Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Viral Video: বিষাক্ত কোবরাকে স্নান করাচ্ছে কিশোরী, মন শক্ত থাকলে তবেই দেখুন ভিডিয়ো

Snake Bath Viral Video: ভিডিয়োটি ভাইরাল হতেই অধিকাংশ নেটিজেনের নজর কেড়েছে। আপনিও দেখে নিন এই অবাক করা ভিডিয়ো। মেয়েটির সাহস দেখলে আপনিও চমকে যাবেন।

Viral Video: বিষাক্ত কোবরাকে স্নান করাচ্ছে কিশোরী, মন শক্ত থাকলে তবেই দেখুন ভিডিয়ো
Follow Us:
| Edited By: | Updated on: Apr 21, 2023 | 8:25 AM

Latest Viral Video: বেশিরভাগ মানুষই সাপকে ভয় পায়। আর তার উপর যদি তা কোবরা হয়, তাহলে তো কথাই নেই। ধারে কাছেই ঘেঁসবে না অনেকে। কিন্তু কখনও কি কাউকে দেখেছেন, যে সাপকে স্নান করাচ্ছে। শুনেই অবাক হলেন তো? এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি ছোট মেয়ে সাপকে স্নান (Snake) করাচ্ছে। তাও আবার বিষাক্ত কোবরাকে। সাপটিও কোনও রকম ভয় না পেয়ে সেখানেই তা সঙ্গে খেলতে ব্যস্ত। ভিডিয়োটি ভাইরাল (Viral Video) হতেই অধিকাংশ নেটিজেনের নজর কেড়েছে। আপনিও দেখে নিন এই অবাক করা ভিডিয়ো। মেয়েটির সাহস দেখলে আপনিও চমকে যাবেন।

ভিডিয়োটি দেখার পর আপনি নিজের চোখকে বিশ্বাস করতে পারবেন না। এমন দৃশ্য হয়তো এই প্রথম দেখবেন। ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, একটি ছোট মেয়ে নদীর জলে বসে আছে। আর সেখানেই সাপটিও ফনা তুলে তার সামনে বসে রয়েছে। মেয়েটি তার দিকে জল ছুরে দিচ্ছে। সাপটিও তাতে বিন্দু মাত্র আপত্তি জানাচ্ছে না। এমনকি কোনও রকম ক্ষতিও করছে না মেয়েটিকে। মাঝে মাঝে জলের ঝাপটায় ফনা আরও লম্বা করছে। এভাবেই তারা খেলা চালিয়ে যাচ্ছে বেশ কিছুক্ষণ ধরে। ভিডিয়োটি দেখলে আপনার চোখ কপালে উঠতে বাধ্য।

ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে একটি অ্যাকাউন্ট থেকে। ভিডিয়োটিতে এখনও পর্যন্ত লক্ষাধিক ভিউ হয়েছে। আর হাজার হাজার মানুষ এটি লাইক করেছেন। অনেকে অনেক কমেন্টও করেছেন এই ভিডিয়োয়। কেউ বলেছেন, “মেয়েটির সাহসিকতার প্রশংসা না করে পারছি না।” আরও এক ব্যক্তি কমেন্ট করেছেন, “আমি এমন দৃশ্য প্রথম দেখলাম। দেখেই শিউরে উঠেছি। এমন কীভাবে সম্ভব?”