55 ইঞ্চির OnePlus TV Y1S Pro লঞ্চ হল ভারতে, দাম ও ফিচার জেনে নিন

OnePlus TV 55 Y1S Pro টিভির দাম 39,999 টাকা। 13 ডিসেম্বর থেকে অ্যামাজন, ফ্লিপকার্ট-সহ অন্যান্য রিটেল আউটলেটগুলিতে এই স্মার্ট টেলিভিশন কিনতে পারবেন কাস্টমাররা।

55 ইঞ্চির OnePlus TV Y1S Pro লঞ্চ হল ভারতে, দাম ও ফিচার জেনে নিন
দুরন্ত স্মার্ট টেলিভিশন নিয়ে হাজির ওয়ানপ্লাস।
Follow Us:
| Edited By: | Updated on: Dec 11, 2022 | 4:40 PM

OnePlus Smart TV: ভারতের বাজারে একটি নতুন স্মার্টটিভি নিয়ে হাজির হল OnePlus। 55 ইঞ্চির সেই নতুন ওয়ানপ্লাস টিভির নাম OnePlus TV 55 Y1S Pro। এই লেটেস্ট স্মার্টটিভিতে রয়েছে 55 ইঞ্চির 4K LED ডিসপ্লে, ফুল-রেঞ্জ স্পিকার এবং লেটেস্ট OxygenPlay 2.0 সফটওয়্যার। HDR 10+ কন্টেন্সের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এই স্মার্টটিভি স্লিম বেজ়েল ডিজ়াইন অফার করছে এবং সেই সঙ্গে প্রিমিয়াম লুক ও ফিলও রয়েছে এই টিভিতে।

OnePlus TV 55 Y1S Pro: ফিচার এবং স্পেসিফিকেশন

OnePlus TV 55 Y1S Pro টিভি 2GB RAM এবং 8GB স্টোরেজ দেওয়া হয়েছে। পারফরম্যান্সের দিক থেকে এই টিভি চালিত হচ্ছে MediaTek MT9216 প্রসেসরের সাহায্যে। পাশাপাশি এই টিভি গামা ইঞ্জিনও সাপোর্ট করে। ওয়্যারলেস ইন্টারনেট কানেক্টিভিটির জন্য টিভিতে 2.4 GHz এবং 5 GHz ব্যান্ড এবং ব্লুটুথ 5.0 উভয়েরই সাপোর্ট রয়েছে। আর এই কানেক্টিভিটিই টিভিটির সঙ্গে সাউন্ডবারগুলিকে পেয়ার করতে সাহায্যে করে।

দুর্ধর্ষ সাউন্ড কোয়ালিটির জন্য প্রিমিয়াম এই টিভিতে MEMC, ALLM (অটো লো লেটেন্সি মোড), 24W স্পিকার এবং একটি ডলবি অডিও সিস্টেম রয়েছে। এটি অ্যান্টি-আলিয়াসিং, ডাইনামিক কন্ট্রাস্টের সাপোর্টও দিতে পারে। সেই সঙ্গেই আবার রয়েছে একটি বিল্ট-ইন ক্রোমকাস্ট রয়েছে। তাছাড়া, OnePlus Connect 2.0-এর সাহায্যে যে কোনও কন্টেন্ট এই স্মার্ট টেলিভিশন থেকে অনায়াসে শেয়ার করা যায়।

Android TV 10-এর উপরে OxygenPlay 2.0 সফটওয়্যার দ্বারা চালিত হবে এই টিভি। ভারতে 230টিরও বেশি লাইভ চ্যানেলে সরাসরি অ্যাক্সেস প্রদান করে এই টিভি। OTT পরিষেবার দিক থেকে এই স্মার্টটিভিতে Amazon Prime Video, Apple TV, Netflix এবং SonyLiv-এর মতো একাধিক জরুরি প্ল্যাটফর্ম ইনস্টল করার সুবিধা রয়েছে।

OnePlus TV 55 Y1S Pro: মূল্য এবং উপলব্ধতা

এখন প্রশ্ন হচ্ছে, এত সব ফিচার যে স্মার্টটিভিতে রয়েছে, তার দাম কত, কবে থেকেই বা তা কিনতে পারবেন উপভোক্তারা? 13 ডিসেম্বর থেকে অ্যামাজন, ফ্লিপকার্ট-সহ অন্যান্য রিটেল আউটলেটগুলিতে OnePlus TV 55 Y1S Pro কিনতে পারবেন কাস্টমাররা। এই টিভির দাম 39,999 টাকা।