Viral Video: ঘর সেজেছে বেলুনে, পোষ্য বিড়ালের জন্মদিনে তাক লাগালেন বাড়ির মালিক

Cat Birthday Video: বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় ধুমধাম করে বাড়ির পোষ্য়ের সাধ দেওয়া থেকে শুরু করে, জন্মদিন পালন সবই দেখা যায়। আর সেই সব ভিডিয়ো ভাইরালও হয় সোশ্য়াল মিডিয়ায়।

Viral Video: ঘর সেজেছে বেলুনে, পোষ্য বিড়ালের জন্মদিনে তাক লাগালেন বাড়ির মালিক
Follow Us:
| Edited By: | Updated on: Mar 02, 2023 | 8:03 AM

Latest Viral Video: বর্তমানে সোশ্য়াল মিডিয়ায় (Social Media) ধুমধাম করে বাড়ির পোষ্য়ের সাধ দেওয়া থেকে শুরু করে, জন্মদিন পালন সবই দেখা যায়। আর সেই সব ভিডিয়ো ভাইরালও (Viral Video) হয় সোশ্য়াল মিডিয়ায়। সোশ্যাল মিডিয়াতে প্রতিদিন কিছু না কিছু অভিনব জিনিস ভাইরাল হয়। কিছু কিছু ঘটনায় নেটিজেনরা অবাক হয় তো কিছু ঘটনায় নেটিজেনরা সমালোচনা করেন। কখনও হাসির কোনও ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তো কখনও ভাইরাল ভিডিয়ো নেটিজেনদের কাছে প্রশংসিত হয়। সম্প্রতি একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যেখানে নিজের পোষ্য বিড়ালের জন্মদিন (Cat’s Birthday) পালন করা হচ্ছে। বর্তমানে পশুদের জন্মদিন পালন করা একটি সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এমনকি লোকেরা তাদের পোষা কুকুরের জন্মদিনও খুব জাঁকজমকের সঙ্গে উদযাপন করেন।

ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিড়ালের জন্য একটি ছোট মঞ্চ তৈরি করা হয়েছে। আর তা গোলাপি বেলুন ও টুনি লাইট দিয়ে সাজানো হচ্ছে। এমনকি দেয়ালে বিড়ালের ছবিও লাগানো হয়েছে। তারপর বিড়ালটিকে পুতুলের মতো সাজিয়ে এনে সেই মঞ্চের উপর বসানো হল। শুধু তাই নয়, বিড়ালের জন্মদিনে আমন্ত্রিতও ছিল দু’জন। ভিডিয়োয় তাদেরকেও দেখা গিয়েছে।

বিড়ালের জন্মদিনের এই সুন্দর ভিডিয়োটি cats_of_instagram নামের আইডি দিয়ে ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। শেয়ার করার পর থেকে ঝরের বেগে ভাইরাল হয়েছে এই ভিডিয়ো। বিড়ালের এভাবে জন্মদিন পালন, অধিকাংশ নেটিজ়েনের নজর কেড়েছে। ভিডিয়োটি এখনও পর্যন্ত 7 লাখ 70 হাজারের বেশি বার দেখা হয়েছে। আর 15 হাজারের বেশি মানুষ ভিডিয়োটি লাইক করেছেন। অনেকে কমেন্টও করেছেন। কেউ বলেছেন, “আপনি যেভাবে ওর জন্মদিন পালন করছেন, তা দেখে বেশ ভাল লাগছে।” আরও একজন কমেন্ট করেছেন, “আমাদের বাড়িতেও পোষ্য বিড়াল রয়েছে। কিন্তু তার জন্মদিন কখনও এভাবে পালন করা হয়নি। এবার করব।” অনেকে কমেন্ট করে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন।