সুখবর! FREE-তে TV দিচ্ছে এই কোম্পানি, একটা নয়, থাকছে দুটো স্ক্রিন
Television For FREE: সম্পূর্ণ বিনামূল্যে আপনি এবার একটা TV পেয়ে যাবেন। Telly নামের একটি সংস্থা 50000 ফ্রি টিভি সেট দিচ্ছে, যার জন্য একটা টাকাও খরচ করতে হবে না। প্লুটো টিভির সহ-প্রতিষ্ঠাতা ইয়া পোজিন এই Telly নামক সংস্থাটির জন্ম দিয়েছেন।
Telly FREE TV Offers: নতুন TV কেনার চিন্তাভাবনা করছেন? না, এক্কেবারে তাড়াহুড়ো করবেন না। কারণ, সম্পূর্ণ বিনামূল্যে আপনি এবার একটা TV পেয়ে যাবেন। Telly নামের একটি সংস্থা 50000 ফ্রি টিভি সেট দিচ্ছে, যার জন্য একটা টাকাও খরচ করতে হবে না। প্লুটো টিভির সহ-প্রতিষ্ঠাতা ইয়া পোজিন এই Telly নামক সংস্থাটির জন্ম দিয়েছেন। বিজ্ঞাপনের জন্য টিভিসেটগুলি ফ্রিতে অফার করা হচ্ছে। ডুয়াল স্ক্রিন রয়েছে, তাদের মধ্যে একটি ডিসপ্লে কেবলই বিজ্ঞাপন দেখানোর জন্য। এবং অপরটিতে কাস্টমাররা মেইন স্ক্রিন হিসেবে বিনোদনের আনন্দ উপভোগ করতে পারবেন।
গৌণ অর্থাৎ বিজ্ঞাপন দেখানোর জন্য যে ছোট ডিসপ্লেটি দেওয়া হচ্ছে, সেটিকে ‘স্মার্ট স্ক্রিন’ বলা হচ্ছে। স্ক্রিনের ছোট্ট স্ট্রিপটি মূল থেকে বিচ্ছিন্ন,যাতে একটি সাউন্ডবারও রয়েছে। স্পোর্টস স্ক্রিন থেকে শুরু করে, নিউজ় টিকার, আবহাওয়া এবং স্টক প্রাইসের মতো একাধিক উইজেট ডিসপ্লে করবে এই গৌণ স্ক্রিনটি। আপনার ঘরের মধ্যে ঠিক যেন একটা নিউজ়রুমের পরিবেশ দিতে পারে টিভিটি।
Telly-র ওয়েবসাইট থেকে জানা গিয়েছে, স্মার্ট ডিসপ্লের বাঁ-দিকে বিজ্ঞাপনগুলি দেখানো হবে। স্পনসর্ড নিউজ় ফিড হিসেবে এগুলি দর্শকদের সামনে তুলে ধরা হবে। তবে এই টিভি আপনি ফ্রি-তে পেতে পারেন ঠিকই। কিন্তু তাতে সমস্ত ডেটা পুট করার জন্য আপনাকে টাকা খরচ করতে হবে। Telly-র বিজ়নেস মডেলটাই হল ইউজ়ারদের কাছে বিজ্ঞাপনদাতাদের কাছে ব্যবহারকারীর তথ্য তুলে দেওয়া এবং দর্শকদের টার্গেটেড বিজ্ঞাপন দেখানো।
বিশেষজ্ঞরা মনে করছেন, টেলি টিভি-র এই অফার টেলিভিশনের দুনিয়ায় সম্পূর্ণ ভাবে গেম চেঞ্জার হতে পারে। কম খরচে যাঁরা টিভির সন্ধান করছেন, তাঁদের জন্য দুর্দান্ত হতে পারে এই অফার। এখন এই টিভি এবং তার বিজ্ঞাপন যদি আপনাকে বিরক্ত করে, তাহলেও তা থেকে আপনি মুক্ত থাকতে পারবেন। কোম্পানির চিফ স্ট্র্যাটেজি অফিসার নিশ্চিত বার্তা দিয়ে বলছেন, মেইন স্ক্রিনে আপনি যাই দেখুন না কেন, বিজ্ঞাপন আপনাকে বিরক্ত করবে না। তার কারণ বিজ্ঞাপনের জন্যই থাকছে আর একটি গৌণ ইউনিট।