Beaver Moon 2023: রাসপূর্ণিমার রাতে আকাশে মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকুন, কখন দেখবেন ‘বিভার মুন’?

Beaver Moon 2023: নভেম্বর মাসের শুরু থেকেই, বহু মানুষ এই বিভার মুনের জন্য অপেক্ষা করছে। এবার সেই দিন এসেই গেল। আজ অর্থাৎ 27 নভেম্বর, 2023 তারিখে রাতের আকাশে দেখা যাবে উজ্জ্বল সেই বিভার মুন। অর্থাৎ নভেম্বর মাসে যে পূর্ণিমার চাঁদটিকে আকাশে দেখা যায়, তা বিভার মুন নামে পরিচিত। সোমবার রাতে আকাশে জ্বলজ্বল দেখা যাবে এই বিভার মুনকে।

Beaver Moon 2023: রাসপূর্ণিমার রাতে আকাশে মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকুন, কখন দেখবেন ‘বিভার মুন’?
Follow Us:
| Edited By: | Updated on: Nov 27, 2023 | 4:24 PM

রহস্যে ভরা আকাশে প্রায়শই এমন অনেক কিছুর ঘটে, যা মানুষের মনে কৌতূহলের সৃষ্টি করে। চলতি বছরে নভেম্বরের শেষে ‘সুপার মুন’ দেখতে পাবে গোটা বিশ্ববাসী, একথা আগেই জানিয়েছিলেন জ্যোতির্বিজ্ঞানীরা। শীতের শুরুতে এই চাঁদকে ‘বিভার মুন’ বলেন উত্তর আমেরিকাবাসী। তবে নভেম্বর মাসের শুরু থেকেই, বহু মানুষ এই বিভার মুনের জন্য অপেক্ষা করছে। এবার সেই দিন এসেই গেল। আজ অর্থাৎ 27 নভেম্বর, 2023 তারিখে রাতের আকাশে দেখা যাবে উজ্জ্বল সেই বিভার মুন। অর্থাৎ নভেম্বর মাসে যে পূর্ণিমার চাঁদটিকে আকাশে দেখা যায়, তা বিভার মুন নামে পরিচিত। সোমবার রাতে আকাশে জ্বলজ্বল দেখা যাবে এই বিভার মুনকে।

কোথা থেকে দেখা যাবে?

নাসার প্ল্যানেটারি জিওলজি, জিওফিজিক্স এবং জিওকেমিস্ট্রির প্রধান ডঃ নোয়া পেট্রো জানান, “আজকের পূর্ণিমা (বিভার মুন) প্রতিবারের পূর্ণিমার চাঁদের মতোই দেখাবে। যদি স্থানীয় আবহাওয়া ঠিক থাকে তাহলেই গোটা বিশ্ববাসী এটি দেখতে পাবে। বিষুবরেখার উত্তর বা দক্ষিণে বসবাসকারী মানুষ বিভার মুন দেখতে পাবেন। তবে এটি কোনও রকম চন্দ্রগ্রহণ নয়। 2023 সালে দুটি চন্দ্রগ্রহণ হয়েছিল। প্রথম চন্দ্রগ্রহণ হয়েছিল 5-6 মে এবং দ্বিতীয়টি 28-29 অক্টোবর। এর সঙ্গে বিভার মুনের কোনও সম্পর্ক নেই।”

কীভাবে বিভার মুন দেখতে হবে?

পেট্রো জানান, বিভার মুন দেখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পরিষ্কার আকাশ। যেহেতু শীত এসেছে, অনেক জায়গায় কুয়াশার কারণে পরিষ্কার আকাশ থাকার সম্ভবনা অনেকটাই কম। তবে এই চাঁদ দেখতে আলাদা করে কোনও যন্ত্রপাতির প্রয়োজন হবে না। সারা রাতই আপনি দেখতে পাবেন পরিষ্কার। কিন্তু আপনার কাছে যদি দূরবীন থাকে, তাহলে আরও ভালভাবে দেখতে পাবেন। এই বিভার মুন আগের বছর অর্থাৎ 2022 সালে 8 নভেম্বর দেখা গিয়েছিল। এই সময়ে একটি চন্দ্রগ্রহণও হয়েছিল, যার কারণে এটি দেখতে লাল রঙের ছিল।