Viral Video: গাড়ির দরজা খুলে বসতে যাচ্ছিল ভাল্লুক, বিশাল একটা চিৎকার আর তারপর…
Bear's Viral Video: মার্সিডিজ়কে দেখে একটি ভাল্লুকের মন বিচলিত হবে, এমনটা কি মানা যায়? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে।
Latest Viral Video: বন্যপ্রাণী সম্পর্কিত অনেক ভিডিয়োই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল হয়, তার মধ্যে এমন অনেক ভিডিয়ো থাকে, যা দেখলে আপনার হাসি থামতে চাইবে না। আবার কখনও কখনও কিছু ভিডিয়ো (Viral) এমনও থাকে, যা আতঙ্ক সৃষ্টি করে। আবার কোনও ভিডিয়ো এতটাই মজার হয় যে, আপনি বার-বার তা দেখতে চাইবেন। রাস্তায় একটি ভাল দামি গাড়ি পার্ক করা থাকলে, বা চললে আপনার নিশ্চয়ই চোখ যায়। আর যাবে নাই বা কেন! আপনার পাশ থেকে একটি মার্সিডিজ় (Mercedes) গেলে আপনার সেদিকে চোখ যেতে বাধ্য়। গাড়িটি যেমন সুন্দর তেমনই দামি এবং অত্যন্ত বিলাসবহুল। কিন্তু তা বলে মার্সিডিজ়কে দেখে একটি ভাল্লুকের মন বিচলিত হবে, এমনটা কি মানা যায়? বর্তমানে সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে একটি ভাল্লুক রাস্তায় পার্ক করা মার্সিডিজ়কে দেখে তাতে ওঠা থেকে লোভ সামলাতে পারল না। এমনভাবে গাড়ির দরজা খুলল যেন এক্ষুনি গাড়িটি সে চালিয়ে ফেলবে। ভিডিয়োটি দেখে অধিকাংশ নেটিজেন হাসি চেপে রাখতে পারেননি।
View this post on Instagram
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ভাল্লুক জঙ্গলের মধ্য়ে থেকে রাস্তায় বেরিয়ে এসেছে। আর তার নজর পড়েছে রাস্তায় পার্ক করে রাখা মার্সিডিজ়ের উপর। প্রথমে ভাল্লুকটি গাড়িটির কাছে গিয়ে দাঁড়াল। আর তারপরেই আর লোভ সামলাতে না পেরে দরজা খুলে তাতে বসতে যাচ্ছিল। ব্য়াস! আর তখনই দূর থেকে কয়েকজন তা লক্ষ করে চিৎকার করতে শুরু করল। চিৎকার শুনে চমকে উঠল ভাল্লুকটি। অতঃপর গাড়িতে বসার অভিপ্রায় ত্যাগ করে সে উঠে দাঁড়াল। আর তাঁরা আরও জোরে চিৎকার করতে লাগল তাকে ভয় দেখানোর জন্য়। চিৎকার শুনে ভালুকের অবস্থা দেখে মনে হল, কোন শিশু চুরি করতে গিয়ে ধরা পড়েছে। অবশেষে ভাল্লুকটি ভয়ে পালিয়ে গেল। তাকে দেখে মনে হচ্ছিল, ভয় না দেখালে সে বুঝি গাড়িটি চালিয়েই ফেলত।
ভাইরাল হওয়া ভিডিয়োটি ইনস্টাগ্রামে ppredator_wildlifevids-নামক অ্য়াকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে। এখনও পর্যন্ত ভিডিয়োটিতে 21 লাখ 74 হাজারেরও বেশি লাইক হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন ভিডিয়োটিতে। একজন মজের ছলে লিখেছেন, “ভাল্লুকটিকে দেখে মনে হচ্ছে, সে ভাবছে আমি তো কিছু চুরি করতে আসিনি, একটি না হয় গাড়িটা চালাতামই।” আরও একজন লিখেছে, “ওকে দেখে মনে হল ওর উপর চিৎকার না করা হলে, ও গাড়িটি চালিয়েই ফেলত।”