Viral Video: ক্রুদ্ধ মোষের ভয়ে থরহরিকম্প একদল সিংহী! একজনকে শিং দিয়ে তুলে বার কয়েক আছাড়

Viral Video Today: নির্ভীক একটি মহিষকে দেখা গেল এক পাল সিংহীকে (Lioness) আক্রমণ করতে। তাদের মধ্যে একটা সিংহীকে তো ওই মোষটা (Buffalo) শিংয়ে করে উপরে তুলে এক্কেবারে ডিগবাজি খাইয়ে মাটিতে ফেলল! একটা মহিষ যে সিংহীর দলে হানা দিলে তাদেরও থরহরিকম্প অবস্থা হতে পারে, এই ভিডিয়োই তা প্রমাণ করে দিল।

Viral Video: ক্রুদ্ধ মোষের ভয়ে থরহরিকম্প একদল সিংহী! একজনকে শিং দিয়ে তুলে বার কয়েক আছাড়
এ যেন সত্যিই উলটপুরাণ!
Follow Us:
| Edited By: | Updated on: Apr 20, 2023 | 11:49 PM

Latest Viral Video: সিংহ বা সিংহীর থেকে জঙ্গলের সবচেয়ে শক্তিশালী শিকারী আর কে-ই বা আছে! যে কোনও পশুর পালে যদি একটা সিংহ বা সিংহী এসে হানা দেয়, পালাবাল পথ খুঁজে পায় না সেই পশুদের দল। কিন্তু উল্টোটা কি হতে পারে? সিংহীর থেকে কম শক্তিশালী প্রাণী এসে যদি তাকে আক্রমণ করে যায়, এমন দৃশ্য সচরাচর দেখা যায় নাকি? যায়, সচরাচর না হলেও এই সোশ্যাল মিডিয়ার দৌলতে এমন কোন ভিডিয়ো আছে বলুন তো, যা দেখা যায় না? এক্কেবারে উলটপুরাণ! নির্ভীক একটি মহিষকে দেখা গেল এক পাল সিংহীকে (Lioness) আক্রমণ করতে। তাদের মধ্যে একটা সিংহীকে তো ওই মোষটা (Buffalo) শিংয়ে করে উপরে তুলে এক্কেবারে ডিগবাজি খাইয়ে মাটিতে ফেলল! একটা মহিষ যে সিংহীর দলে হানা দিলে তাদেরও থরহরিকম্প অবস্থা হতে পারে, এই ভিডিয়োই তা প্রমাণ করে দিল।

মাত্র কয়েক সেকেন্ডের এই ভিডিয়োতে দেখা গেল, এক ঝাঁক সিংহী যেন একটা মহিষের ভয়ে কুপোকাত। প্রথমে তারা ভেবেছিল, তাদের শিকার এবার নিজে থেকেই ধরা দিতে আসছে। কিন্তু যখন সেই শিকার সামনে এলে তখন সিংহী দলের সমস্ত সমীকরণ এক্কেবারে ঘেঁটে ঘ! রণংদেহি মেজাজে ওই মহিষ এসে প্রথমেই একটি সিংহীকে তুলে এক আছাড় মারে। বাকি সিংহীরা তখন দৃশ্যটা দেখে কী করি, কী করি ভাবছে! মানে অবস্থাটা এমন যেন, ছেড়ে দে মা কেঁদে বাঁচি!

মহিষটি এসে ওই পালের মধ্যে থেকে একটি সিংহীকে এমন ভাবেই তুলে আছাড় মারে যেন সে জ্ঞান হারিয়ে ফেলে। মহিষটাকে সে যতবারই নিয়ন্ত্রণ করতে যায়, ততবারই বেগ পায়। একবার নয়। ওই মহিষটি তার শিং দিয়ে সিংহীকে বেশ কয়েক বারই আছাড় মারে। তারপর সেই সিংহী সেখান থেকে মহিষের ভয়ে পালিয়েও যায়। বাকি সিংহীরাও সেখান থেকে মানে মানে কেটে পড়ে!

বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এই ভিডিয়ো শেয়ার করা হয়েছে। নেটিজ়েনরা এমনতর উলটপুরাণের ঘটনা নিয়ে রীতিমতো অবাক। ইনস্টাগ্রামে wildlife_stories_ নামের একটি পেজ থেকেও ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। লোকজন সিংহীর এমনতর ভয়ে পালানোর মতো অবস্থা দেখে ইনস্টাগ্রামে মজাদার কিছু কমেন্টও করেছেন।