প্রাইভেসি পলিসি, সার্ভিস টার্মে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ, নিয়ম না মানলে বাতিল হবে অ্যাকাউন্ট

“WhatsApp is updating its terms and privacy policy” মঙ্গবার সকাল থেকেই এই নোটিফিকেশন পেয়েছেন অসংখ্য গ্রাহক।

প্রাইভেসি পলিসি, সার্ভিস টার্মে পরিবর্তন আনছে হোয়াটসঅ্যাপ, নিয়ম না মানলে বাতিল হবে অ্যাকাউন্ট
জানা গিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি এই আপডেটেড সাইর্ভিস এবং প্রাইভেসি পলিসি লাইভ হবে।
Follow Us:
| Updated on: Jan 06, 2021 | 2:21 PM

প্রাইভেসি পলিসি এবং সার্ভিস টার্মস-এ বেশ কিছু পরিবর্তন আনতে চলেছে হোয়াটসঅ্যাপ। ফেসবুক অধিকৃত এই কোম্পানি গ্রাহকদের সুরক্ষার স্বার্থেই এই পদক্ষেপ নিয়েছে বলে অনুমান করা হচ্ছে। আরও ভাল ভাবে গ্রাহকদের পরিষেবা দেওয়ার জন্যই এই পরিবর্তন প্রয়োজন। প্রাইভেসি পলিসি আপডেট হওয়ার ফলে হোয়াটসঅ্যাপের বিভিন্ন ফিচারে বেশ কিছু পরিবর্তন ইতিমধ্যেই নজরে এসেছে। অ্যাপের তরফেই নোটিস পাঠিয়ে অ্যানড্রয়েড এবং আইফোন ব্যবহারকারীদের এর মধ্যেই গোটা ব্যাপারটা জানানো হয়েছে।

“WhatsApp is updating its terms and privacy policy” মঙ্গবার সকাল থেকেই এই নোটিফিকেশন পেয়েছেন অসংখ্য গ্রাহক। অনেকে সাতসকালেই পেয়েছিলেন বার্তা। কেউ বা বেলা গড়ানোর মেসেজ পেয়েছেন। বেশ কিছু বিষয় উল্লেখ রয়েছে এই নোটিফিকেশনে। জানা গিয়েছে, আগামী ৮ ফেব্রুয়ারি এই আপডেটেড সার্ভিস এবং প্রাইভেসি পলিসি লাইভ হবে। গ্রাহকদের তার আগে পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নিয়ম না মানলে ডিলিট হতে পারে আপনার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট। হোয়াটসঅ্যাপের আপডেটেড প্রাইভেস এবং সার্ভিস পলিসি অ্যাকসেপ্ট না করলে ৮ ফেব্রুয়ারির পর থেকে গ্রাহকরা আর হোয়াটস অ্যাপ ব্যবহার করতে পারবেন না।

নিজেদের ওয়েবসাইটেও এ ব্যাপারে বিস্তারিত বিবরণ দিয়েছেন হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। গ্রাহকের লোকেশন ইনফরমেশনের পাশাপাশি ট্রানজাকশন এবং পেমেন্ট সংক্রান্ত তথ্য ও গুরুত্বপূর্ণ ডেটা কালেকশনের ক্ষেত্রে বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে বলে জানা গিয়েছে। নিজেদের ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছেন, “আমাদের সার্ভিসে অনেক অপশন রয়েছে। যার মধ্যে কোনও একটা গ্রাহক ব্যবহার করলে কর্তৃপক্ষের দায়িত্ব থাকে সেই ফিচার সংক্রান্ত অতিরিক্ত তথ্য সংগ্রহ করা। তারপরেই পরিষেবা দেওয়া হয়। এবার থেকে নতুন নিয়ম অনুযায়ী এইসব পরিষেবা পেতে হলে হোয়াটসঅ্যাপের আপডেট হওয়া প্রাইভেসি পলিসির সঠিক ব্যবহার করতে হবে গ্রাহকদের। নাহলে ডিলিট হয়ে যাবে আপনার অ্যাকাউন্ট। ফোনের সেটিংস অপশনে গিয়ে পারমিশন বা অনুমতি দিলে তবেই আপনাকে নির্দিষ্ট পরিষেবা দেবে হোয়াটসঅ্যাপ।