India From Space Station: ভারতের উপর দিয়ে গেল স্পেস স্টেশন, উড়ন্ত পরীক্ষাগার থেকে দেশকে কেমন দেখাল?
Space Station Passes Over India: পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে ঘোরাফেরা করছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ওই অবস্থানেই উড়ন্ত পরীক্ষাগারটি নীচের ল্যান্ডস্কেপ ক্যাপচার করেছিল। ভারতের ভিওয়ানি, গোয়ালিয়র, ঝাঁসির মতো জায়গাগুলির উপর দিয়ে গিয়েছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন।
ISS Captured India: স্পেস স্টেশনের একটি ভিডিয়ো শেয়ার করেছে নাসা। সেখানে ভারতকে দেখা গিয়েছে। গত সোমবার উত্তর-পশ্চিম থেকে পূর্ব উপকূলে যাত্রা করার সময় ভারতের উপর দিয়েই যেতে হয়েছে আন্তর্জাতিক স্পেস স্টেশনকে। ভিডিয়োতে দেখা গিয়েছে, সেই সময় আকাশ খুবই পরিষ্কার ছিল।
Check out this lovely long @Space_Station pass over India from earlier today – starting in the NW crossing the country to the east coast. Check the pass track for the full detail on the pass. Feb 27, 2023 05:40 UTC pic.twitter.com/Pi3Pzyart2
— ISS Above (@ISSAboveYou) February 27, 2023
পৃথিবীপৃষ্ঠ থেকে প্রায় 400 কিলোমিটার উপরে ঘোরাফেরা করছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন। ওই অবস্থানেই উড়ন্ত পরীক্ষাগারটি নীচের ল্যান্ডস্কেপ ক্যাপচার করেছিল। ভারতের ভিওয়ানি, গোয়ালিয়র, ঝাঁসির মতো জায়গাগুলির উপর দিয়ে গিয়েছিল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন।
ISS Above তাদের টুইটে ভিডিয়োটি শেয়ার করে। সেখানে লেখা হয়, “উত্তর-পশ্চিম থেকে পূর্ব উপকূলে যাওয়ার সময় ভারতের উপর দিয়ে এই সুন্দর দীর্ঘ পথটি অতিক্রম করে মহাকাশ স্টেশন। পাসের সম্পূর্ণ বিবরণের জন্য পাস ট্র্যাকটি পরীক্ষা করুন।” নাসার তরফ থেকেও একটি ম্যাপ প্রকাশ করে দেখানো হয়, ভারতের কোন-কোন অংশের উপর দিয়ে স্পেস স্টেশনটি গিয়েছিল।
প্রায় তিন দশকেরও বেশি সময় ধরে মহাকাশে গবেষণা এবং বৈজ্ঞানিক সাফল্যের কেন্দ্র হয়ে উঠেছে আন্তর্জাতিক স্পেস স্টেশন। পৃথিবীর বহু মানুষের জন্যই মহাকাশ গবেষণা নিয়ে এখন এটি একটি স্থায়ী ঠিকানা হয়ে উঠেছে।