ভারতে লঞ্চ হয়েছে এমআই নোটবুক আলট্রা এবং নোটবুক প্রো, এই দুই ল্যাপটপের দাম কত?

এমআই নোটবুক আলট্রা এবং এমআই নোটবুক প্রো দুটো ল্যাপটপই ভারতে পাওয়া যাবে Lustrous Grey রঙে। ভারতে এমআই- এর এই দুই ল্যাপটপের সেল শুরু হবে আগামী ৩১ অগস্ট থেকে।

ভারতে লঞ্চ হয়েছে এমআই নোটবুক আলট্রা এবং নোটবুক প্রো, এই দুই ল্যাপটপের দাম কত?
ভারতে একসঙ্গে লঞ্চ হয়েছে এমআই- এর দুটো নোটবুক।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 27, 2021 | 8:42 AM

শাওমির স্মার্টার লিভিং ২০২২ ভার্চুয়াল ইভেন্ট অনুষ্ঠিত হয়েছিল ২৬ অগস্ট বৃহস্পতিবার। আর সেই ইভেন্টেই লঞ্চ হয়েছে এমআই নোটবুক আলট্রা এবং এমআই নোটবুক প্রো। শাওমির সাব-ব্র্যান্ড এমআই- এর ল্যাপটপ এমআই নোটবুক ১৪ হরাইজন এডিশনে যুক্ত হবে এই দুই নতুন ল্যাপটপ। এমআই নোটবুক আলট্রা এবং এমআই নোটবুক প্রো- তে রয়েছে 11th Gen ইন্টেল কোর প্রসেসর। এর সঙ্গে রয়েছে ইন্টেল Iris Xe গ্র্যাফিক্স এবং অন্যান্য কনফিগারেশন। এমআই নোটবুক আলট্রাতে রয়েছে ১৫.৬ ইঞ্চির স্ক্রিন এবং আমআই নোটবুকে রয়েছে ১৪ ইঞ্চির ডিসপ্লে। স্লিম ডিজাইন এবং হাল্কা ওজনের এই দুই ল্যাপটপ পাওয়া যাবে একটিই রঙে। এছাড়া দুটো ল্যাপটপেই রয়েছে backlit keyboard এবং লম্বায় বেশ চওড়ায় কম ডিসপ্লে।

ভারতে এমআই নোটবুক আলট্রা এবং এমআই নোটবুক প্রো- এর দাম কত?

জানা গিয়েছে, দুটো ল্যাপটপেই রয়েছে 11th Gen ইন্টেল কোর প্রসেসর। এছাড়াও রয়েছে Core i5-11300H এবং Core i7-11370H। এমআই নোটবুক আলট্রার দাম শুরু হচ্ছে ৫৯,৯৯৯ টাকা থেকে এক্ষেত্রে থাকছে কোর আই৫ প্রসেসর এবং ৮ জিবি র‍্যাম। এছাড়া কোর আই৫ প্রসেসর এবং ১৬ জিবি র‍্যামের নোটবুকের দাম ৬৩,৯৯৯ টাকা। সবশেষে কোর আই৭ প্রসেসর এবং ১৬ জিবি র‍্যাম ভ্যারিয়েন্টের দাম ৭৬,৯৯৯ টাকা।

এমআই নোটবুক প্রো- এর দাম শুরু হচ্ছে ৫৬,৯৯৯ টাকা থেকে। এই মডেলে ইন্টেল কোর আই৫ প্রসেসর এবং ৮ জিবি র‍্যাম রয়েছে। কোর আই৫ প্রসেসর এবং ১৬ জিবি র‍্যামের ল্যাপটপের দাম ৫৯,৯৯৯ টাকা। এছাড়া কোর আই৭ প্রসেসর এবং ১৬ জিবি র‍্যামের এমআই নোটবুক প্রো মডেলের দাম ৭২,৯৯৯ টাকা।

এমআই নোটবুক আলট্রা এবং এমআই নোটবুক প্রো দুটো ল্যাপটপই ভারতে পাওয়া যাবে Lustrous Grey রঙে। ভারতে এমআই- এর এই দুই ল্যাপটপের সেল শুরু হবে আগামী ৩১ অগস্ট থেকে। এমআই- এর অফিশিয়াল ওয়েবসাইট Mi.com, ই-কমার্স সংস্থা অ্যামাজন, এমআই হোম স্টোর থেকে এই ল্যাপটপ কেনা যাবে। এইসব জায়গায় এমআই নোটবুক আলট্রা এবং এমআই নোটবুক প্রো মডেলের সেল শুরুর পাশাপাশি অন্যান্য বড় রিটেল আউটলেট থেকেও পরবর্তী কালে এমআই- এর এই সুটো ল্যাপটপ কেনা যাবে। এইচডিএফসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড এবং ইএমআই ট্রানজাকশনের সাহায্যে কোনও ক্রেতা এমআই- এর এই দুই ল্যাপটপ কিনলে কোর আই৭ প্রসেসরের ভ্যারিয়েন্টে ৪৫০০ টাকা এবং কোর আই৫ প্রসেসরের মডেলে ৩৫০০ টাকা পর্যন্ত ছাড়া পেতে পারেন।

শাওমির স্মার্টার লিভিং ২০২২ ভার্চুয়াল ইভেন্টে এমআই টিভি ৫এক্স রেঞ্জ এবং এমআই স্মার্ট ব্যান্ড ৬- ও লঞ্চ হয়েছে।

আরও পড়ুন- Mi TV 5X Range: ভারতে লঞ্চ হয়েছে শাওমির নতুন স্মার্ট টিভি সিরিজ, কোন মডেলের দাম কত? রয়েছে কী কী ফিচার