অত্যাধুনিক স্মার্টগ্লাস আনতে চলেছে শাওমি, শোনা যাবে গানও!

আর পাঁচটা স্মার্টগ্লাসের থেকে অনেকটাই আলাদা হবে শাওমির এই স্মার্টগ্লাস।

অত্যাধুনিক স্মার্টগ্লাস আনতে চলেছে শাওমি, শোনা যাবে গানও!
সূত্রের খবর, ভিজ্যুয়াল সিগন্যালের পাশাপাশি এই স্মার্টগ্লাসে ধরা পড়বে সাউন্ড সিগন্যালও।
Follow Us:
| Updated on: Feb 04, 2021 | 9:17 PM

স্মার্টফোনের পর এবার স্মার্টগ্লাস আনতে চলেছে শাওমি। এমনিতে শাওমির একাধিক গ্যাজেট ইতিমধ্যেই জনপ্রিয়। ইয়ারফোন, হেডফোন, ব্লুটুথ হেডসেট, পাওয়ার ব্যাঙ্ক সবই রয়েছে তালিকায়। এবার স্মার্টগ্লাসও আনতে চলেছে শাওমি। সূত্রের খবর, এই স্মার্টগ্লাসে থাকবে অত্যাধুনিক প্রযুক্তি। যার সাহায্যে ৪ডি ডিটেকশনের পাশাপাশি therapeutic সিগন্যাল পাওয়া যাবে। এছাড়াও এই স্মার্টগ্লাসের সাহায্যে ফটোথেরাপি সম্ভব। অর্থাৎ আর পাঁচটা স্মার্টগ্লাসের থেকে অনেকটাই আলাদা হবে শাওমির এই স্মার্টগ্লাস।

therapeutic সিগন্যাল থাকার ফলে শাওমির এই স্মার্টগ্লাসের সাহায্যে মানুষের মস্তিষ্কের বিভিন্ন রোগ এবং মানসিক সমস্যা যেমন- অবসাদ, উত্তেজনা, চোখের ক্লান্তি এইসব সমস্যার সমাধান সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। আইটি হোম-এর একটি প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে। ওই রিপোর্টে আরও বলা হয়েছে যে, এই স্মার্টগ্লাসের মাধ্যমে আল্ট্রা ভায়োলেট, ইনফ্রারেড, লেসার এবং ভিসিবেল (দৃশ্যনীয়) সিগন্যাল—- আলোর এইসব সিগন্যাল কাজ করবে।

শাওমির এই স্মার্টগ্লাসে কেবল দেখার কাজই হবে না। শোনা যাবে গানও। সূত্রের খবর, ভিজ্যুয়াল সিগন্যালের পাশাপাশি এই স্মার্টগ্লাসে ধরা পড়বে সাউন্ড সিগন্যালও। তবে কীভাবে এই স্মার্টগ্লাসের সাহায্যে গান শোনা যাবে বা এই স্মার্টগ্লাস আর কী কী কাজে লাগবে, সেই ব্যাপারে এখনও বিস্তারিত বিবরণ জানা যায়নি। তবে শোনা গিয়েছে, সম্প্রতি শাওমি যে পেটেন্ট নিয়ে কাজ শুরু করেছে তারই প্রোডাক্ট হতে চলেছে এই অত্যাধুনিক স্মার্টগ্লাস। তবে কবে এই গ্যাজেট লঞ্চ হবে সেই ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।