Viral Video: কোলে জ্যান্ত কুকুরছানা, কিডন্যাপার বাঁদর দেখে হতচকিত মানুষজন
Monkey Kidnapped Dog: মানুষ মানুষকে অপহরণ করছে, এমন অপরাধজনিত খবর তো প্রতিনিয়ত চোখে পড়ে। কিন্ত তা বলে বাঁদর অপহরণ করবে?
Latest Viral Video: মানুষ মানুষকে অপহরণ করছে, এমন অপরাধজনিত খবর তো প্রতিনিয়ত চোখে পড়ে। কিন্ত তা বলে বাঁদর অপহরণ করবে? তাও আবার একটি কুকুর ছানাকে? এত ঘোর বিপদ! সোশ্য়াল মিডিয়ায় (Social Media) এমনই একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে একটি বাঁদর (Monkey) একটি কুকুর ছানাকে (Puppy) কোলে তুলে নিয়ে দেদার ছুটছে। আর কুকুর ছানাটিও বুঝে উঠতে পারছে না যে, সে কী করবে। আর কেনই বা তাকে নিয়ে ছুটছে, সেই কারণ খুঁজতে সেখানে অনেক লোকের জমায়েত হয়েছে। আপনিও ভিডিয়োটি (Video) দেখে হকচকিত হবেন।
ঘটনাটি রাজস্থানের জয়পুরের গঙ্গাউরি বাজারের। ভিডিয়োতে আপনি দেখতে পাচ্ছেন, কীভাবে একটি বাঁদর একটি দোকানের উপরে ছাদে আরাম করে বসে আছে। কিন্তু আপনি যখনই একটু ভাল করে দেখার চেষ্টা করবেন, তখনই দেখতে পাবেন তার কোলে একটি কুকুর ছানা। তারপর কয়েক সেকেন্ড পরে সে সেখান থেকে উঠে কুকুরটিকে হাতে ধরে ছুটতে থাকে। দেখে মনে হচ্ছে সে কুকুরছানাটিকে অপহরণ করেছে। এমন অপহরণ আগে দেখেছেন কখনও?
जयपुर में गणगौरी बाज़ार में, बन्दर ने किया कुत्ते के बच्चे का अपहरण ?? pic.twitter.com/nIhV0FOcZk
— Hasna Zaroori Hai ?? (@HasnaZarooriHai) March 18, 2023
এই মজার ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম টুইটারে @HasnaZarooriHai নামে একটি আইডি দিয়ে শেয়ার করা হয়েছে। শেয়ার করে তার ক্যাপশনে লেখা হয়েছে, ‘জয়পুরের গঙ্গাউরি বাজারে, বাঁদরটি কুকুর বাচ্চাটিকে অপহরণ করেছে’। আর তারপর থেকেই প্রচুর সংখ্য়ক মানুষের নজর কেড়েছে এই ভিডিয়ো। এখনও পর্যন্ত ভিডিয়োটি 12 হাজারেরও বেশি ভিউ হয়েছে। অনেকে অনেক কমেন্টও করেছেন। কেউ বলেছেন, ‘কুকুরটিকে কেন তুলে নিয়ে যাচ্ছে, সেটাই তো বোঝা যাচ্ছে না। তাহলে কি কুকুরটি ওর বন্ধু?’ আরও এক ব্য়ক্তি মজার ছলে লিখেছেন, ‘ওকে 12 ডজন কলা দিলে তবেই ও কুকুরটিকে ছাড়বে বলে মনে হচ্ছে।’