UPI পেমেন্টে লাগু হয়ে গেল এই নতুন নিয়ম, অনলাইনে টাকা দিলেই প্রচুর লাভ
UPI Payment: UPI পেমেন্টের বড় সুবিধা ভারতে ক্রমাগত বাড়ছে। UPI পেমেন্ট সীমা 5 লক্ষ টাকার পরে, PhonePe, Google Pay, Paytm-এর মতো পেমেন্ট প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা এই বিরাট সুবিধা পাবেন। PhonePe ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর পরে Google Pay এবং তারপরে Paytm রয়েছে তিন নম্বরে।
কোথাও কিছু কিনতে গেলেই প্রথমে পকেট থেকে মানি ব্যাগটা বের না করে, আগেই OR কোডের দিকে চোখ রাখেন। এমন অনেকেই আছেন, যারা কথায় কথায় অনলাইন পেমেন্ট করেন। সেই তালিকায় আপনি নিজেও আছেন? তাহলে আপনার জন্য একটি সুখবর রয়েছে। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া অর্থাৎ NPCI RBI-এর অনুমোদনের পরে UPI পেমেন্ট সীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ, এখন ব্যবহারকারীরা একদিনে সর্বোচ্চ 5 লাখ টাকা UPI পেমেন্ট করতে পারবেন। বহুদিন ধরেই ইউপিআই পেমেন্টের সীমা যাতে বাড়ানো হয়, তার দাবি করা হয়েছিল। অবশেষে তা কার্যকর করা হয়েছে।
কারা এই সুবিধা পাবে?
5 লক্ষ টাকার UPI পেমেন্ট সীমার সুবিধা মেডিক্যাল এবং শিক্ষা ক্ষেত্রে পাওয়া যাবে। অর্থ, আপনি যদি একসঙ্গে এতগুলো টাকা উপরুক্ত কারণ ছাড়াই কাউকে পাঠাতে চান, তাহলে পারবেন না। যদি হাসপাতালে পেমেন্ট করতে চান বা শিক্ষার জন্য পেমেন্ট করতে চান, তাহলে আপনি একদিনে 5 লাখ টাকার UPI পেমেন্ট করতে পারবেন। এখনও পর্যন্ত এই সীমা ছিল 1 লক্ষ টাকা। সেই টাকাই বাড়িয়ে 5 লক্ষ করা হয়েছে।
কবে থেকে কার্যকর হবে নতুন নিয়ম?
UPI পেমেন্টের সীমা বাড়িয়ে 5 লক্ষ টাকা করার নিয়ম আজ অর্থাৎ 10 জানুয়ারি, 2024 থেকে কার্যকর হবে। অর্থাৎ আপনি যদি PhonePe, Google Pay, Paytm-এর মতো পেমেন্ট অ্যাপ ব্য়বহার করেন, তাহলে 10 জানুয়ারি থেকেই এই সুবিধা পেয়ে যাবেন।
PhonePe, Google Pay, Paytm
UPI পেমেন্টের বড় সুবিধা ভারতে ক্রমাগত বাড়ছে। UPI পেমেন্ট সীমা 5 লক্ষ টাকার পরে, PhonePe, Google Pay, Paytm-এর মতো পেমেন্ট প্ল্যাটফর্মের ব্যবহারকারীরা এই বিরাট সুবিধা পাবেন। PhonePe ভারতে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। এর পরে Google Pay এবং তারপরে Paytm রয়েছে তিন নম্বরে।