ESA-র টেলিস্কোপে উঠল এক লক্ষ ছায়াপথের রঙিন ছবি, তৈরি হবে মহাবিশ্বের 3D মানচিত্র
Euclid Space Telescope: ইউক্লিড স্পেস টেলিস্কোপ মোট পাঁচটি রঙিন ছবি তুলে মহাকাশ গবেষণা সংস্থাকে পাঠিয়েছে। আর সেসব ছবি থেকে মহাবিশ্বের সবচেয়ে ব্যাপক 3D মানচিত্র তৈরি করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা।
ইউরোপিয়ান স্পেস এজেন্সি (European Space Agency) তাদের ইউক্লিড স্পেস টেলিস্কোপ দিয়ে প্রথম রঙিন ছবি তুলেছে। অর্থাৎ এটি এটি ইউক্লিডের প্রথম রঙিন ছবি। এই ছবিটি ভবিষ্যতে মহাবিশ্বের বিভিন্ন রহস্যকে তুলে ধরতে চলেছে। Perseus Galaxy Cluster, IC 342 Spiral Galaxy, Globular Cluster NGC 6397, Irregular Galaxy NGC 6822 এবং Horseshoe Nebula এই ছবিতে দেখা যাচ্ছে। এই মহাকাশ গবেষণা সংস্থার মতে, এর আগে কখনও কোনও টেলিস্কোপ আকাশের এত বড় এলাকা জুড়ে ছবি তোলেনি। তাও আবার এত উজ্জ্বল ও উচ্চমানের।
একসঙ্গে পাঁচটি ছবি তুলেছে…
ইউক্লিড স্পেস টেলিস্কোপ মোট পাঁচটি রঙিন ছবি তুলে মহাকাশ গবেষণা সংস্থাকে পাঠিয়েছে। আর সেসব ছবি থেকে মহাবিশ্বের সবচেয়ে ব্যাপক 3D মানচিত্র তৈরি করা যাবে বলে মনে করছেন বিজ্ঞানীরা। ESA-এর বিজ্ঞানী প্রফেসর ক্যারল মুন্ডেল বলেছেন, “ছায়াপথকে সব সময় অন্ধকারই দেখা গিয়েছে। তবে ইউক্লিড মহাজাগতিক দৃশ্যকে প্রথমবারের মতো এই অন্ধকার থেকে বের করে এনেছে।”
1 লাখ ছায়াপথ উঠে এসেছে…
এই টেলিস্কোপটি চলতি বছরের জুলাই মাসে চালু করা হয়েছিল। এর লক্ষ্য ডার্ক ম্যাটার এবং কোটি কোটি গ্যালাক্সিকে অধ্যয়ন করা। এর মাধ্যমে মহাবিশ্বের একটি 3D মানচিত্র তৈরি করা। ছবিগুলিতে পার্সিয়াস ক্লাস্টারকে দেখা যাচ্ছে, 250 মিলিয়ন আলোকবর্ষ দূরে, যেখানে 1000টি ছায়াপথ স্পষ্ট। কিন্তু এর পিছনে আরও 100,000 গ্যালাক্সি রয়েছে, যেগুলি অস্পষ্ট দেখাচ্ছে। তবে পরবর্তিকালে টেলিস্কোপটি আরও ভালভাবে ছবি তুলে দেবে বলে আশা করছেন বিজ্ঞানীরা।
টেলিস্কোপটি গ্লোবুলার ক্লাস্টারও পর্যবেক্ষণ করেছে। গ্লোবুলার ক্লাস্টার হল অসংখ্য তারার একটি গোলাকার সমষ্টি, যা মাধ্যাকর্ষণ দ্বারা একত্রে আবদ্ধ থাকে। প্রায় 4 মিলিয়ন প্রাচীন নক্ষত্র দ্বারা গঠিত। মহাবিশ্বের একটি 3D মানচিত্র তৈরি করতে ছয় বছর সময় লাগবে। এই টেলিস্কোপটি পৃথিবী থেকে প্রায় 16 লাখ কিলোমিটার দূরে ল্যাগ্রেঞ্জ 2 পয়েন্টে রয়েছে।