ভারতে আসছে স্যামসাং গ্যালাক্সি এফ সিরিজের নতুন দু’টি ফোন, জেনে নিন সম্ভাব্য ফিচার
অনলাইন শপিং সংস্থা এবং ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টে ইতিমধ্যেই এই ফোনের জন্য মাইক্রোসাইট তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ ফ্লিপকার্ট থেকে স্যামসাং গ্যালাক্সি সিরিজের এই নতুন দুটো ফোন কেনা যাবে।
গ্যালাক্সি এফ সিরিজের দু’টি নতুন মডেল লঞ্চ করতে চলেছে স্যামসাং। আগামী ৫ এপ্রিল দুপুর ১২টায় ভারতে লঞ্চ হতে চলেছে স্যামসাং গ্যালাক্সি F02s এবং স্যামসাং গ্যালাক্সি এফ১২— এই দু’টি ফোন। অনলাইন শপিং সংস্থা এবং ই-কমার্স জায়ান্ট ফ্লিপকার্টে ইতিমধ্যেই এই ফোনের জন্য মাইক্রোসাইট তৈরি হয়ে গিয়েছে। অর্থাৎ ফ্লিপকার্ট থেকে স্যামসাং গ্যালাক্সি সিরিজের এই নতুন দুটো ফোন কেনা যাবে।
আরও পড়ুন- ভারতে লঞ্চ হল স্যামসাং গ্যালাক্সির ৫জি ফোন ‘এসই২০ এফই’, জেনে নিন এই ফোনের দাম এবং ফিচার
দু’টি মডেলেই থাকতে পারে ওয়াটারড্রপ স্টাইল ডিসপ্লে নচ। গ্যালাক্সি এফ১২ মডেল এই নতুন দু’টি ফোনের মধ্যে সুপিরিয়র কোয়ালিটির ফোন। তার মধ্যে থাকতে পাতে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। ফোনের ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে 90Hz। অন্যদিকে গ্যালাক্সি F02s মডেলে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। আর ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে 60Hz।
স্যামসাং গ্যালাক্সি F02s- এর সম্ভাব্য ফিচার
১। এই ফোনে থাকতে পারে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি-ভি ডিসপ্লে। সেই সঙ্গে থাকতে পারে Qualcomm Snapdragon 450 SoC।
২। এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেনসর থাকতে পারে এই সেটআপে।
৩। এই মডেলের ব্যাটারি 5,000mAh। একবার চার্জ দিলে অর্থাৎ সিঙ্গল চার্জেই ফোন চালু থাকবে সারাদিন।
৪। ফ্লিপকার্ট সূত্রে খবর, এই মডেল Galaxy M02s- এই ফোনের রিব্র্যান্ডেড ভার্সন হিসেবে লঞ্চ হতে চলেছে। Galaxy M02s মডেলের দাম ছিল ৮৯৯৯ টাকা। জানুয়ারি মাসে ভারতে লঞ্চ হয়েছে এই ফোন। অনুমান করা হচ্ছে, গ্যালাক্সি F02s- এই ফোনের দামও শুরু হতে পারে ৮৯৯৯ টাকা থেকে।
স্যামসাং গ্যালাক্সি এফ১২- এর সম্ভাব্য ফিচার
১। এই ফোনেও থাকতে পারে ৬.৫ ইঞ্চি এইচডি প্লাস ইনফিনিটি-ভি ডিসপ্লে। রিফ্রেশ রেট হতে পারে 90Hz।
২। এই ফোনে থাকতে পারে কোয়াড রেয়ার ক্যামেরা সেটআপ। সেই সেটআপে থাকতে পারে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর।
৩। কানেকটিভিটি অপশনের ক্ষেত্রে এই ফোনে থাকতে পারে টাইপ সি ইউএসবি পোর্ট, ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক।
৪। এই ফোনে থাকতে পারে Exynos 850 SoC। আর ফোনের ব্যাটারি হতে পারে 6,000mAh।