24,000 টাকার Xiaomi Mi 5A HD Ready স্মার্টটিভি মাত্র 299 টাকা, এখনই না কিনলে বড় সুযোগ হাতছাড়া
Xiaomi 32 ইঞ্চির Mi 5A-র সঙ্গে ব্যাপক ডিসকাউন্টটি মিলছে। এমনিতে এই স্মার্ট টেলিভিশনটির দাম 24,000 টাকা। তবে, আপনাকে এত টাকা খরচ করতে হবে না। মাত্র 299 টাকাতেই এই স্মার্টটিভি আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। এটি একটি HD রেডি LED টিভি।
Smart TV Discount: স্মার্টটিভি কেনার চিন্তাভাবনা করলে সুখবর রয়েছে আপনার জন্য। 32 ইঞ্চির একটি Xiaomi স্মার্টটিভি আপনি পেয়ে যাবেন কল্পনারও কম দামে। ব্যাপক ডিসকাউন্টটি মিলছে কোম্পানির 32 ইঞ্চির Mi 5A-র সঙ্গে। এমনিতে এই স্মার্ট টেলিভিশনটির দাম 24,000 টাকা। তবে, আপনাকে এত টাকা খরচ করতে হবে না। মাত্র 299 টাকাতেই এই স্মার্টটিভি আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন। এটি একটি HD রেডি LED টিভি।
Mi 5A HD Ready LED Smart TV: কোথায় মিলছে ছাড়?
32 ইঞ্চির এই Mi 5A স্মার্টটিভির দাম 24,999 টাকা। এই টিভির সঙ্গে আপনি পেয়ে যাবেন 44% ডিসকাউন্ট। এই ফ্ল্যাট ডিসকাউন্টের পরে স্মার্ট টেলিভিশেনটি ক্রয় করতে আপনার খরচ হবে 13,999 টাকা। Flipkart-এর কাছ থেকে এই অফারটি আপনি পাবেন। তবে সবথেকে আকর্ষণীয় অফারটি আপনি পাবেন, যদি বাড়ির পুরনো টিভিটা এক্সচেঞ্জ করিয়ে নেন। তাহলেই এই HD Ready LED Smart টেলিভিশন আপনি বাড়ি নিয়ে আসতে পারবেন মাত্র 1,299 টাকায়।
অফারের এখানেই শেষ নয়। এর পরেও আপনি পাবেন 1,000 টাকার অতিরিক্ত এক্সচেঞ্জ অফার। তার ফলে টিভির দাম 299 টাকায় নেমে আসবে। তার উপরে আবার আপনার কাছে যদি Flipkart Axis Bank-এর ক্রেডিট কার্ড থাকে, তাহলে 5% পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন। আপনি চাইলে EMI অফারেও এই TV ক্রয় করতে পারবেন। তার জন্য আপনাকে প্রতি মাসে 686 টাকা করে খরচ করতে হবে। এই স্মার্টটিভির সঙ্গে 7 দিনের রিপ্লেসমেন্ট পলিসি অফার করছে সংস্থাটি।
Mi 5A HD Ready LED Smart TV: ফিচার ও স্পেসিফিকেশন
Xiaomi-র এই Mi 5A সিরিজ়ের এই HD Ready স্মার্টটিভিতে নেটফ্লিক্স থেকে শুরু করে প্রাইম ভিডিয়ো, ডিজ়নি হটস্টারের সাপোর্ট দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সাপোর্টেড এই টিভিতে গুগল অ্যাসিস্ট্যান্ট এবং বিল্ট-ইন ক্রোমকাস্ট সাপোর্ট দেওয়া হয়েছে। এর ডিসপ্লের রেজ়োলিউশন 1366 x 768 পিক্সেলস এবং সাউন্ড আউটপুট 20W। এই টিভি 60Hz রিফ্রেশ রেট সাপোর্ট করছে।