100-র বেশি স্পোর্টস মোড, 1799 টাকায় লঞ্চ হল boAt Storm Connect Plus স্মার্টওয়াচ
boAt Storm Connect Plus Price: এই স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে 1,799 টাকা। আপনি এটি অ্যাক্টিভ ব্ল্যাক, কুল গ্রে, ডিপ ব্লু এবং মেরুন রঙে কিনতে পারবেন।
boAt Storm Connect Plus Features: বিগত কয়েক বছরে স্মার্টওয়াচের জনপ্রিয়তা বিপুল হারে বেড়েছে। অনেকেই সাধারণ ঘড়ি ছেড়ে স্মার্টওয়াচের দিকে ঝুঁকছে। তার একটি বিশেষ কারণ হল স্মার্টওয়াচে অনেক ধরনের সব ফিচার পাওয়া যায়। সেই সমস্ত ফিচারের মধ্য়ে রয়েছে হেলথ ফিচারও। আপনি কতটা রাস্তা হেঁটেছেন, তাতে কত ক্যালোরি খরচ হয়েছে, সমস্ত কিছুই আপনি দেখে নিতে পারবেন হাতের স্মার্টওয়াচটিতে। আর তাতেই হয়তো মানুষ স্মার্টওয়াচকেই বেছে নিচ্ছে। ভারতীয় বাজারে অনেক ধরনের স্মার্টওয়াচ রয়েছে। গেজেট কোম্পানি boAt ভারতীয় বাজারে তার নতুন স্মার্টওয়াচ boAt Storm Connect Plus Smartwatch লঞ্চ করেছে। এই ঘড়িটিতে 1.91 ইঞ্চি HD ডিসপ্লে এবং 100 টিরও বেশি স্পোর্টস মোড রয়েছে। ভারতীয় বাজারে কোম্পানিটির বিশাল জনপ্রিয়তা রয়েছে। আর সেই জনপ্রিয়তাকে তুলে ধরতেই একের পর এক নতুন গেজেট নিয়ে আসছে কোম্পানিটি। নতুন এই স্মার্টওয়াচটির দামও অনেক কম। চলুন দেখে নেওয়া যাক এই ফোনে আপনি কী-কী বিশেষ ফিচার পেয়ে যাবেন।
boAt Storm Connect Plus Smartwatch-এর দাম কত?
এই স্মার্টওয়াচের দাম রাখা হয়েছে 1,799 টাকা। আপনি এটি অ্যাক্টিভ ব্ল্যাক, কুল গ্রে, ডিপ ব্লু এবং মেরুন রঙে কিনতে পারবেন। এটি কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে কিনতে পারবেন।
চলুন দেখে নেওয়া যাক এই স্মার্টওয়াচের ফিচার ও স্পেসিফিকেশন:
এই স্মার্টওয়াচটিতে একটি 1.91-ইঞ্চি HD ডিসপ্লে রয়েছে। এটি 550 নিট পিক ব্রাইটনেসও সাপোর্ট করে। ফলে রোদেও আপনি একদম পরিষ্কার দেখতে পাবেন। এই নতুন boAt Storm Connect Plus Smartwatch-এ ব্লুটুথ 5.3 সাপোর্ট করে। এছাড়াও এতে ব্লুটুথ কলিংয়ের ফিচার রয়েছে। ঘড়িতে ENx অ্যালগরিদম AI নয়েজ ক্যানসেলেশন ফিচারও পাবেন। আপনি স্মার্টওয়াচের সাহায্যেই কথাও বলতে পারবেন। এতে একটি মাইক্রোফোনও রয়েছে।
100টিরও বেশি স্পোর্টস মোড পেয়ে যাবেন। এছাড়াও অনেক হেলথ ট্র্যাকারের মতো ফিচার রয়েছে। স্মার্টওয়াচটি জল ও ধুলো প্রতিরোধের জন্য IP68 রেটিং পেয়েছে। তাহলে বুঝতেই পারছেন, কম দামে কোম্পানিটি কত ফিচার দিয়েছে। এই স্মার্টওয়াচের ব্যাটারি ব্যাকআপও লেশ ভাল। কোম্পানি এই স্মার্টওয়াচে একটি 300mAh ব্যাটারি প্যাক ব্যবহার করেছে, যা এক চার্জে 10 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দেয়।