Phone Call By Dog On Guptipara News: ফোন করল সারমেয়!
পঞ্চায়েত অফিসে আটকে পরেছিল সারমেয়,ফোন করে তাকে উদ্ধার করতে বলল!অবাক কান্ড গুপ্তিপাড়ায়।
পঞ্চায়েত অফিসে আটকে পরেছিল সারমেয়,ফোন করে তাকে উদ্ধার করতে বলল!অবাক কান্ড গুপ্তিপাড়ায়। হুগলির গুপ্তিপাড়া-১ নং গ্রাম পঞ্চায়েতের বিদায়ী উপ প্রধান বিশ্বজিৎ নাগের কাছে গতকাল রাতে একটি ফোন আসে।পঞ্চায়েতের ল্যান্ড লাইন নম্বর থেকে সেই ফোন আসায় অবাকই হন তিনি।কারন পঞ্চায়েত অফিস তখন বন্ধ ছিল।ফোন রিসিভ করে হ্যালো বলেন দু তিন বার কোনো সারা নেই।কিছুক্ষন চুপ থাকার পর হঠাৎ একটি সারমেয়র কান্না ভেসে আসে।প্রথমে বুঝতে পারেন না বিশ্বজিৎ বাবু।ব্যাপারটা কি।ফোনের অপর প্রান্ত থেকে তখন নাগারে ভউউউউ স্বরে সারমেওটি কান্নাকাটি করছে।লোকজন ডেকে বিশ্বজিৎ নাগ পৌঁছে যান পঞ্চায়েতে।অফিসের তালা খুলতেই সারমেয়টি ঘর থেকে বেরিয়ে চলে যায়। বিশ্বজিৎ বলেন,পঞ্চায়েতের ফোনটি হটলাইন করা আছে তার মোবাইলের সঙ্গে।কেউ হাত দিলেই মেসেজ চলে আসে।সারমেয়টি কোনো ভাবে ফোনটি ধরে।ডাক দিয়ে জানান দেয় সে আটকে পরেছে।আমরা গিয়ে তাকে উদ্ধার করি।গুপ্তিপাড়া-১ পঞ্চায়েত অফিসের সামনে এগারোটি কুকুর সব সময় থাকে।তাদের মধ্যে একটি কোনো ভাবে ঘরে আটকে পরে।রাত হয়ে গেলে সে বুঝতে পারে দল ছুট হয়ে গেছে এবং ঘরে আটকে পরেছে।বুদ্ধি কাজে লাগিয়ে ফোনে সংকেত দেয়।গ্রামের লোকজনও অবাক তার এই কান্ডে।