গুগল সার্চ করলেই পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপের প্রাইভেট গ্রুপ! যে কেউ দেখতে পাচ্ছেন চ্যাট

২০১৯ সালের নভেম্বরের পর ২০২১ সালের শুরুতেই আবার এই সমস্যা দেখা দিয়েছে।

গুগল সার্চ করলেই পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপের প্রাইভেট গ্রুপ! যে কেউ দেখতে পাচ্ছেন চ্যাট
দেড় হাজারেরও বেশি গ্রুপ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়।
Follow Us:
| Updated on: Jan 11, 2021 | 11:39 AM

গুগল সার্চে ফের দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপের প্রাইভেট গ্রুপ। এর ফলে যে কেউ এই গ্রুপ খুঁজে সেখানে জয়েন করে প্রাইভেট চ্যাট দেখতে পাবেন। শুধু গুগলে সার্চ করলেই এটা সম্ভব। এর আগে ২০১৯ সালে একবার এমন সমস্যা দেখা গিয়েছিল। সাময়িক ভাবে সমস্যা দেখা দিলেও গত বছর এই সমস্যার সমাধান করা সম্ভব হয়েছিল। কিন্তু ফের নতুন করে একই জিনিস হওয়ায় চিন্তায় পড়েছেন ইউজাররা। পরিস্থিতি এমন জায়গায় দাঁড়িয়েছে যে গুগলে সামান্য সার্চ করলেই ইউজারদের ফোন নম্বর, প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপ, তার চ্যাট, ইউজারের প্রোফাইল পিকচার সবই পাওয়া যাবে নিমেষে। যে কেউ এইসব তথ্য দেখতে পারবেন। বিশ্বের যে কোনও প্রান্তের ছড়িয়ে পড়তে পারে ইউজারের ব্যক্তিগত তথ্য।

হোয়াটসঅ্যাপ গ্রুপ চ্যাটের ইন্ডেক্সিং অ্যালাউয়ের মাধ্যমেই এই সমস্যা তৈরি হয়েছে। এর ফলে নেট দুনিয়ায় ফাঁস হয়েছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন প্রাইভেট গ্রুপ। কেউ চাইলে কেবলমাত্র গুগলে সার্চ করেই ওইসব গ্রুপের লিঙ্ক পেয়ে সেখানে ঢুকে পড়তে পারবেন। গ্রুপে থাকা সদস্যদের ফোন নম্বর, প্রোফাইল পিকচার তো দেখতে পাবেনই। সেই সঙ্গে জানতে পারবেন ওই গ্রুপে কী কী নিয়ে আলোচনা চলছে এবং কী পোস্ট করা হয়েছে।

২০১৯ সালের নভেম্বরের পর ২০২১ সালের শুরুতেই আবার এই সমস্যা দেখা দিয়েছে। গুগলে সার্চ করলে পাওয়া যাচ্ছে হোয়াটসঅ্যাপের বিভিন্ন প্রাইভেট গ্রুপের লিঙ্ক। দেড় হাজারেরও বেশি গ্রুপ ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায়। এমনিতেই হোয়াটসঅ্যাপের প্রাইভেসি পলিসির আপডেট নিয়ে যথেষ্ট চিন্তায় রয়েছেন ইউজাররা। শোনা যাচ্ছে ওই আপডেট অ্যাকসেপ্ট করলে নাকি যে নম্বরের সঙ্গে ইউজারের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সংযুক্ত সেই নম্বর ফেসবুকে শেয়ার হয়ে যাবে। এদিকে আপডেটেড প্রাইভেসি পলিসি না মানলে আবার ৮ ফেব্রুয়ারির পর অ্যাকাউন্ট ডিলিটও হয়ে যেতে পারে। এই সমস্যার মাঝেই নতুন করে দেখা দিয়েছে আরও একটি সমস্যা। স্বভাবতই প্রশ্নের মুখে পড়েছে ইউজারদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা।