Noble Prize: তাক লাগানো সব আবিষ্কারের পরও নোবেল পাননি এসব বিজ্ঞানী, কেন জানেন?
Noble Prize 2023: এমনও কিছু বিজ্ঞানী আছেন, যারা এই নোবেল পুরস্কার পাননি। অথচ বিশ্বজুড়ে প্রচুর অবদান রয়েছে তাঁদের। অর্থাৎ যাদের উদ্ভাবনের জন্য বিশ্ব ঋণী। তবে যখন নোবেল পুরস্কার প্রদানের কথা আসে, তখন তাদের অবদান একভাবে ভুলেই যাওয়া হয়।
নিজের নামে একটা নোবেল পুরস্কার অর্জন করতে বিজ্ঞানীদের অপেক্ষা করতে হয় কয়েক দশক। চিকিৎসা, পদার্থবিদ্যা, রসায়ন, সাহিত্যের পুরস্কারগুলো সুইডেনেই দেওয়া হয়। এবার অর্থাৎ 2023-এ পদার্থবিজ্ঞানের জন্য যে নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে, সেই স্বীকৃতি পেয়েছেন তিনজন বিজ্ঞানী। যারা পরমাণুর ইলেকট্রন নিয়ে গবেষণা করেছেন। নোবেল পুরস্কার বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কারগুলির মধ্যে একটি, এটি প্রতি বছর বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়। তবে এমনও কিছু বিজ্ঞানী আছেন, যারা এই নোবেল পুরস্কার পাননি। অথচ বিশ্বজুড়ে প্রচুর অবদান রয়েছে তাঁদের। অর্থাৎ যাদের উদ্ভাবনের জন্য বিশ্ব ঋণী। তবে যখন নোবেল পুরস্কার প্রদানের কথা আসে, তখন তাদের অবদান একভাবে ভুলেই যাওয়া হয়। আর সেই তালিকায় রয়েছেন বিশেষ বিশেষ কিছু বিজ্ঞানী, যাদের উদ্ভাবন নিয়ে কথা বলতে গেলে শব্দ কম পড়ে।
এই বিজ্ঞানীরা কখনোই নোবেল পাননি-
থমাস এডিসন
ফোনোগ্রাফ, লাইট বাল্ব এবং মোশন পিকচার এই শব্দগুলির সঙ্গে আপনি নিশ্চয়ই পরিচিত? তবে এর উদ্ভাবকে চেনেন? বিজ্ঞানী থমাস এডিসন। এত কিছু উদ্ভাবনের পরেও এই আমেরিকান উদ্ভাবক কখনও নোবেল পুরস্কার পাননি।
বিক্রম সারাভাই
বিক্রম সারাভাইকে ভারতীয় মহাকাশ বিজ্ঞানের জনক হিসাবে বিবেচনা করা হয়। তিনি মহাকাশের ক্ষেত্রে শুধু ভারতকেই নয়, বিশ্বকেও অনেক উপহার দিয়েছেন। তবে অবাক করা বিষয় হল তিনি নোবেল পুরস্কার পাননি।
জোসেলিন বেল বার্নেল
মহাকাশ বিজ্ঞানে যার নাম একেবারেই না বললে নয়, তিনি হলেন জোসেলিন বেল বার্নেল। মহাকাশ বিজ্ঞানের ক্ষেত্রে তিনি পালসার রহস্যের সমাধান করেছেন। আধুনিক মহাকাশ বিজ্ঞানও তাঁর এই আবিষ্কারের জন্য ঋণী। কিন্তু তিনিও নোবেল পুরস্কার পাননি, যা বেশি অবাক করা।
রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন
ডিএনএ (DNA) গঠন থেকে শুরু করে জিন, সব কিছু নিয়েই গবেষণা করেছেন বিজ্ঞানী রোজালিন্ড ফ্র্যাঙ্কলিন। জিন সম্পর্কে বিশ্বকে বিশেষ বিশেষ তথ্য দিয়েছিন। কিন্তু যখনই নোবেল পুরস্কারের কথা এসেছে, তখন তার অবদান ভুলে যাওয়া হয়েছে।
নিকোলা টেসলা
গরম লাগলেই ঘরের এসিটা অন করা দেন। কিংবা সকালে ঘুম থেকেই উঠেই রেডিও-তে রাশিফল শুনে নেন, দিন কেমন যাবে, তা জানার জন্য। সেই এসি, বিভিন্ন বৈদ্যুতিক সিস্টেম এবং বেতার প্রযুক্তির ক্ষেত্রে নিকোল টেসলার অবদান রয়েছে। যদিও এত কিছু আবিষ্কারের পরেও তিনি নোবেল পুরস্কার পাননি।