নতুন গাড়ি কিনেছেন? এবার তাহলে সাজানোর পালা, খেয়াল রাখুন এই কয়েকটি জিনিস
প্রথমে লিস্ট বানিয়ে নিন যে কী কিনতে চান। তারপর ব্র্যান্ড বেছে নিন। সবশেষে কেনার আগে অবশ্য দরদাম করে নেবেন।
নতুন গাড়ি কিনেছেন? তাহলে এবার গাড়ি সাজানোর পালা। মনের মতো করে ঘর সাজানোর পাশাপাশি সঠিক ভাবে গাড়ি সাজানোও কিন্তু শিল্পের সমান। সিটের কভার, কার ফ্রেশনার থেকে শুরু করে আরও কত কী না রয়েছে। কিন্তু আপনার গাড়ি সাজানোর জন্য ঠিক কী কী কিনবেন, আর সেইসব জিনিস কেনার সময় কোন বিষয়ে খেয়াল রাখবেন সেই ব্যাপারে আপনাদের কিছু টিপস দেওয়ার চেষ্টা করলাম আমরা।
গাড়ি সাজানো এবং অ্যাকসেসরিজ কেনার সময় মাথায় রাখুন এইসব বিষয়
১। প্রথমেই মনে রাখবেন গাড়িতে জায়গা কিন্তু কম। তাই বাড়ি ভেবে একসঙ্গে অনেক জিনিস কিনে ফেলবেন না। এতে দেখতে খারাপ লাগবে। তবে আজকাল গুগল ম্যাপ রাস্তা চেনার জন্য ভরসা। তাই একটা ফোন স্ট্যান্ড কিনে নিন।
২। সিট কভারের ক্ষেত্রে চেষ্টা করবেন গাঢ় রঙ রাখতে। তাহলে সহজে ময়লা ধরবে না। বা ধরলেও বোঝা যাবে না।
৩। গাড়িতে অতি অবশ্যই কার ফ্রেশনার রাখুন। আর সময় পেলেই গাড়ি পরিষ্কার করুন। অন্তত সপ্তাহে একবার। কেবল বাইরের অংশে ঘষা-মাজা করলে হবে না। গাড়ির ভিতরের অংশের ধুলোবালিও পরিষ্কার করতে হবে।
৪। গাড়ির সামনের দিকে অংশে ছোট্ট শো-পিস রাখতে পারেন। দেখতে ভাল লাগে। তবে যাই রাখুন অল্পই রাখবেন। অথবা কোনও সুন্দর বার্তা লেখা চাবির রিং-ও ঝুলিয়ে রাখতে পারেন।
৫। গাড়ির পিছনে একটা বা দুটো ছোট কুশন রাখুন। কখনও প্রয়োজন হতেই পারে।
৬। খবরের কাগজ, টুকটাক স্ন্যাকস আর জলের বোতল গাড়িতে রাখবেন ঠিকই, তবে পরিপাটি করে গুছিয়ে রাখুন। নাহলে দেখতে খুবই খারাপ লাগে।
আরও পড়ুন- খুব তাড়াতাড়ি ভারতে লঞ্চ হতে পারে Yamaha FZ-X, দেখে নিন এই বাইকের সম্ভাব্য ফিচার
৭। যাঁদের রোদে সমস্যা হয়, তাঁরা রোদ আটকানোর জন্য বিভিন্ন শেডস আজকাল বাজারে কিনতে পাওয়া যায়, সেগুলো কিনে নিন।
৮। শুকনো কাপড়, টিস্যু পেপার গাড়িতে রাখুন। টিস্যু বক্স রেখে দেওয়া বুদ্ধিমানের কাজ। আর যদি কোনও ডাস্টার রাখেন, সেটা এমন জায়গাতেই রাখুন যাতে চট করে চোখে না পড়ে।
৯। প্রথমে লিস্ট বানিয়ে নিন যে কী কিনতে চান। তারপর ব্র্যান্ড বেছে নিন। সবশেষে কেনার আগে অবশ্য দরদাম করে নেবেন।