Mars Spaghetti: মঙ্গলে নুডলসের মতো অদ্ভুত বস্তুর সন্ধান পেল নাসার প্রিসার্ভারেন্স রোভার, কী এটা?
সম্প্রতি নাসার প্রিসার্ভারেন্স রোভার (NASA's Perseverance Rover) মঙ্গল গ্রহের পৃষ্ঠে একটি অদ্ভুত স্প্যাগেটি (Spaghetti) গোছের বস্তুর সন্ধান পেয়েছে, যা দেখতে বহির্জাগতিক দুনিয়ার মতো হলেও তা কিন্তু পৃথিবী থেকেই উদ্ভূত।

মহাকাশ গবেষকদের কাছে অনুসন্ধানের জন্য সব সময়ই প্রিয় একটা বিষয় হল লাল গ্রহ (Mars)। প্রাণের সম্ভাবনা হোক বা গ্রহের অতীতের রহস্য উদঘাটন, মঙ্গল সর্বদাই গবেষকদের হিট লিস্টে থাকে। সম্প্রতি নাসার প্রিসার্ভারেন্স রোভার (NASA’s Perseverance Rover) মঙ্গল গ্রহের পৃষ্ঠে একটি অদ্ভুত স্প্যাগেটি (Spaghetti) গোছের বস্তুর সন্ধান পেয়েছে, যা দেখতে বহির্জাগতিক দুনিয়ার মতো হলেও তা কিন্তু পৃথিবী থেকেই উদ্ভূত। মঙ্গল গ্রহের পৃষ্ঠে সেই নুডলের মতো দেখতে বস্তুটির একটি ছবিও প্রকাশ করেছে নাসা।
কী এই বস্তু?
বস্তুটা ঠিক কী, তা নিয়ে ধন্দ্ব রয়েছে বিস্তর। তবে নাসার বিশেষজ্ঞরা অনুমান করছেন, এই বস্তুটি মনুষ্য দ্বারা সৃষ্ট, যা আসলে রোভারের অবতরণ পর্যায়ের একটি অংশ হতে পারে। এটি সম্ভবত অনুরূপ আর একটি অদ্ভুত বস্তুর দাগ হিসেবে চিহ্নিত করছে, যেটি ফয়েলের একটি বর্গাকার শিটের মতো দেখতে। বিশেষজ্ঞরা অনুমান করেছিলেন যে, নাসার প্রিসার্ভারেন্স রোভার অবতরণের পর্যায়ে জেট প্যাকের একটি থেকে কম্বলের অংশবিশেষ হতে পারে।
ছবিটি যে স্থান থেকে তোলা হয়েছিল, সেখান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ডিসেন্ট স্টেজটি বিধ্বস্ত হয়েছিল। যদিও গবেষকরা এখনও পর্যন্ত এটা বুঝতে পারছেন না যে, এটি রোভারটি অবতরণের সময় বাতাস বা অন্যান্য কারণে বস্তুটি এতদূর নেমে গিয়েছে কি না। নাসার তরফ থেকে আরও বলা হচ্ছে যে, এই নুডল বা স্প্যাগেটি সদৃশ বস্তুটি অবতরণের জন্য প্যারাশ্যুটের মতো সেটআপ বা ল্যান্ডারের কিছু অংশ হতে পারে।
গত 12 জুলাই প্রিসার্ভারেন্সের সম্মুখমুখী হ্যাজ়ার্ড অ্যাভয়ড্যান্স ক্যামেরা বা বিপদ পরিহার করতে পারে এমন একটি ক্যামেরা মার্টিয়ান টাম্বলউইডের এই এক টুকরো আবর্জনার ছবি তুলেছিল। নাসার এক মুখপাত্র ইমেলে বলেছেন, এই বস্তুটি অবশ্যই মিশনের কিছু ধ্বংসাবশেষ হবে। যদিও তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় বলেও জানিয়েছেন তিনি।
এদিকে গত জুন মাসেও আর একটি চকচকে উপাদান প্রিসার্ভারেন্স থেকে তোলা ছবিগুলিতে দেখা গিয়েছিল। সে সময় বলা হয়েছিল, শিলা গঠনের সময়কার কিছু বস্তু হতে পারে সেটি।





