Solar Power Bank: এই পাওয়ার ব্যাঙ্কে দিতে হবে না চার্জ, সঙ্গে চার চারটি Output Cable, দাম একদম সস্তা

Affordable Solar Power Bank: এই পাওয়ার ব্যাঙ্কটি অন্যান্য পাওয়ার ব্যাঙ্ক থেকে একেবারেই আলাদা। বাড়িতে কারেন্ট না থাকলেও কোনও চিন্তা নেই। আপনি সহজেই ফোনে চার্জ দেওয়ার জন্য এই পাওয়ার ব্যাঙ্কটি ব্যবহার করতে পারবেন।

Solar Power Bank: এই পাওয়ার ব্যাঙ্কে দিতে হবে না চার্জ, সঙ্গে চার চারটি Output Cable, দাম একদম সস্তা
Follow Us:
| Edited By: | Updated on: May 06, 2023 | 7:50 AM

Solar Power Bank Price: সকাল বেলা ঘুম থেকে উঠে রাতে শুতে যাওয়া পর্যন্ত বহু মানুষই স্মার্টফোন ছাড়া এক মুহূর্তও ভাবতে পারেন না। আর সেই জন্য সব সময় পাওয়ার ব্যাঙ্ক সঙ্গে রাখেন। কিন্তু সেই পাওয়ার ব্যাঙ্কেই যদি চার্জ না থাকে, তাহলে সমস্যায় পড়তে হয় বৈকি। তবে এই সমস্যার যে সমাধান নেই তা একেবারই নয়। বাজারে এমন কিছু পাওয়ার ব্যাঙ্ক রয়েছে, যেগুলিকে চার্জ দেওয়ার প্রয়োজন হয় না। আপনার মনে হতে পারে সেই সব নিশ্চয়ই ব্যাটারি চালিত পাওয়ার ব্যাঙ্ক। কিন্তু না আপনাকে কলমেট সোলার পাওয়ার ব্যাঙ্কের (Callmate Power Bank) কথা বলা হচ্ছে। এই পাওয়ার ব্যাঙ্কটি অন্যান্য পাওয়ার ব্যাঙ্ক থেকে একেবারেই আলাদা। বাড়িতে কারেন্ট না থাকলেও কোনও চিন্তা নেই। আপনি সহজেই ফোনে চার্জ দেওয়ার জন্য এই পাওয়ার ব্যাঙ্কটি ব্যবহার করতে পারবেন। কিন্তু কীভাবে? চলুন দেখে নেওয়া যাক।

কোলমেট পাওয়ার ব্যাঙ্ক সৌর শক্তি দিয়ে চার্জ করা হয়। যে কোনও পাওয়ার ব্যাঙ্কেরই সবচেয়ে বড় সমস্যা হল তাদের চার্জ দিতে হয়। তবে কলমেট সোলার পাওয়ার ব্যাঙ্কটি চার্জ করার জন্য ইলেকট্রিকের প্রয়োজন নেই। সৌর শক্তির সাহায্য়েই চার্জ করা যাবে এই পাওয়ার ব্যাঙ্ক। অর্থাৎ আপনাকে আলাদা করে এই পাওয়ার ব্যাঙ্ক চার্জ করতে হবে না। এটির ব্যাটারি 10,000 mAh। এটিকে সূর্যের আলোতে ঘরে রেখে সহজেই চার্জ করা যায়।

পাওয়ার ব্যাঙ্কগুলির আরেকটি সমস্যা হল আপনার ডিভাইসের সঙ্গে কানেক্ট করতে অতিরিক্ত তারের প্রয়োজন হয়। তবে এই পাওয়ার ব্যাঙ্কে একটি বিশেষ সুবিধা পেয়ে যাবেন। কারণ এতে চারটি কেবল সাপোর্ট দেওয়া হয়েছে। এছাড়াও এতে পাওয়ার ব্যাঙ্ক চার্জ করার জন্য পাওয়ার ব্যাঙ্কে লাইটনিং, ইউএসবি-সি, মাইক্রো ইউএসবি এমনকি ইউএসবি-এ ক্যাবলও দেওয়া হয়েছে।

এই সোলার পাওয়ার ব্যাঙ্কের দাম কত?

Callmate-এর পাওয়ার ব্যাঙ্কটিতে 10000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। এই সোলার পাওয়ার ব্যাঙ্কের দাম 1,299 টাকা। আপনি যে কোনও বড় অনলাইন শপিং সাইট থেকে এটি কিনতে পারবেন।

বাজারে আরও অনেক কোম্পানির পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যায়। অর্থাৎ এমন নয় যে, এই কোম্পানিই প্রথম সোলার পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে। বাজারে আরও অনেক কোম্পানি আছে, যারা সোলার পাওয়ার ব্যাঙ্ক তৈরি করে। আপনি অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স প্ল্যাটফর্মগুলি থেকে বিভিন্ন দামের পাওয়ার ব্যাঙ্ক কিনে নিতে পারবেন।