ১১টা ৩০মিনিট) লঞ্চ হবে Realme Pad X। fluorescent green রঙে এই ট্যাব লঞ্চ হতে পারে। ট্যাবের পিছনের অংশে একটিই রেয়ার ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। JD.com- এই সাইটে Realme Pad X- এর নাম দেখা গিয়েছে। এর পাশাপাশি এই ট্যাবের প্রি-বুকিং করা যাচ্ছে Bright Chessboard Green, Star Grey, Sea Salt Blue- এই তিন রঙে। Realme সংস্থার চিনের ওয়েবসাইটে তাদের Realme Pad X লঞ্চের কথা টিজারের মাধ্যমে ঘোষণা করা হয়েছে। কোম্পানির অনলাইন স্টোরেও চলছে প্রি-রিজার্ভেশন। সেখানেই fluorescent green রঙে এই ট্যাব প্রি-বুকিং করা যাচ্ছে।

রিয়েলমির আসন্ন এই ট্যাবের দাম কত হতে পারে তা এখনও জানা যায়নি। তবে এই ট্যাবে যে stylus সাপোর্ট থাকবে তা নিশ্চিত। এছাড়াও থাকতে পারে ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ও ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এর সঙ্গে 5G connectivity থাকবে বলেও মনে করা হচ্ছে। এর আগেও বহুবার রিয়েলমির এই ট্যাবের বিভিন্ন সম্ভাব্য স্পেসিফিকেশন ফাঁস হয়েছিল। তখন বলা হয়েছিল এই ট্যাবের নাম হবে Realme Pad 5G। আগে বলা হয়েছিল এই ট্যাবে থাকতে পারে Snapdragon 870 SoC বা Snapdragon 8 Gen 1+ SoC। বলা হয়েছিল Snapdragon 8 Gen 1+ SoC ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ওই ট্যাবের মডেলে একটি 2.5K LCD ডিসপ্লে থাকতে পারবে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। অন্যদিকে stylus সাপোর্ট এবং ৮৩৬০ এমএএইচ ব্যাটারি থাকার সম্ভাবনাও রয়েছে এই ট্যাবে।