Ashneet Grover: মোদীর সিদ্ধান্তে ক্ষোভ, রাজনীতিতে গ্রোভার?
কেন্দ্র সরকারের জিএসটি কাউন্সিলের বৈঠক হয় সম্প্রতি। বৈঠকে ক্যাসিনো, অনলাইন গেম ও ঘোড়দৌড়ে ২৮% জিএসটি বসেছে। ভারত পে ও ক্রিকেট পের প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভার এই সিদ্ধান্তকে ফ্যান্টাসি গেমিং এর মৃত্যুর পরোয়ানা বলেন। অশনীর গ্রোভার বলছেন কেউ ১০০টাকা দিয়ে ফ্যান্টাসি গেম খেললে।
কেন্দ্র সরকারের জিএসটি কাউন্সিলের বৈঠক হয় সম্প্রতি। বৈঠকে ক্যাসিনো, অনলাইন গেম ও ঘোড়দৌড়ে ২৮% জিএসটি বসেছে। ভারত পে ও ক্রিকেট পের প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভার এই সিদ্ধান্তকে ফ্যান্টাসি গেমিং এর মৃত্যুর পরোয়ানা বলেন। অশনীর গ্রোভার বলছেন কেউ ১০০টাকা দিয়ে ফ্যান্টাসি গেম খেললে। তাঁকে প্রথমেই ২৮% জিএসটি দিতে হবে তারপর ৫৪ টাকা জিতলেও তাতে ৩০% টিডিএস দিতে হবে। এর কোনও মানে হয় না বলছেন গ্রোভার। তাঁর মতে ভারতের গেমিং ইন্ডাস্ট্রি ১০০০ কোটি ছুঁতে পারত কিন্তু এই বর্ষায় সব ধুয়ে মুছে সাফ। বিশ্বে স্টার্টআপদের স্বীকৃতি পেতে রাজনীতিতে ঢুকতে হবে উদ্যোগীদের। স্টার্টআপ উদ্যোগীরা রাজনীতিতে থাকলে এসব নিয়ম তৈরির সময়ে তাঁরা বিরোধিতা করতে পারবেন। অনেকের অনুমান এবার রাজনীতিতে আসছেন অশনীর গ্রোভার। কিছুদিন আগের একটি ভাইরাল ভিডিয়োয় অশনীর গ্রোভারকে দেখা যায়। সেখানে তিনি বলছিলেন রাজনীতিবিদ হলে তিনি প্রথমে কর কমানোয় নজর দেবেন। ৪০% নয় ১০-১৫ % করের বোঝা থাকা উচিত সবার ওপরে। বর্তমান পরিস্থিতিতে আবার প্রাসঙ্গিক হয়েছে সেই পুরনো ভিডিয়ো। নেটিজেনদের ধারনা সরকারের সিদ্ধান্তের বিরোধিতা করে রাজনৈতিক ক্ষেত্রে মাটি শক্ত করতে চান গ্রোভার।