World Telecommunication Day 2021: প্রতিবছর ১৭ মে পালিত হয় এই বিশেষ দিন
World Telecommunication Day : ১৯৬৯ সাল থেকে পালিত হচ্ছে এই 'ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে'।
ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে। প্রতি বছর ১৭ মে এই বিশেষ দিন পালিত হয় বিশ্বজুড়ে। ১৯৬৯ সাল থেকে পালিত হচ্ছে এই ‘ওয়ার্ল্ড টেলিকমিউনিকেশন অ্যান্ড ইনফরমেশন সোসাইটি ডে’। মূলত ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন বা আইটিইউ- র প্রতিষ্ঠা এবং প্রথম আন্তর্জাতিক টেলিগ্রাফ কনভেনশন স্বাক্ষর (১৮৬৫) হিসাবে এই বিশেষ দিন পালিত হয়।
চলতি বছর এই দিনের গুরুত্ব নিঃসন্দেহে অনেকটাই বেশি। কারণ কোভিড পরিস্থিতিতে টেলি যোগাযোগ এবং সঠিক তথ্য পাওয়া সমাজের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা গত একবছর বেশ ভালভাবেই বোঝা গিয়েছে। আজকাল তো বিভিন্ন অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষ কোভিড টেস্টের সেন্টার, কোন হাসপাতালে বেড এবং অক্সিজেনের ব্যবস্থা কেমন, কোথায় ভ্যাকসিন দেওয়া হচ্ছে… এই সবই জানতে পারেন। অনলাইনেই চিকিৎসকের পরামর্শও নেওয়া সম্ভব হচ্ছে এখন। আমজনতার দৈনন্দিন জীবনের সঙ্গে ওতোপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে, টেলিকমিউনিকেশন এবং ইনফরমেশন, এই দু’টি শব্দ।