ColorFit Loop স্মার্টওয়াচ লঞ্চ করল Noise, 2,499 টাকায় BT কলিং, ঘড়ি থেকেই ফোন করার সুবিধা

Latest Noise Smartwatch: দেশে ফের একটি নতুন স্মার্টওয়াচ নিয়ে হাজির হল Noise। সেই Noise ColorFit Loop স্মার্টওয়াচের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

ColorFit Loop স্মার্টওয়াচ লঞ্চ করল Noise, 2,499 টাকায় BT কলিং, ঘড়ি থেকেই ফোন করার সুবিধা
Noise-এর নতুন স্মার্টওয়াচ— ColorFit Loop।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 10, 2022 | 4:26 PM

Latest Smartwatch: দেশি ওয়্যারেবল ব্র্যান্ড Noise তার True Sync স্মার্টওয়াচ রেঞ্জকে আরও প্রসারিত করল নতুন একটি মডেল নিয়ে এসে। লেটেস্ট Noise স্মার্টওয়াচের নাম ColorFit Loop। নতুন এই স্মার্ট হাতঘড়ির গুরুত্বপূর্ণ কিছু ফিচারের মধ্যে রয়েছে ব্লুটুথ কলিং। এছাড়া 200-রও বেশি কাস্টম ওয়াচ ফেস সাপোর্ট করে ঘড়িটি। কত দাম নয়েজ়ের লেটেস্ট স্মার্টওয়াচের, কী-কী জরুরি ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে, সেই সব তথ্য একনজরে দেখে নেওয়া যাক।

Noise ColorFit Loop: দাম, রং ও উপলব্ধতা

সদ্য লঞ্চ হওয়া Noise ColorFit Loop স্মার্টওয়াচ ভারতে লঞ্চ করা হয়েছে 2,499 টাকায়। উপভোক্তারা Noise-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং Flipkart ওয়েবসাইট থেকে এই স্মার্টওয়াচটি ক্রয় করতে পারবেন। মোট ছয়টি কালার ভ্যারিয়েন্ট রয়েছে এই ColorFit Loop স্মার্টওয়াচের।

Noise ColorFit Loop: স্পেসিফিকেশন, ফিচার

Noise ColorFit Loop স্মার্টওয়াচে রয়েছে 1.85 ইঞ্চির ডিসপ্লে, যার রিফ্রেশ রেট 60Hz। এই ঘড়িতে 2.5D কার্ভড গ্লাস ফিনিশ দেওয়া হয়েছে। ঘড়িটি যাতে দীর্ঘ সময় টেকসই হতে পারে, তার জন্য এতে ইউনিবডি বিল্ড রয়েছে। ওয়াটার ও ডাস্ট রেজ়িস্ট্যান্সের জন্য ঘড়িটিতে IP68 সার্টিফায়েড। কলিংয়ের জন্য স্মার্টওয়াচটিতে রয়েছে একটি ইনবিল্ট স্পিকার এবং মাইক্রোফোন। ঘড়িটি True Sync প্রযুক্তি সাপোর্ট করে এবং খুব সহজে পেয়ার ও ব্যবহারের জন্য এতে রয়েছে সিঙ্গেল-চিপ Bluetooth v5.3।

ColorFit Loop স্মার্ট হাতঘড়িটি সম্পর্কে Noise দাবি করছে, একবার চার্জে লাগাতার 7 দিনের ব্যাটারি লাইফ দিতে পারে এটি। অনবোর্ড হেলথ ফিচার্সের দিক থেকে রয়েছে SPO2 লেভেল, হার্ট রেট, স্লিপিং ও ব্রিজিং প্যাটার্ন, স্ট্রেস মেজ়ারমেন্ট এবং ফিমেল হেলথ ইন্ডিকেটর, যা মহিলাদের ঋতুচক্র ট্র্যাকিংয়ে সাহায্য করে।

এই স্মার্ট ওয়াচে Noise Buzz প্রযুক্তি রয়েছে, যা ডায়াল প্যাড থেকেই কল করার সুবিধা দিতে পারে ব্যবহারকারীদের। পাশাপাশি ঘড়িটি রিসেন্ট কল লগ অ্যাক্সেস করতে পারে এবং অন্তত 10টা কন্ট্যাক্টও সেভ করে রাখতে পারে।

স্মার্টওয়াচটির প্রোডাক্টিভিটি সুটের মধ্যে রয়েছে ক্যালকুলেটর, ইভেন্ট রিমাইন্ডার, ওয়েদার আপডেট, কল, SMS, অ্যাপ নোটিফিকেশন এবং ডু নট ডিস্টার্ব বা DND মোড।