Mobile Data: নিমেষে শেষ হয়ে যাচ্ছে মোবাইলের ডেটা, এই পদ্ধতি ব্যবহার করলেই বাজিমাৎ
কিছু ব্যবহার না করেই শেষ হয়ে যাচ্ছে মোবাইল ফোনের ডেটা? মোবাইলের ডেটা বাঁচাতে ব্যবহার করতে পারেন এই পদ্ধতি।
সারাদিন Facebook, WhatsApp কিছুই করেননি,অথচ ৫০% ডেটা শেষ হয়ে গিয়েছে। তার জন্য আপনি টেলিকম কোম্পানিগুলিকে ফোন করে দোষ দিতে থাকেন।এর জন্য আপনার টেলিকম কোম্পানি দায়ী নয়।আপনার বিশেষ কিছু ছোট ছোট ভুলের জন্য,ডেটা ব্যবহার না করেও শেষ হয়ে যায়।আপনার অটো আপডেট ফিচারটি বন্ধ করা উচিত।যখন ফোনের সঙ্গে Wi-Fi সংযুক্ত থাকবে,তখনই আপনার ফোনটি আপডেট করে নিন।গুগল ম্যাপ পরিষেবা ব্যবহার করলে,আপনার মোবাইল ডেটা শীঘ্রই শেষ হয়ে যাওয়ার সম্ভাবনা।গুগলসহ ম্যাপ সার্ভিসের নেভিগেশন সার্ভিস ব্যাকগ্রাউন্ডে চালু থাকে,যার কারণে ডেটা শীঘ্রই শেষ হয়ে যায়।গেমিং অ্য়াপও আপনার ডেটা দ্রুত খরচ হয়।এমন পরিস্থিতিতে অফলাইন গেম না খেলাই ভাল।এইচডি ভিডিয়ো দেখলে দ্রুত ডেটা খরচ হয়।ইউটিউবে গান শোনার সময় ভিডিয়োর রেজোলিউশন কমানো উচিত।ই-কমার্স সাইটগুলিও আপনার ফোনের ডেটাকে দ্রুত খরচ করে দেয়।