Xiaomi তিনটি ভিন্ন সাইজে Smart TV X Series নিয়ে হাজির, খুব কম দাম, অত্যাধুনিক ফিচার

Xiaomi Smart TV X Series লঞ্চ হল ভারতে। 43, 50 এবং 55 ইঞ্চির তিনটি ভিন্ন সাইজ় রয়েছে এই স্মার্ট টিভির। প্রতিটি মডেলের দাম ও ফিচার সংক্রান্ত সব তথ্য জেনে নিন।

Xiaomi তিনটি ভিন্ন সাইজে Smart TV X Series নিয়ে হাজির, খুব কম দাম, অত্যাধুনিক ফিচার
এসে গেল শাওমির নতুন স্মার্টটিভি।
Follow Us:
| Edited By: | Updated on: Aug 31, 2022 | 7:57 PM

Xiaomi New Smart TV: শাওমি একটি দুর্ধর্ষ স্মার্টটিভি নিয়ে হাজির হল। সংস্থার সেই লেটেস্ট স্মার্টটিভি লাইনআপের নাম শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজ়। যে সব দর্শকরা 4K সিনেম্যাটিক ভিউয়িং অভিজ্ঞতা সঞ্চয় করতে চান, মূলত তাঁদের লক্ষ্য করেই নিয়ে আসা হয়েছে এই শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজ়। শাওমির এই নতুন টিভি সিরিজ়ের দাম শুরু হচ্ছে 28,999 টাকা থেকে। শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজ়ের দাম ও ফিচার সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে জেনে নেওয়া যাক।

Xiaomi Smart TV X Series: ভারতে দাম ও উপলব্ধতা

শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজ়ের দাম শুরু হচ্ছে 28,999 টাকা থেকে। এই দাম লেটেস্ট টিভির 43 ইঞ্চি ভ্যারিয়েন্টের জন্য ধার্য করা হয়েছে। এছাড়াও এই টিভির একটি 50 ও 55 ইঞ্চির মডেল রয়েছে, যাদের দাম যথাক্রমে 34,999 টাকা এবং 39,999 টাকা। এমআই-এর অফিসিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং সমস্ত রিটেল দোকান থেকে এই স্মার্টটিভি ক্রয় করতে পারবেন কাস্টমাররা।

Xiaomi Smart TV X Series: স্পেসিফিকেশন, ফিচার

শাওমির এই লেটেস্ট টিভিতে বেজ়েল-লেস ডিজ়াইন দেওয়া হয়েছে। স্ক্রিনটি 4K রেজ়োলিউশন এবং ডলবি ভিসন সাপোর্ট করে। এছাড়াও রিয়্যালিস্টিক কালার ও কন্ট্রাস্টের জন্য এই স্মার্টটিভি HDR10 এবং HLG সাপোর্ট করে। দর্শকদের আরও পরিণত কন্টেন্ট ভিউয়িং অভিজ্ঞতা দিতে এই টিভিতে রয়েছে ইন-হাউস ইমেজ প্রসেসিং অ্যালগরিদম এবং ভিভিড পিকচার ইঞ্জিন (VPE)।

শাওমির এই লেটেস্ট স্মার্টটিভি-র স্ক্রিন টু বডি রেশিও 96.9%। মেটালিক ফ্রেম ফিচার করে টিভিটি। 30W স্পিকার্স রয়েছে এতে। এছাড়াও অনবদ্য সাউন্ড এক্সপিরিয়েন্সের জন্য এই টিভিতে রয়েছে ডলবি অডিও। পাশাপাশি শাওমি এই টিভিতে DTS-HD এবং DTS: Virtual X টেক সাপোর্ট দিয়েছে।

শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজ় চালিত হবে অ্যান্ড্রয়েড TV 10 প্ল্যাটফর্মের উপরে ভিত্তি করে PatchWall UI-এর সাহায্যে। রয়েছে 64 বিট কোয়াড-কোর A55 চিপসেট, যা পেয়ার করা থাকছে 2GB পর্যন্ত র‌্যাম এবং 8GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে। শাওমি স্মার্ট টিভি এক্স সিরিজ় ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই এবং ব্লুটুথ 5.0 কানেক্টিভিটি সাপোর্ট করে। এই টিভিতে রয়েছে তিনটি HDMI পোর্ট, দুটি USB পোর্ট, একটি AV এবং আর একটি ইয়ারফোন পোর্ট।