Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GB WhatsApp: আপনার অত্যন্ত গোপনীয় চ্যাট পড়ছে হোয়াটসঅ্যাপের ক্লোন অ্যাপ, রেহাই নেই ভিডিয়ো কলেও

WhatsApp Clone App Spying: বিগত চার মাস ধরে বিরাট অ্যান্ড্রয়েড স্পাইওয়্যার ডিটেকশনের বড় অংশ জুড়ে রয়েছে GB WhatsApp। এটি অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ, কিন্তু ক্লোন করা হোয়াটসঅ্যাপের থার্ড-পার্টি ভার্সন, যা হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীদের চ্যাট পড়ছে, ভিডিয়ো এবং অডিও কলিংয়েরও নাগাল পেয়ে যাচ্ছে।

GB WhatsApp: আপনার অত্যন্ত গোপনীয় চ্যাট পড়ছে হোয়াটসঅ্যাপের ক্লোন অ্যাপ, রেহাই নেই ভিডিয়ো কলেও
ভুলেও GB WhatsApp ব্যবহার করবেন না। প্রতীকী ছবি।
Follow Us:
| Edited By: | Updated on: Oct 10, 2022 | 1:18 PM

WhatsApp Clone App: ভারতই এমন একটা দেশ, যেখানে সবথেকে বেশি সংখ্যক ট্রোজান ডিটেকশনের ঘটনা ঘটে। এবার একটি নতুন রিপোর্ট থেকে জানা গেল, হোয়াটসঅ্যাপের একটি ক্লোন অ্যাপ, যা ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির থার্ড-পার্টি আনঅফিসিয়াল অ্যাপ, মানুষের চ্যাটে আড়ি পাতছে, এমনকি ভিডিয়ো কল থেকে শুরু করে ভয়েস কল, শুনতে এবং দেখতে পাচ্ছে সবই। সম্প্রতি সাইবার সিকিওরিটি ফার্ম ESET-এর তরফে এমনই সতর্কীকরণ বার্তা দেওয়া হয়েছে। সিকিওরিটি ফার্মটি জানাচ্ছে, বিগত চার মাস ধরে বিরাট অ্যান্ড্রয়েড স্পাইওয়্যার ডিটেকশনের বড় অংশ জুড়ে রয়েছে GB WhatsApp। এটি অত্যন্ত জনপ্রিয় একটি অ্যাপ, কিন্তু ক্লোন করা হোয়াটসঅ্যাপের থার্ড-পার্টি ভার্সন।

GB WhatsApp হল এমনই একটা অ্যাপ, যা হুবহু হোয়াটসঅ্যাপের মতো। তবে এখানে এমন অনেক অতিরিক্ত ফিচার ব্যবহার করা যেতে পারে, যা সাধারণ হোয়াটসঅ্যাপে দেখা যায় না। হোয়াটসঅ্যাপ এর আগে অনেকবার তার ব্যবহারকারীদের সতর্ক করেছে যে, ক্লোন অ্যাপগুলি ফোন থেকে ডিলিট করতে না হবে, না হলে সমূহ বিপদের সম্ভাবনা। এই ধরনের ম্যালিশিয়াস অ্যাপগুলিতে অডিও এবং ভিডিয়ো রেকর্ডিং সহ গুপ্তচরবৃত্তির ক্ষমতার বিস্তৃত পরিসর রয়েছে।

ওই সিকিওরিটি ফার্মের রিপোর্টে বলা হয়েছে, “ক্লোন করা অ্যাপটি গুগল প্লে স্টোরে উপলভ্য নয়। তাই, বৈধ হোয়াটসঅ্যাপের তুলনায় সেখানে কোনও নিরাপত্তাও নেই। বিভিন্ন ডাউনলোড ওয়েবসাইটে উপলব্ধ সংস্করণগুলি ম্যালওয়্যার দ্বারা সংক্রামিত থাকে।”

কীভাবে GB WhatsApp ম্যালওয়্যার ছড়ায়

আপনি যখনই অ্যাপটি ইনস্টল করবেন, ঠিক তখনই ব্যাকগ্রাউন্ডে ম্যালওয়্যার কোড দৌড়তে শুরু করবে। ইউজার কিন্তু তা ঘূণাক্ষরেও টের পাবেন না। তার থেকেও বড় কথা হল, এই ট্রোজ়ান ম্যালওয়্যারটি পরক্ষণেও নোটিসও করতে পারবেন না আপনি। কারণ, আপনার ফোনে এটি কোনও ছাপ ফেলে যায় না। কোনও চিহ্ন থাকে না যেখান থেকে আপনি এর উপস্থিতির টের পাবেন। এই ম্যালওয়্যার আপনার ফোনের প্রাত্যহিক পারফরম্যান্সে কোনও প্রভাব ফেলে না। খতরনাক অ্যাপটি যা করে, তা হল আপনার ফোন থেকে গোপনে ডেটা চুরি করে।

এই ধরনের ম্যালওয়্যার থেকে কীভাবে রেহাই মিলবে

1) এই ধরনের ভয়ানক ম্যালওয়্যার থেকে মুক্তি পাওয়ার সবথেকে বড় উপায় হল, ডিভাইসের ফুল ফ্যাক্টরি রিসেট করা। এর অর্থ হল, আপনার ফোনের সব ডেটা আপনাকে মুছে ফেলতে হবে।

2) হোয়াটসঅ্যাপের এই ধরনের মডিফায়েড ভার্সন কখনও ডাউনলোড করা উচিত নয়। একমাত্র যদি ডেভেলপার খোদ মডিফায়েড ভার্সন রিলিজ় করে, একমাত্র তখনই সেগুলি ব্যবহার করুন।

3) হোয়াটসঅ্যাপ সর্বদা গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরের মতো বৈধ জায়গাগুলি থেকে ডাউনলোড করবেন। বিপদের সম্ভাবনা থাকবে না।