Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

World Earth Day 2022: বিশেষ ডুডলে বিশ্ব বসুন্ধরা দিবস সেলিব্রেট করল গুগল, ফুটে উঠল মানব জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব

Google Doodle: বসুন্ধরা দিবসে একটি চমৎকার ডুডল তৈরি করেছে গুগল। এই নতুন ডুডলের মধ্যে দিয়ে গুগল বোঝাতে চেয়েছে, সারা বিশ্বে গত কয়েক দশক ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা নিয়ে মানুষের এখনই কতটা সচেতন হওয়া জরুরি, সেই বিষয়টি।

World Earth Day 2022: বিশেষ ডুডলে বিশ্ব বসুন্ধরা দিবস সেলিব্রেট করল গুগল, ফুটে উঠল মানব জীবনে জলবায়ু পরিবর্তনের প্রভাব
বসুন্ধরা দিবসে গুগল-এর সেই ডুডল!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 22, 2022 | 7:46 PM

বিশ্বের সমস্ত উল্লেখযোগ্য ও বিশেষ দিনগুলির বিশেষ ভাবে উদযাপন করে থাকে গুগল (Google) তার সৃজনশীল ডুডলের (Doodle) মধ্যে দিয়ে। ২২ এপ্রিল, ২০২২-এও তার অন্যথা হল না। ওয়ার্ল্ড আর্থ ডে (World Earth Day) বা বসুন্ধরা দিবসে একটি চমৎকার ডুডল তৈরি করেছে গুগল। এই নতুন ডুডলের মধ্যে দিয়ে গুগল বোঝাতে চেয়েছে, সারা বিশ্বে গত কয়েক দশক ধরে জলবায়ু পরিবর্তনের প্রভাব এবং তা নিয়ে মানুষের এখনই কতটা সচেতন হওয়া জরুরি, সেই বিষয়টি।

গুগল আর্থ দ্বারা সংগৃহীত চিত্রাবলীর একটি সংকলনের মাধ্যমে সময়-ব্যপ্তি তৈরি করা হয়েছে। ছবিটিতে প্রবাল প্রাচীর, হিমবাহ এবং সাধারণ সবুজ-সহ গ্রহের বেশ কয়েকটি অংশ দেখা গিয়েছে, যা কয়েক দশক ধরে দৃশ্যমানভাবে হ্রাস পেয়েছে।

আজকের গুগল ডুডলে আপনি যখন ক্লিক করবেন, তখন আপনার মনোযোগ জলবায়ু পরিবর্তনের দিকে নিয়ে এসে একটি টাইমল্যাপস দেখানো হবে। পাশাপাশি সেই সমস্যাটির সঙ্গে সংযুক্ত বিভিন্ন দিকও ব্যাখ্যা করবে ছবিটি। কী ঘটেছে, কী ঘটতে চলেছে এবং সাধারণ মানুষের উপরে তার প্রভাবই বা কী, তুলে ধরা হয়েছে সেই সব বিষয়।

জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে উল্লেখ করার সময় পেজটিতে লেখা হচ্ছে, “বিভিন্ন সময়ে উষ্ণ তাপমাত্রার সঙ্গে সঙ্গে আবহাওয়ার ধরন পরিবর্তন করছে এবং প্রকৃতির স্বাভাবিক ভারসাম্যকেও ব্যাহত করছে। এটি মানুষ এবং পৃথিবীর অন্যান্য সমস্ত ধরনের জীবনের জন্য অনেক ঝুঁকি তৈরি করে।”

গুগল আরও ব্যাখ্যা করেছে যে, পৃথিবীতে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ হল গ্রিনহাউস গ্যাস নির্গমন। জাতিসংঘের মতে, “গ্রিনহাউস গ্যাস নির্গমন পৃথিবীকে একটা কম্বলের আচ্ছাদনে মুড়ে ফেলেছে, যারা সূর্যের তাপকে আটকে রাখতে পারে। এটি বিশ্ব উষ্ণায়ন এবং জলবায়ু পরিবর্তনের দিকে পরিচালিত করে। রেকর্ড করা ইতিহাসের যে কোনও সময়ের চেয়েও বিশ্ব এখন আরও দ্রুত উষ্ণ হচ্ছে।”

ইউনাইটেড নেশনস অ্যাক্টনাও অনুযায়ী, ২০২২ সালের পৃথিবী দিবস উপলক্ষ্যে জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে এমন বেশ কয়েকটি উপায়ও বলা হয়েছে। মানুষকে বাড়িতে আরও শক্তি সঞ্চয় করতে, কাজের জন্য পাবলিক ট্রান্সপোর্টে যেতে এবং বেশি শাকসবজি এবং কম মাংস খেতেও উৎসাহিত করা হয়েছে।

ওয়ার্ল্ড আর্থ ডে প্রতি বছর ২২ এপ্রিল পালিত হয়। উদ্দেশ্য একটাই, আমাদের গ্রহের ক্ষতিকারক বিভিন্ন সমস্যা, বিশেষ করে, জলবায়ু পরিবর্তন এবং বৈশ্বিক উষ্ণতা সম্পর্কে সচেতনতা তৈরি করা। মানুষ যে ভাবে তাঁদের জীবনযাত্রায় আরও টেকসই হতে পারে এবং গ্লোবাল ওয়ার্মিং কমিয়ে দিতে পারে, সেদিকে দৃষ্টি আকর্ষণ করার জন্যও পৃথিবী দিবস পালিত হয়।

আরও পড়ুন: মঙ্গলগ্রহে সূর্যগ্রহণ, অবিশ্বাস্য ছবি প্রকাশ নাসার মার্স রোভার পারসিভের‍্যান্সের

আরও পড়ুন: এলিয়েনের পায়ের ছাপ মঙ্গলগ্রহের বুকে! নাসার ছবি নিয়ে হইচই

আরও পড়ুন: কাবাবের মহাকাশযাত্রা! বেলুনে বেঁধে মহাকাশে কাবাব পাঠালো তুরস্কের রেস্তোরাঁ