১৭ মার্চ লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এ৫২ এবং এ৭২, সম্ভাব্য ফিচার কী কী, কত দাম হতে পারে দু’টি ফোনের

এর আগে স্যামসাং গ্যালাক্সির এ৫১ এবং এ৭১ লঞ্চ হয়েছিল। ভারতের বাজারে এই দু'টি মডেল ভাল ব্যবসা করার ফলে এবার এ৫২ এবং এ৭২ লঞ্চ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি।

১৭ মার্চ লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এ৫২ এবং এ৭২, সম্ভাব্য ফিচার কী কী, কত দাম হতে পারে দু'টি ফোনের
ছবি প্রতীকী
Follow Us:
| Updated on: Mar 12, 2021 | 9:13 PM

স্যামসাং গ্যালাক্সির এ৫২ এবং এ৭২ এই দু’টি মডেল লঞ্চ হতে চলেছে আগামী ১৭ মার্চ। লঞ্চের আগে ফোনের স্পেশ্যাল ফিচার এবং দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন টিপস্টার মাধ্যমে যে তথ্য প্রকাশ্যে এসেছে তার ভিত্তিতে শোনা যাচ্ছে এ৫২ মডেল শুরু হবে ২৬,৪৯৯ টাকা থেকে আর এ৭২ মডেলের দাম শুরু হবে ৩৪,৯৯৯ টাকা থেকে। এর আগে স্যামসাং গ্যালাক্সির এ৫১ এবং এ৭১ লঞ্চ হয়েছিল। ভারতের বাজারে এই দু’টি মডেল ভাল ব্যবসা করার ফলে এবার এ৫২ এবং এ৭২ লঞ্চ করতে চলেছে স্যামসাং গ্যালাক্সি।

সম্ভাব্য দাম-

MySmartPrice- এর একটি রিপোর্টে বলা হয়েছে গ্যালাক্সি এ৫২- র ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৬,৪৯৯ টাকা। এছাড়া ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে গ্যালাক্সি এ৭২ মডেলের ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩৪,৯৯৯ টাকা। আর ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৩৭,৯৯৯ টাকা।

যদিও স্যামসাং- এর তরফে গ্যালাক্সি সিরিজের এই দু’টি মডেলের দাম সম্পর্কে আনুষ্ঠানিক ভাবে কোনও ঘোষণা করা হয়নি।

স্যামসাং গ্যালাক্সি এ৫২- এর সম্ভাব্য ফিচার 

১। শোনা যাচ্ছে গ্যালাক্সি এ৫২ মডেলে থাকতে পারে ৫জি পরিষেবা। এছাড়াও এই মডেলে থাকতে পারে সুপার AMOLED ডিসপ্লে। রিফ্রেশ রেট 120Hz। সেই সঙ্গে থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার।

২। এই মডেলে থাকতে পারে Snapdragon 750 SoC এবং অ্যানড্রয়েড ১১। ফোনের ব্যাটারি 4,500mAh।

৩। কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে থাকতে পারে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর, ৫ মেগাপিক্সেল এবং ২ মেগাপিক্সেলের আরও ২টো সেনসর। সেই সঙ্গে থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা।

স্যামসাং গ্যালাক্সি এ৭২- এর সম্ভাব্য ফিচার 

১। এই মডেলে থাকতে পারে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস সুপার AMOLED Infinity-O ডিসপ্লে। রিফ্রেশ রেট 90Hz।

২। এই ফোনে থাকতে পারে Qualcomm Snapdragon 720G SoC।

৩। কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপে থাকতে পারে ৬৪ মেহাপিক্সেলের প্রাইমারি সেনসর, ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল শুটার, ৫ মেগাপিক্সেলের ম্যাক্রো শুটার, টেলিফটো লেন্স- সহ ৮ মেগাপিক্সেলের সেনসর। এছাড়াও থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ফ্রন্ট ক্যামেরা।

৪। এই ফোনের ব্যাটারি 5,000mAh। তার সঙ্গে থাকতে পারে 22.5W ফাস্ট চার্জিং সাপোর্ট।