Chandrayaan-3: চাঁদের মাটিতে কীভাবে চক্কর কাটছিল চন্দ্রযান-3 এর ল্যান্ডার? ছবি শেয়ার করল NASA
মার্কিন স্পেস এজেন্সির LRO স্পেসক্রাফ্ট থেকে তোলা হয়েছে চন্দ্রযান-3 ল্যান্ডারের ছবিটি। এর এক্কেবারে কেন্দ্রে রয়েছে চন্দ্রযান-3 ল্যান্ডার। অন্ধকার ছায়া যান গাড়িটির চারপাশের উজ্জ্বল আলোর উল্টোদিকে দৃশ্যমান। এই ছবিটি 1,738 মিটার চওড়া; ফ্রেম নম্বর M1447750764LR।
Chandrayaan-3 Latest Pic: চন্দ্রযান-3 এর ল্যান্ডার যখন চাঁদের মাটিতে চরকিপাক কাটছিল, ঠিক কেমন লাগছিল তাকে? দ্য ন্যাশনাল অ্যারোনেটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন বা NASA তারই একটি ছবি তুলে পাঠাল। নাসার তরফে সেই ছবিটি শেয়ার করা হয়েছে X প্ল্যাটফর্মে। ছবিটি প্রকাশ করে তারা জানিয়েছে, মার্কিন স্পেস এজেন্সির LRO স্পেসক্রাফ্ট থেকে তোলা হয়েছে চন্দ্রযান-3 ল্যান্ডারের ছবিটি। ছবিটি শেয়ার করে NASA লিখছে, “নাসার এলআরও মহাকাশযান সম্প্রতি চাঁদের পৃষ্ঠে চন্দ্রযান-3 ল্যান্ডারের ছবি তুলেছে। গত 23 আগস্ট, 2023, ISRO (ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা)-র চন্দ্রযান-3, চাঁদের দক্ষিণ মেরু থেকে প্রায় 600 কিলোমিটার দূরে অবতরণ করে।”
X-এ ছবিটি পোস্ট করে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থাটি তার একটি অল্ট ডেসক্রিপশনও দিয়েছে। তারা যোগ করেছে, “ছবির এক্কেবারে কেন্দ্রে রয়েছে চন্দ্রযান-3 ল্যান্ডার। অন্ধকার ছায়া যান গাড়িটির চারপাশের উজ্জ্বল আলোর উল্টোদিকে দৃশ্যমান। এই ছবিটি 1,738 মিটার চওড়া; ফ্রেম নম্বর M1447750764LR।”
গত 5 সেপ্টেম্বর ছবিটি শেয়ার করা হয়। পোস্ট হওয়ার পর থেকেই ব্যাপক ভাবে তা ভাইরাল হয়েছে। এর মধ্যেই ছবিটির ভিউ 239.5K ছাপিয়ে গিয়েছে। সাড়ে চার হাজারেরও বেশি লাইক পড়েছে ছবিটিতে। প্রচুর মানুষ ছবিতে প্রতিক্রিয়া জানিয়েছেন।
.@NASA‘s LRO spacecraft recently imaged the Chandrayaan-3 lander on the Moon’s surface.
The ISRO (Indian Space Research Organization) Chandrayaan-3 touched down on Aug. 23, 2023, about 600 kilometers from the Moon’s South Pole.
MORE >> https://t.co/phmOblRlGO pic.twitter.com/CyhFrnvTjT
— NASA Marshall (@NASA_Marshall) September 5, 2023
একজন ব্যবহারকারী লিখছেন, “দারুণ কাজ করেছে ISRO।” আর একজন যোগ করেছেন, “আর একটু ক্লোজ়-আপ ছবি পাওয়া গেলে ভাল হত।” তৃতীয় জনের বক্তব্য, “এই ছবিটা শেয়ার করার জন্য নাসাকে অনেক ধন্যবাদ।” কেউ কেউ আবার এই ছবিতে থাম্বস আপ ইমোটিকন দিয়ে লাইক করেছেন।
তৃতীয় চন্দ্রমিশনে চন্দ্রযান-3কে চাঁদের মাটিতে নামাতে সফল হয়েছে ভারত। বিশ্বের প্রথম দেশ হিসেবে ভারত চাঁদের দক্ষিণ মেরুতে কোনও মহাকাশযান অবতরণে সক্ষম হয়েছে। এদিকে চন্দ্রযানের সফল অবতরণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, চিন, রাশিয়ার পর চতুর্থ দেশ হিসেবে এলিট ক্লাবে নাম লিখিয়ে নিয়েছে ভারত।