আর যেতে হবে না সিনেমা হলে, 98 ইঞ্চি পর্যন্ত QLED 8K টিভির সিরিজ লঞ্চ করল Samsung
Samsung Smart TV Price: Samsung ভারতে Neo QLED 8K এবং 4K টিভি সিরিজ লঞ্চ করেছে। এই স্মার্ট টেভি সেটগুলির ডিসপ্লে 50 থেকে 98 ইঞ্চি। অর্থাৎ এগুলি একটি বড় ঘরের জন্য একদম উপযুক্ত।
Neo QLED TV 2023 Series: ভারতীয় বাজারে Samsung একের পর এক স্মার্ট টিভি লঞ্চ করে চলেছে। এমনিতেও বিগত কয়েক বছর ধরে মানুষ সাধারণ টিভি ছেড়ে স্মার্ট টিভির দিকে বেশি ঝুঁকছে। আর সেই জনপ্রিয়তাকে কাজে লাগিয়েই Samsung ভারতে Neo QLED 8K এবং 4K টিভি সিরিজ লঞ্চ করেছে। এই স্মার্ট টেভি সেটগুলির ডিসপ্লে 50 থেকে 98 ইঞ্চি। অর্থাৎ এগুলি একটি বড় হল ঘরের জন্য একদম উপযুক্ত। এতে আপনি অনেক উন্নত গেমিং অভিজ্ঞতা পেয়ে যাবেন। এছাড়াও টিভিগুলিতে পাতলা বেজেল রয়েছে এবং ইনফিনিটি স্ক্রিন এবং ইনফিনিটি ওয়ানের মতো ডিজাইন রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই টিভি দু’টির ফিচার ও স্পেসিফিকেশন।
এই সিরিজের টিভিগুলির দাম:
Samsung-এর এই নতুন সিরিজে অনেক সাইজের টিভি রাখা হয়েছে। Neo QLED 8K-এর টিভিগুলি চারটি আকারে পেয়ে যাবেন। 98-ইঞ্চি, 85-ইঞ্চি, 75-ইঞ্চি এবং 65-ইঞ্চি এবং এর দাম 3,14,990 টাকা থেকে শুরু। অন্যদিকে, Neo QLED 4K মডেলগুলি পাঁচটি ডিসপ্লে আকারে বাজারে এসেছে। 85-ইঞ্চি, 75-ইঞ্চি, 65-ইঞ্চি, 55-ইঞ্চি এবং 50-ইঞ্চি। এগুলি শুধুমাত্র কালো রঙয়ে কিনতে পারবেন। এগুলির দাম 1,41,990 টাকা থেকে শুরু। এবার প্রশ্ন হল আপনি এগুলি কোথা থেকে কিনবেন? এই স্মার্ট টিভি সেটগুলি Samsung-এর অনলাইন স্টোর ও অফলাইনে যে কোনও বড় দোকান থেকে কিনতে পারবেন।
Samsung 2023 Neo সিরিজের স্পেসিফিকেশন:
Neo QLED 8K এবং 4K টেলিভিশন মডেলগুলিতে ইনফিনিটি স্ক্রিন এবং ইনফিনিটি ওয়ান ডিজাইনে করা হয়েছে। এতে কোয়ান্টাম ম্যাট্রিক্স টেকনোলজি এবং নিউরাল কোয়ান্টাম প্রসেসর ব্যবহার করা হয়েছে। এখানেই শেষ নয়, Samsung Neo QLED 8K এবং 4K টিভিগুলিতে Q Symphony 3.0, Wireless Dolby Atmos, অবজেক্ট ট্র্যাকিং সাউন্ড প্রো এবং অ্যাডাপটিভ সাউন্ড প্রো রয়েছে। Samsung-এর দাবি, স্মার্ট টিভিগুলিতে ভাল কানেকশনের জন্য IoT সেন্সর ব্যবহার করা হয়েছে।
এই বিরাট স্ক্রিনের স্মার্ট টিভিতে আপনি গেমও খেলতে পারবেন। অর্থাৎ বুঝতেই পারছেন, গেম প্রেমীদের জন্য এই স্মার্ট টিভিটি একেবারে উপযুক্ত। এতে মোশন এক্সিলারেটর টার্বো প্রো এবং গেম মোশন প্লাসের মতো ফিচার দেওয়া হয়েছে। ভার্চুয়াল এম পয়েন্ট, সুপার আল্ট্রাওয়াইড গেম ভিউ, গেম বার এবং একটি মিনি ম্যাপ জুম ফিচার রয়েছে।