‘ইউজারদের ব্যক্তিগত তথ্য গোপনেই থাকবে’, সমালোচনার ঝড়ে দাবি হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের
আজ মঙ্গলবার ফেসবুক অধিকৃত সংস্থা হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে প্রাইভেসি পলিসির পরিবর্তনের জেরে কোনওভাবেই ইউজারদের ব্যক্তিগত মেসেজ ফাঁস হবে না।
হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসিতে পরিবর্তন আসতে চলেছে। আর তার জেরে নাকি ইউজারদের ব্যক্তিগত তথ্য শেয়ার হয়ে যাবে সোশ্যাল মিডিয়ার অন্যতম শক্তিশালী মাধ্যম ফেসবুকে। গত কয়েকদিন ধরেই সব জায়গায় শোনা যাচ্ছিল এই খবর। এই প্রসঙ্গে নানা মুনির নানা মত থাকলেও এতদিন চুপ ছিলেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। এবার সব অভিযোগের জবাব দিলেন তাঁরা।
আজ মঙ্গলবার ফেসবুক অধিকৃত সংস্থা হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে প্রাইভেসি পলিসির পরিবর্তনের জেরে কোনওভাবেই ইউজারদের ব্যক্তিগত মেসেজ ফাঁস হবে না। বরং আগের মতোই ‘এন্ড টু এন্ড এনক্রিপশন’-এর মাধ্যমে সমস্ত ধরণের চ্যাটের গোপনীয়তা বজায় রাখবে হোয়াটসঅ্যাপ। ইউজারদের ব্যক্তিগত চ্যাট, গ্রুপ চ্যাট কিংবা ভয়েস কল কোনও কিছুই ফাঁস হওয়ার সম্ভাবনা নেই। বরং ইউজারদের সমস্ত অ্যাকটিভিটি সুরক্ষিত এবং গোপনীয় থাকবে।
We want to address some rumors and be 100% clear we continue to protect your private messages with end-to-end encryption. pic.twitter.com/6qDnzQ98MP
— WhatsApp (@WhatsApp) January 12, 2021
প্রসঙ্গত, হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছিল আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যে তাদের প্রাইভেসি পলিসির আপডেট এবং নতুন টার্মস অ্যান্ড কন্ডিশন না মানলে ইউজারদের অ্যাকাউন্ট ডিলিট হতে পারে। এর পর থেকেই হোয়াটসঅ্যাপের আপডেটেড প্রাইভেসি পলিসি নিয়ে বিস্তর জল্পনা শুরু হয়েছিল। রটে গিয়েছিল নানা খবর। অবশেষে সেই সবের বিরুদ্ধে সরব হয়েছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ।
সম্প্রতি হোয়াটসঅ্যাপের তরফে একটি টুইট করে বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে। নিজেদের ওয়েবসাইটেও একটি এফএকিউ পেজ প্রকাশ করেছে তারা। সেই সঙ্গে স্পষ্ট ভাবে জানানো হয়েছে, হোয়াটসঅ্যাপ কিংবা ফেসবুক, কোনও ক্ষেত্রেই ইউজারদের মেসেজ কেউ পড়তে পারবে না। শোনা যাবে না কোনও কল-ও। হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের দাবি তাঁদের নতুন প্রাইভেসি পলিসি বা আপডেট কোনও ভাবেই ইউজারদের ব্যক্তিগত মেসেজ বা কলের ক্ষেত্রে গোপনীয়তা নষ্ট করবে না। আগের মতোই একই ভাবে ইউজারদের ব্যক্তিগত তথ্য সুরক্ষিত থাকবে।
Our privacy policy update does not affect the privacy of your messages with friends or family. Learn more about how we protect your privacy as well as what we do NOT share with Facebook here: https://t.co/VzAnxFR7NQ
— WhatsApp (@WhatsApp) January 12, 2021
লোকেশন শেয়ারের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপের তরফে জানানো হয়েছে একজন ইউজার যে নির্দিষ্ট ব্যক্তিকে নিজের লোকেশন শেয়ার করছেন তিনি ছাড়া আর কেউ সেটা দেখতে পারবেন না। এন্ড টু এন্ড এনক্রিপশনের মাধ্যমে সবটাই গোপনীয় থাকবে। আর ফোন নম্বর শেয়ার হওয়ার ক্ষেত্রে হোয়াটসঅ্যাপের বক্তব্য, একজন ইউজার অনুমতি দিলে তবেই হোয়াটসঅ্যাপ সেই ইউজারের মোবাইল নম্বর অ্যাকসেস করে। সেটাও শুধুমাত্র ফাস্ট মেসেজিংয়ের জন্য। অন্য কোনও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে ওই ইউজারের ব্যক্তিগত ফোন নম্বর হোয়াটসঅ্যাপের তরফে শেয়ার করা হয় না।
গ্রুপ চ্যাট কিংবা অন্যান্য মেসেজের ক্ষেত্রেও ইউজারদের সমস্ত ব্যক্তিগত তথ্য গোপনেই থাকবে। কোনও সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মেই হোয়াটসঅ্যাপ তাদের ইউজারদের যাবতীয় ডেটা শেয়ার করে না। সব তথ্যই এনক্রিপটেড থাকবে।