Viral Video: রাস্তায় হঠাৎ লাল জলের বন্যা, গোটা এলাকায় বইছে 22 লাখ লিটার রেড ওয়াইন; দেখুন ভিডিয়ো

Latest Viral Video: 22 লাখ লিটার রেড ওয়াইনের ক্ষতি হয়েছে। ক্ষেতে অ্যালকোহলের কারণে যে মাটি নষ্ট হয়ে গিয়েছে, তা নিয়ে যাওয়া হয়েছে বিশেষ শোধনাগারে। বলা হচ্ছে 22 লাখ লিটার রেড ওয়াইন নষ্ট হয়েছে।

Viral Video: রাস্তায় হঠাৎ লাল জলের বন্যা, গোটা এলাকায় বইছে 22 লাখ লিটার রেড ওয়াইন; দেখুন ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Sep 12, 2023 | 8:45 PM

উত্তরবঙ্গ সহ ভারতের বিভিন্ন এলাকা বন্যার কবলে পড়েছে। আর তার অনেক ভিডিয়ো প্রায়ই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। কখনও কাউকে বন্যার জলে নৌকা করে যেতে দেখা যাচ্ছে। আবার কখনও বন্যায় কারও বাইক তলিয়ে যেতে দেখা যাচ্ছে। তবে এবার এমন একটি ভিডিয়ো সামনে এসেছে, যা দেখে চোখ কপালে ওঠার জোগাড় অধিকাংশ নেটিজ়েনের। বন্যার অনেক ভিডিয়োই তো আপনি দেখেছেন। কিন্তু কখনও লাল রঙের বন্যার জল বয়ে যেতে দেখেছেন? শুনেই চমকে গেলেন তো? আদতেই এমনটা হয়েছে। আর এই ভিডিয়ো দেখে অনেকেই অবাক হয়েছেন। অনেক ব্যবহারকারীরা ভাবছেন যে, এটি রক্তের বয়ে যাওয়া জল কি না। তবে এ জল রক্তের নয়, এই বয়ে যাওয়া জল কোনও নদীর নয়। ভাইরাল ভিডিয়োটি পর্তুগালের একটি উপকূলীয় গ্রামের। সাও লরেঞ্জো দে বাইরোর রাস্তায় আপনি যে লাল রঙের জল দেখতে পাচ্ছেন তা জল নয়, লাল ওয়াইন। অর্থাৎ লাল ওয়াইন ওভাবে বয়ে যাচ্ছে।

পর্তুগালের একটি ওয়াইনারির দু’টি ট্যাঙ্কে আচমকা বিস্ফোরণ ঘটে, যার ফলে সাও লরেঞ্জো দে বাইরোর একটি গ্রামের রাস্তায় হঠাৎ করে 6,00,000 গ্যালন রেড ওয়াইন বয়ে যেতে শুরু করে। রাস্তায় প্রবল বেগে বয়ে চলা এই রেড ওয়াইন দেখে মানুষও হতবাক হয়ে যায়। এই ঘটনার একটি ভিডিয়োটি এখন ইন্টারনেটে ভাইরাল হয়েছে। যেখানে রাস্তায় নদীর মতো ওয়াইন বয়ে যেতে দেখা যাচ্ছে।

22 লাখ লিটার রেড ওয়াইনের ক্ষতি হয়েছে। ক্ষেতে অ্যালকোহলের কারণে যে মাটি নষ্ট হয়ে গিয়েছে, তা নিয়ে যাওয়া হয়েছে বিশেষ শোধনাগারে। বলা হচ্ছে 22 লাখ লিটার রেড ওয়াইন নষ্ট হয়েছে। তবে সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। ভিডিয়োটি সামনে আসতেই অনেকে অনেক কমেন্ট করেছেন। কেউ বলেছেন, “আমি তো ভাবতেই পরাছি না কোম্পানিটির কত বড় ক্ষতি হয়ে গেল।”