Scary Memories In Brain: ভয়াবহ অতীত চেপে বসেছে মনে? সাবধান! হারিয়ে ফেলতে পারেন অমূল্য স্মৃতি

Old Scary Memories: খারাপ স্মৃতিগুলি মস্তিষ্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে বাসা বাঁধে। তাই খারাপ এবং ভীতিকর স্মৃতিগুলি আপনার বার-বার মনে পরে। যার কারণে আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবনতি হতে থাকে।

Scary Memories In Brain: ভয়াবহ অতীত চেপে বসেছে মনে? সাবধান! হারিয়ে ফেলতে পারেন অমূল্য স্মৃতি
মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাসে স্মৃতি তৈরি হয়।
Follow Us:
| Edited By: | Updated on: Jan 06, 2023 | 5:59 PM

Unknown Scientific Facts: কেন কোনও দুর্ঘটনা আপনাকে বছরের পর বছর ধরে তাড়া করে সেটা ভেবে দেখেছেন? আপনি জেনে অবাক হবেন যে এই খারাপ স্মৃতিগুলি মস্তিষ্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশে বাসা বাঁধে। তাই খারাপ এবং ভীতিকর স্মৃতিগুলি আপনার বার-বার মনে পরে। যার কারণে আপনার মানসিক ও শারীরিক স্বাস্থ্যের অবনতি হতে থাকে। এই অবস্থাকে বিজ্ঞানীরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার (PTSD) বলেছেন। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা সম্প্রতি একটি গবেষণা করেছেন, যেখানে তারা খুঁজে পেয়েছেন মস্তিষ্কের কোথায় লুকিয়ে থাকে খারাপ স্মৃতি। স্নায়ুবিজ্ঞানীরা জানিয়েছেন, মস্তিষ্কের হিপ্পোক্যাম্পাসে স্মৃতি তৈরি হয়। এই সব খারাপ স্মৃতি একে অপরকে জালের মতো জড়িয়ে রাখে। সেই জাল থেকে একে একে বের হতে থাকে। আর তখনই আপনার একে একে সব মনে পড়ে।

এর চিকিৎসা কীভাবে করা যায় তাও জানার চেষ্টা করেছেন বিজ্ঞানীরা। পরীক্ষার জন্য় বিজ্ঞানীরা একটি ইঁদুর নিয়ে তার মস্তিষ্কের স্নায়ু কোষগুলিকে পর্যবেক্ষণ করেছিলেন। ভয় বা যন্ত্রণার সময় তার প্রতিক্রিয়া কেমন হয় তা দেখে পরীক্ষা করেছেন। ইঁদুরটিকে একটি বিশেষ জায়গায় নিয়ে গিয়ে ইলেকট্রিক শক দেওয়া হয়। বিজ্ঞানীরা দেখেছেন, ইঁদুরটির মস্তিষ্কের সেই স্থানটিতে বিশেষ স্নায়ু সক্রিয় হয়। তার একমাস পর ইঁদুরটিকে আবার একই জায়গায় নিয়ে আসা হলে সে নিথর থাকে এবং চমকে ওঠে। বিজ্ঞানীরা জানান, তার মস্তিষ্কের সেই স্নায়ু কোষ সক্রিয় হয়ে ওঠে। বিজ্ঞানীরা যখন ইঁদুরের মস্তিষ্কের বেশ কিছু নমুনা নেন, তখন তারা অবাক হয়ে যান। এই ভীতিকর স্মৃতিগুলি মস্তিষ্কের সেই অংশে লুকিয়ে থাকে যেখান থেকে আপনি চিন্তা করেন।

স্নায়ুবিজ্ঞানী জুন-হাইয়ং চো বলেছেন যে মস্তিষ্কের এই অংশটিকে প্রি-ফ্রন্টাল কর্টেক্স (PFC) বলা হয়। মানে যেখানে আপনার কোনও ভীতিকর স্মৃতি আছে, সেই জায়গায় গেলেই আপনার মনের ভিতর থেকে ভীতিকর স্মৃতি বেরিয়ে আসতে শুরু করে।

জুন-হাইয়ং চো বলেছেন যে বৈদ্যুতিক শকের মতো অন্যান্য ভীতিকর স্মৃতিও মানুষের মস্তিষ্কের প্রি-ফ্রন্টাল কর্টেক্সে লুকিয়ে থাকতে পারে। যখনই একজন মানুষ এই এই ধরনের ঘটনার মধ্য দিয়ে যায়, তখনই তার পুরনো ভীতিকর স্মৃতি ভেসে আসে। কিন্তু এর অসুবিধা হল এর কারণে প্রি-ফ্রন্টাল মেমরির স্নায়ু নষ্ট হয়ে যায়। এ কারণে আপনি চাইলেও অন্যান্য ভাল ঘটনা মনে রাখতে পারেন না।