Power Bank Buying Guide: বাজারে হাজার একটা পাওয়ারব্যাঙ্ক, এই সব বিষয় না জেনে কিনলে 100% ঠকবেন

Power Bank Buying Tips: বাজারে 300-400 টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যায়। কিন্তু অনেকেই জানেন না একটি পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে কোন কোন জিনিসগুলি মাথায় রাখতে হয়। তবে চলুন জেনে নেওয়া যাক।

Power Bank Buying Guide: বাজারে হাজার একটা পাওয়ারব্যাঙ্ক, এই সব বিষয় না জেনে কিনলে 100% ঠকবেন
Follow Us:
| Edited By: | Updated on: May 17, 2023 | 3:01 PM

Power Bank Buying Guide Tips: বর্তমানে স্মার্টফোনগুলিতে 4000, 5000 এবং 6000mAh ব্যাটারি দেওয়া হয়। বেশিরভাগ স্মার্টফোনই ফাস্ট চার্জিং সাপোর্ট করে এবং উচ্চ-পারফরম্যান্স মোডও দেওয়া থাকে। কিন্তু ফোনের ব্যবহারও দিন দিন বিপুল হারে বাড়ছে। কোম্পানিগুলি যত mAh-এর ব্যাটারিই দিক না কেন, একটানা ব্যবহারের পরে মোবাইলের ব্যাটারি ফুরিয়ে যায়। সব সময় চার্জার দিয়ে চার্জ করা সম্ভব হয় না। ফলে পাওয়ার ব্যাঙ্ক কেনার প্রয়োজন পড়ে। বাজারে 300-400 টাকা থেকে কয়েক হাজার টাকা পর্যন্ত পাওয়ার ব্যাঙ্ক পাওয়া যায়। কিন্তু অনেকেই জানেন না একটি পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে কোন কোন জিনিসগুলি মাথায় রাখতে হয়। তবে চলুন জেনে নেওয়া যাক একটি নতুন পাওয়ার ব্যাঙ্ক কেনার আগে কী-কী বিষয় নজরে রাখবেন।

এই বিষয়গুলি মাথায় রাখুন:

  • আজকাল বেশিরভাগ স্মার্টফোনেই ফাস্ট চার্জিং সাপোর্ট পাওয়া যায়। তাই এমন একটি পাওয়ার ব্যাঙ্ক কিনুন, যা ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বিশেষ করে আপনি যদি 10,000 বা 20000mAh পাওয়ার ব্যাঙ্ক কেনেন, তাহলে এটি ফাস্ট চার্জিং সাপোর্ট সহ কেনা উচিত। নাহলে আপনার চার্জিং ক্ষমতাকে স্লো করে দেবে। ফলে চার্জ হতে অনেক সময় লাগবে।
  • একটি ভাল কোম্পানির পাওয়ার ব্যাঙ্ক কিনুন। অর্থাৎ খুব সস্তার কোনও পাওয়ার ব্যাঙ্ক কিনবেন না। কারণ ব্যাটারির মান খারাপ হলে তা বিস্ফোরিত হয়ে যেতে পারে। এছাড়াও বাজারের সস্তা চিনা পাওয়ার ব্যাঙ্কগুলি এড়িয়ে যাওয়াই ভাল।
  • ইউএসবি টাইপ-C এবং ইউএসবি টাইপ A পোর্ট রয়েছে এমন একটি পাওয়ার ব্যাঙ্ক কিনুন। পাওয়ার ব্যাঙ্ক যদি মাইক্রো ইউএসবি হয় তবে তা ঠিকভাবে কাজ করবে না। কারণ এখন বেশিরভাগ স্মার্টফোনেই টাইপ-সি পোর্টের।
  • আপনার স্মার্টফোনে যদি 4000 বা 5000 mAh ব্যাটারি থাকে তাহলে আপনার জন্য 10000mAh পাওয়ার ব্যাঙ্ক কেনার চেষ্টা করুন। এর সুবিধা হল আপনার স্মার্টফোন একবার বা দুইবার চার্জ হবে।আপনি চাইলে আরও বেশি mAh এর পাওয়ার ব্যাঙ্কও নিতে পারেন। তবে সেক্ষেত্রে দামও বেশি হবে। তাই যদি একটু বেশি বাজেট থেকে থাকে, তাহলে কিনতেই পারেন।

এছাড়াও আপনি যদি এটি আপনার ল্যাপটপের জন্য কিনবেন বলে প্ল্যান করে থাকেন, তাহলে একটি বেশি mAh এর পাওয়ার ব্যাঙ্ক কেনাই ভাল। এতে ল্যাপটপের ব্যাটারির উপর কোনও রকম চাপ পড়বে না। আর আপনার পাওয়ার ব্যাঙ্কও অনেকদিন ভাল থাকবে।